এবিবি ফান প্রশ্ন- ২৭৮ || সবাই জয় লাভ করে মিষ্টি বিতরণ করে কেন...?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবাই জয় লাভ করে মিষ্টি বিতরণ করে কেন, অন্য কিছুও তো বিতরণ করতে পারতো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কেন করে, সেই বিষয়টাই জানতে চাই আপনাদের কাছ থেকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যে হারে ডায়াবেটিস পেশেন্ট বৃদ্ধি পাচ্ছে তাতে করে মিষ্টি বিতরণ করাই লাভজনক। পরিমাণে কম লাগবে।🤣🤣
মিষ্টি বিতরণের উদ্দেশ্য হচ্ছে, সে কাজে জয়লাভ করেছে আর অন্য সবাই জিরো পেয়েছে! জিরোর প্রতীক হিসেবে সে গোল গোল মিষ্টি সবাইকে বিতরণ করে। আর ব্যাপারটা আমরা না বুঝে বোকার মত সেই মিষ্টি খেয়ে আনন্দ করি। 🤭🤔 #বয়কট-গোল-মিষ্টি ট্রেন্ড করাতে হবে যা দেখছি! হিহি🤣🤣
হায়রে ভাইয়া লজিক দেখে তো আমি একদম বেহুশ হয়ে গেলাম। 🤣
এই লজিক দেওয়ার পরে, নিজের লজিক নিজে দেখে আমি নিজেও বেহুশ হয়ে গেছি আপু 🤣🤣 !! হেহে 🤣🤣🤣
আমরা সবাই জানি পাড়া-প্রতিবেশীর মুখে মধু হলেও অন্তরে বিষ, তাই আমরাও মুখে মিষ্টি তুলে দেই যেন আমাদের জয় লাভে তাদের অন্তরে জ্বালা আর একটু বেড়ে যায়। 😂
অনেকদিন টেনশনে থাকার পর। অবশেষে মিষ্টিমুখ করে টেনশন মুক্ত হয়।
সাধারণত মানুষ মিষ্টি বেশি পছন্দ করে। আর এই মিষ্টি দ্বারা মানুষের খুশির বহির প্রকাশ ঘটে। তাই যে কোন কিছুতেই জয়লাভ করলে মানুষ মিষ্টি বিতরণ করে থাকে।
কারণ চিনির দাম বেড়ে যাওয়ায় সবাই মিষ্টি খেয়ে সুগার সঞ্চয় করে রাখতে চায় শরীরে।কেউ জয়লাভ করলেই সুযোগ,তাই সেই সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না।
ডায়বেটিস রোগীদের লোভ দেখানোর জন্য। তাদের মিষ্টি খাওয়া নিষেধ তাই, মিষ্ট ও কম লাগবে।আর তারা লোভ পরবে কিন্তুু খেতে পারবে না তাই।
চিনি খেলে বিভিন্ন ধরনের রোগ হয়। আর মিষ্টি তো চিনি দিয়েই তৈরি করা হয়। যারা যারা জয়লাভ করে সবাইকে মিষ্টি খাওয়ায়,তারা সবাই হসপিটাল থেকে কমিশন পায়। কমিশন পাওয়ার পর মিষ্টি কেনার টাকা উঠে যায় এবং পকেটে আরও কিছু টাকা অবশিষ্ট থাকে 😂😂।
বিঃদ্রঃ যারা জয়লাভ করে, তারা সবদিক দিয়েই লাভ করতে চায়। তারা লস বা ক্ষতির কোনো কারবার করে না🤣🤣🤣।
মিষ্টি খেলে মুখটা মিষ্টি হয়ে যায়।আনন্দের সময় মুখ তেতো বা ঝাল ভালো লাগে নাকি?? তাই তো বাঙালিদের ঐতিহ্য জয় বা শুভ কোন কাজে মিষ্টি খাওয়া।
অন্যকে জ্বালানোর জন্য মিষ্টিমুখ করায়। বেচারা প্রতিবেশী কিংবা আত্মীয়-স্বজন মিষ্টি মুখে নিয়ে গিলতেও পারেনা ফেলতেও পারেনা।🤣🤣🤣