আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
আজকের অনু কবিতা:-
আকস্মিক চিন্তা মনে বাঁধে বাসা।
ধোঁকা খেয়ে মন হারায় সব আশা।
বেদনার নীল আজ ঘোর অন্ধকার।
আপন পর খুঁজে,পাইনি কেউ আমার।
লেখক
লেখক এর অনুভূতি:
জীবনের রেলগাড়ি চলতে থাকে। এর মাঝে সুখ-দুঃখ,ব্যথা বেদনা এবং ধোঁকা এগুলো জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আর আপন পরের হিসাব-শেষে দেখা যায় আপন এর সংখ্যা খুবই কম । সেটার বহিঃপ্রকাশ আজকের এই অনু কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ধ্বংসের পথে হাঁটতে থাকি একা,
শূন্যতায় ভরে যায় হৃদয়ের প্রতিটা ফাঁকা।
স্বপ্নের আলো যেন নিভে গেছে,
হৃদয়ের গভীরে এক শূন্যতা বেঁধেছে বাসা।
হাসির মুখগুলো কোথায় হারিয়ে যায়,
দুঃখের সুর যেন বাতাসে ভেসে যায়।
চোখে জল ঝরে, তবু থামে না কথা,
এভাবেই জীবন কাটে অন্ধকারের পথ চলা।
দারুন লিখেছেন, ধন্যবাদ।
বাহ দারুন
স্বপ্ন আমার পরিণত হয় দুঃস্বপ্নে,
আশা হারিয়ে হই হতাশ আমি।
আলোর মাঝে অন্ধকার ঘিরে আসে,
সুখের মাঝে দুঃখ ফিরে আসে।
অজানা পথ ধরে হেঁটে চলি একা,
স্বপ্নেরা ভাঙে, মনের মাঝে বেদনার রেখা।
অবহেলার সমুদ্রে ডুবে থাকে প্রাণ,
সাথীদের ভিড়ে দেখি শূন্যতার টান।
সব মায়া ভেঙে যায়, তবু থাকে আশা,
অন্ধকার পেরিয়ে খুঁজে নেব ভালবাসা।
বাহ বাহ দারুন লিখেছেন।
চলে জীবন রেলগাড়ি, থামার তো নেই সময়,
সুখের পরে দুঃখ আসে, বেদনাই সঙ্গ দেয়।
আপনের ভিড়ে পরের ছায়া, হিসাব মেলে না,
তবু কেন থামে না পথ? স্বপ্ন থাকে সজল চেনা।
আলো-আঁধারের মায়াজালে বাঁধা জীবনের গান,
চলার মাঝেই লুকিয়ে থাকে সব উত্তরণের দান।
জীবনের রেলগাড়ি যখন থেমে যায়
কোনো এক অজানা গন্তব্যে গিয়ে
তখন আপন বলতে কেউ থাকে না পাশে
নিঃসঙ্গ এই জীবনে গন্তব্য হয়ে উঠে
মলিন কাপড়ের ভাঁজের মতো।
যেখানে দুঃখ বেদনা আর কষ্ট ছাড়া
আর কিছুই খুঁজে পাওয়া যায় না।
অগণিত স্বপ্ন বুনি এ মনের,মনিকোঠায়
মানুষের ব্যবহারে পরক্ষণে ডুবে যাই হতাশায়।
বেদনা-বিদুর এ জীবন নিয়ে চলি একাকী
দেখেছি অনেক কে! কেউ নয় মোর দুঃখের সঙ্গী।
হঠাৎ নিরবে মনেতে চিন্তার ভাঁজ,
হৃদয়ে গহীনে কষ্টের হাহাকারের শূন্যতা।
আলো আঁধারের খেলাতে জীবন হেরে যায়,
অন্ধকারে ফিরে আসে না আলোর পূর্ণতা।
মনের চঞ্চলতা হারিয়ে যায়,
হৃদয়ের স্বপ্নগুলো ভেঙ্গে যায়।
কষ্টের শহরে আজ আমি ভীষণ অন্ধকারে,
আশাহীন জীবনে কে আপন কে পর বুঝা বড় দায়।
আকস্মিক চিন্তা মনে ভাসে আশার,
ধোঁকা ছাড়া মন পায় না কিছু ক্ষণার।
বেদনার নীল আজ উজ্জ্বল আলোক,
আপন পর খুঁজে, পেলাম নতুন পথ।