এবিবি ফান প্রশ্ন- ৪০৭ | কোন কাজটা করতে সবচেয়ে বেশি সংকোচ লাগে।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কোন কাজটা করতে সবচেয়ে বেশি সংকোচ লাগে।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
দয়াকরে অভিজ্ঞতার আলোকে বলবেন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সংকোচ তো তখনই সব থেকে বেশি লাগে, যখন কিনা নিজের মনের বিরুদ্ধে কোনো কাজ করি।
মনের বিরুদ্ধে কাজ করা খুবই কঠিন ব্যাপার ভাই। মনের বিরুদ্ধে গেলে অনেক মানসিক প্রেসার হয়।
নিজের মনের বিরুদ্ধে কাজ করাটা যেমনটা সংকোচের তেমনটা অনেক কষ্টেরও বটে। আপনি সঠিক কথা বলেছেন ভাই।
কোথাও দাওয়াত খেতে গেলে পছন্দের রেসিপি থাকা সত্ত্বেও সবার সামনে খেতে সংকোচ লাগে ।
এটা অবশ্য ঠিক আপু পছন্দের খাবার গুলো সবার সামনে সেভাবে খাওয়াই যায় না। বলবেন না আমাকে পার্সেল করে দেন। বাড়ি গিয়ে খাব। 😆
বলতে তো চাই। কিন্তু ভয়ে বলি না। যদি ধরে মাইর দেয়।
আপু আমার মনের কথা বলেছেন আপনি ধন্যবাদ আপনাকে।
আপু খাওয়া-দাওয়াতে সংকোচ করে লাভ নেই চোখ বুজে খেয়ে যেতে হবে।
গ্রুপ হিসাবে খাওয়াদাওয়ার পর বিল দিতে সংকোচ লাগে। আমি কেন বিল দিতে যাবো? 🤔
সবাই মিলে খাবার খেতে ভালো লাগে। কিন্তু যার পকেট ফাঁকা হয় সে বুঝে কষ্টটা কি। চুপচাপ থাকাই ভালো। 😆😆
সেটাই। 😅
জি ভাই সুবিধায় নিতে ভালো লাগে তবে সুবিধা দিতে ভালো লাগে না 🥹।
বউয়ের কাছে ভাত চাইতে সবচেয়ে বেশি সংকোচ লাগে। না জানি বেচারা কবে আবার বলে বসে আমার ভাত খেয়েই তুমি বেঁচে আছো। 😂
মজা পেলাম ভাইয়া বউয়ের কাছে ভাত চাইতেও বুঝি সংকোচ বোধ হয়। হাহাহা
কাউকে সাহায্য করার জন্য টাকা ধার দেওয়ার পরে আবার সেই টাকা নিজের প্রয়োজনে চাইতে সংকোচ লাগে।
টাকা ধার দেওয়ার পর আবার টাকা ফেরত চাওয়াটা সত্যিই অনেক সংকোচ এর ব্যাপার। যারা ধার নেয় তাদের লজ্জা লাগে না। অথচ চাইতে গেলেই আমাদের লজ্জা লাগে।
জি ভাই এটা প্রকৃতির বাস্তবতা।
রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু খাওয়ার কাজটা
করতে সবচেয়ে বেশি সংকোচ লাগে আমার।মনে হয় চারিপাশের লোকগুলো আমার মুখের দিকেই তাকিয়ে থাকবে,এটা ভেবেই আর খাওয়া হয় না স্ট্রিট ফুডগুলি।।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু কারো সামনে খাবার খাওয়াটা কেমন জানি লাগে। আর রাস্তায় হলে তো আরো বেশি অস্বস্তিকর লাগে।
আমি তো খেতেই পারি না আপু।
দিদি কথাটা কিন্তু সঠিক বলেছেন এরকম আমারও হয়। এরকম পরিস্থিতি উদ্ভূত হলে চোখ বুজে খেয়েদেয়ে সেখান থেকে সরে পরি।
তাও ভালো, চোখ বন্ধ করে খেয়ে ফেলেন☺️☺️.
উচিত কথা বলতে সবচেয়ে বেশি সংকোচ লাগে। আমরা সবাই জানি যে, উচিত কথার ভাত নেই। বেশি উচিত কথা বলতে গেলে ভাতের পাশাপাশি বাড়িতে জায়গা ও পাবো না। হেহেহে😀তাইতো উচিত কথা বলতে সংকোচ লাগে।
জামা কিনতে গেলে যে দাম বলি সে দামে জামা দিয়ে দিলে তখন মনের ভিতরে সংকোচ বোধ হয়। মনে হয় ইশ আর একটু কম বললেই পারতাম। 😂😂
এমন কাজ করতে সংকোচ লাগে যেটা অন্যের জন্য খারাপ হবে। আর এই জন্য ওরকম কাজ করতেও চাই না ।
অন্যের খারাপ হয় সেরকম কাজ না করাই ভালো আপু।
আমার জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে সংকোচ অনুভব হয় ,যেমন সবচেয়ে বেশি সংকোচ লাগে যখন কিছু বলতে বা করতে হয় যা আমার মনে সাথে সঙ্গত হয় না,, বা যা আমার মূল বিশ্বাসের সাথে একদম মেলে না।