এবিবি-ফান প্রশ্ন-২৫ || মেয়েরা কেন এত সাজুগুজু করে ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা কেন এত সাজুগুজু করে ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মেয়েরা নেচারাল সৌন্দর্য নিয়ে হ্যাপি না। তারা আরো বেশি সুন্দর হতে চায়। তাছাড়া ছেলেদের ফাঁদে ফেলানোর একটা কৌশল বলে মনে করি আমি। 😂✌️
ছেলেরা রেডি তো উত্তর দেয়ার জন্য??? 😝 [ মেয়েদের উওরের রিপ্লাই ও দেয়া চাই কিন্তু ]
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কয়লার খনিকে ময়দা দিয়ে হীরার খনি করার জন্য মেয়েরা সাজুগুজু করে।
সস্তা কোন জিনিসকে ভালো প্যাকিং করলে ভালো দামে বিক্রি করা যায় তাই 😀😀😀🥳🥳
এটা চমৎকার বলেছেন।
গ্রেট উত্তর 😁😁😁
ধন্যবাদ ভাই ভালোবাসা অবিরাম
কি সুন্দর পারফেক্ট উত্তর, তবে বৃস্টি আপু না দেখলে হয়😅
আপনারা বৃস্টি আপু তো সাজেনা ভাইয়া। সে ন্যাচারালি বেশি পছন্দ করে ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো ভাই, আমার স্ত্রী ও সব পছন্দ করে না।
মজা পাইলাম আপনার শুনে
প্রতিযোগিতা 😁 পাশের ফ্ল্যাটের ভাবি এবং পথ দিয়ে হাঁটলে অন্যদের তুলনায় যেন সুন্দর দেখায়।
সবাই যেন তার উপরে ক্রাশ খায় 🤭 এমন একটা ভাব নেওয়ার জন্যই এত সাজুগুজু করে।😁😁
একদম ফাটিয়ে দিয়েছেন ভাই
আর এই প্রতিযোগিতার খেসারত ছেলেদের পকেট থেকেই যায় 😝
এটাও তাদের মূল উদ্দেশ্য হতে পারে ভাই 🙄
একদম ঠিক বলেছেন ভাইয়া
বিন্দাস লাইফে এখনো ব্যাচেলর তাই টাকার হিসাবটা মাথায় আসে নাই।
এটা সেরা হয়েছে ভাই।
মেয়েরা সাজুগুজু করে আপনাদের ভালোর জন্য। যাতে রাস্তা ঘাটে মেয়েদের দেখে ঘন ঘন প্রেমে পরতে পারেন। প্রতিদিন একবার প্রেমে না পরলে তো আপনাদের চলেই না। ঘুম আসে না ক্ষুধা লাগে না। মেয়েদের সাজগোজ থেকে যদি দারুন কিছু হয় তাহলে সাজগোজই ভালো।
প্রেমে না পড়লে তো মেয়েদের সাজুগুজু করে লাভ নেই আপু
সুন্দর সবসময়ই পরিপাটি সুন্দর থাকতে পছন্দ করে।দেখেন না স্বর্ন দামি হওয়া সত্ত্বেও নানা রকম নকশা করে আরো বেশি সুন্দর হয়,তেমনি মেয়েরাতো এমনেই সুন্দর আরো সুন্দর হয় সাজুগুজু করে।তাছাড়া ছেলেরাই তো মেকাপ ও এর জিনিসপএ বিক্রি করে,মেয়েরা না কিনলে তো দেশে আরো বেকার বেড়ে যাবে।বেকার সমস্যা সামাধানে মেয়েরা সাজুগুজু করে😉😉
সুন্দর সুন্দরী সাজতে গিয়ে যে বান্দর হয় সেটা কে কাকে বুঝাবে হা হা হা
বলছে আপনারে,,সুন্দরী দেখতে হলে সুন্দর চোখ থাকা লাগে🤪🤪
এই প্রশ্নের এমন একটা উত্তর আমার কাছে আছে যেটা বললে নির্ঘাত মার্ খাবো । তাই আর বললাম না :)
না দাদা শুনতে চাই। উত্তর দিয়ে বনবাসে চলে যেতে হবে। হাহাহা
বিশ্বাস করেন সুমন ভাই,সব মেয়েরা সাজুগুজু করেনা🙄।ঐশি আপুকে জিগ্যেস করেন🥺
যাইহোক আমার উত্তর হলোঃ মেয়েরা ছেলেদের ইমপ্রেস করার জন্য সাজেনা সাজে অন্য মেয়েদের গা জ্বালানোর জন্য 🤥
আজ নতুন কিছু শুনলাম আপনার কাছ থেকে, মেয়েরা মেয়েদের গা জ্বালানোর জন্য সাজুগুজু করে মজা পেলাম😀😀😭😭😀😀
যাদেরটা তারা ভালো বোঝে🙄
এটা তাহলে রহস্য ?হাহাহা।
কারন নিজের চেহেরা দিয়ে তো আর বয়ফ্রেন্ড জুটবে না তাই ঘন ঘন নিজের চেহেরা পরিবর্তন করতে চাই।
মানুষের জীবন এবং মেয়েদের সাজুগুজু একই সুত্রে গাঁথা, মানুষ যেমন জীবন ছাড়া বাঁচতে পারে না, মেয়েরা তেমন সাজুগুজু ছাড়া বাঁচতে পারে না, তাই মেয়েরা এত সাজুগুজু করে।
আমরা মেয়েরা যদি সাজুগুজু না করি, তবে ছেলেরা ক্রাশ খাবে কিভাবে?? এ শব্দটা ত তবে পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। 🤣😜তাই আমরা সাজুগুজু করি। 😊
আচ্ছা তাহলে মেকাপ দিয়ে ক্রাশকে টিকিয়ে রাখছেন, হা হা হা
সাজুগুজু মানেই কিন্তু শুধু মেকাপ নয়। আর ছেলেরা মেকাপ করা বোঝে। ছেলেরা পরিপাটি থাকা মেয়েদের ওপর ই ক্রাস খায় ভাইয়া। মেকাপ এর উপর নয়। 😊