এবিবি ফান প্রশ্ন- ৫০০ || সবাই সন্দেহ করে অবিশ্বাস করে থাকে তবে কেন কেউ ...
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবাই সন্দেহ করে অবিশ্বাস করে থাকে তবে কেন কেউ সন্দেহ করে হলেও বিশ্বাস করে না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বিশ্বাস খুবই অদ্ভুত জিনিস। বিশ্বাস মনে আস্থা এবং চোখের দেখার উপর নির্ভর করে। সন্দেহ শুধু বিশ্বাস ভেঙ্গে ফেলে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বিশ্বাসের মূল্য মাপা অসম্ভব ভাই।এটা সন্দেহ করে করা অসম্ভব,নিজের কর্ম গুনেই বিশ্বাস নামের অমূল্য শব্দটি অর্জন করতে হয়।
আসলেই বিশ্বাসের মূল্য মাপা অনেক অসম্ভব।
কে বলে সন্দেহ করে বিশ্বাস করে না। সন্দেহ ব্যাপার টা তখনই আসে যখন আপনি একজনকে অনেক বিশ্বাস করেন। আর যদি আপনি কাউকে বিশ্বাসই না করেন তখন সন্দেহের কথাটা আসবেই না। সুতরাং বিশ্বাস না থাকলে সেখানে সন্দেহ ও থাকবে না।
কারণ সন্দেহ করলে মানুষ ভাবে, "কিছু তো একটা গন্ডগোল আছেই।" আর বিশ্বাস করলে মনে হয়, "সত্যি বলে মেনে নিলে যদি ঠকা খাই?" তাই সবাই সেফ মোডে থাকে-সন্দেহ করে অবিশ্বাস করে। সন্দেহ করে বিশ্বাস করা তো রিস্কের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করা, যা সবার কমফোর্ট জোনের বাইরে! 😄
হাহাহা সেফ মোড কথাটা ভালো লাগলো।
হ্যাঁ ভাইয়া এটা ঠিক বললেন 🤗।
কথায় আছে না যে জাতে মাতাল তালে ঠিক। বিষয়টা কিছুটা ঐরকমই। সন্দেহ করে অবিশ্বাস করলেও, কেউ সন্দেহ করে বিশ্বাস করবে না।
আসলে বিশ্বাস এমনই।
সন্দেহ একটি নেতিবাচক বিষয়। একটি নেতিবাচক বিষয়ের সাথে আরেকটি নেতিবাচক বিষয় অবিশ্বাসেরই সম্পর্ক থাকবে। তার সাথে সবচেয়ে ইতিবাচক বিষয় বিশ্বাসের সম্পর্ক থাকার প্রশ্নই আসেনা। বিশ্বাস আসবে আরেকটি ইতিবাচক বিষয় ভরসা থেকে।
হ্যাঁ ভাই ঠিক বললেন। আমি ও সব সময় এরকমটা মনে করি।
কারন সন্দেহের অর্থ-ই অনিশ্চয়তা ও অবিশ্বাস।অর্থাৎ অ হচ্ছে সন্দেহের সঙ্গী তাই সেটা কখনো বিশ্বাসে পরিণত হতে পারে না।
বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু অবিশ্বাস করাটা একেবারেই সহজ। শত পরীক্ষা দিয়েও অনেক সময় মানুষকে বিশ্বাস করানোটা সম্ভব হয় না, আর সন্দেহ করে তো বিশ্বাস করা একেবারেই অসম্ভব।
কারণ বিশ্বাস শব্দটাই তো এরকম। সেই মানুষের প্রতি বিশ্বাস করা যায়, যে মানুষ বিশ্বাসের মর্যাদা রাখতে পারে।
বিশ্বাস শুধুমাত্র মন থেকেই অর্জন করা হয়। আর সেটা কখনোই সন্দেহর মাধ্যমে করা যায় না ☺️।
এক গ্লাস দুধে দুই/এক ফোঁটা বিষ মিশানো থাকলে সেটা আর দুধ থাকে না, বিষ হয়ে যায়। সন্দেহ হচ্ছে সেই দু/এক ফোঁটা বিষ এর মতো। তাই যেখানে সন্দেহ থাকে, সেখানে বিশ্বাস থাকে না, অবিশ্বাস ই চলে আসে।