এবিবি ফান প্রশ্ন- ৪৩৩|প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে বললে কিভাবে করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে বললে কিভাবে করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মতামত : আজ আপনাদের কাছ থেকে জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে হলে তাকে নিয়ে ফুচকার দোকানে চলে যাবো। তারপর ঝাল ঝাল দু প্লেট ফোচকার অর্ডার করবো। ’’ফোচকার ঝাল খেয়ে যখন প্রিয় মানুষটি কেঁদে দিবে তখন তার চোখ মুছাতে মুছাতে বলবো থাক বাবু কান্না করে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাও আবার আমার জীবনের চেয়ে বেশী।’’
ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করার জন্য তাহলে ঝাল খাইয়ে কাঁদাবেন। আইডিয়াটা কিন্তু দারুন ছিল।
যদি তাকে বলা হয় তোমাকে আরেকটা বিয়ে দিতে চাই। এর চেয়ে খুশি মনে হয় বেচারা আর কোনদিন হবে না। মনে মনে ভাববে বউ তো দেখছি আমায় অনেক ভালোবাসে। 😆
হাহাহা বেশ মজা লাগলো আপু।
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে গেলে বলুন, "তুমি আমার জীবনের WiFi, কারণ তোমাকে ছাড়া সবকিছুই 'No Connection' দেখায়। তুমি আমার পছন্দের খাবারের মতো—যতই খাই, পেট ভরে না!" 😄
দারুন লিখেছেন ভাই 🤣🤣।
ওরে বাপরে সেই কথা আর বলবেন না ভাইয়া। নো কানেকশন মানেই হচ্ছে জীবনটা তেজপাতা আর তেজপাতা।
এটা সত্যি বলেছেন ভাই এভাবে পাম মারলে ভালোবাসা বেশ ভালোই প্রকাশ পাবে। 😍
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ অনেক ভাবে করা যায়। আসলে শুধু ফুলের তোড়া নিয়ে তাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। প্রিয় মানুষকে ভালোবাসি প্রকাশ করার জন্য তার আনন্দের মুহূর্তে তার সাথে আনন্দে মেতে উঠা। দুঃখের মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়া। যে কোন পরিস্থিতিতে তাকে সঙ্গ দেওয়া। তার ভালো লাগার বিষয় গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া। যে বিষয় গুলো বা, স্মৃতি গুলো মনে পড়লে তার কষ্ট হয় ঐসব স্মৃতি বা, বিষয় গুলো তার মন থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা। প্রতিটি মুহূর্তে তাকে ভালো রাখার চেষ্টা করবো । পরিশেষে তাকে বলবো আমি তাকে ভালোবাসি তাই তার অনুভূতি মানে আমার অনুভূতি। জীবনের সুখ দুঃখ হাসি আনন্দের যে কোন পরিস্থিতিতে তার পাশে থাকবো।
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে হবে তাই তার ছবি হাত কেটে অঙ্কন করবো অনেক কষ্ট হলেও। যেন সারা জীবন তার ছবি আমার হাতে স্মৃতি হয়ে থেকে যায়😁😃😀😙🥰।
প্রথমত তাকে নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যাব তারপরে ফুলের তোড়া দিয়ে মনের কথা জানিয়ে দিব।
তবে হাতে একটা অপশন থাকবে যদি সে রাজি না হয় তাহলে নৌকা থেকে তাকে মাঝ নদীতে ফেলে দিব হা হা হা।
খেয়াল রাখবেন ভাইয়া, তাকে ফেলতে গিয়ে আবার যেন আপনি না পড়ে যান🤭।
বন্ধু তোমার কৌশল টা কিন্তু সত্যিই চমৎকার। এভাবে ভালোবাসার কথা জানালে রাজি না হয়ে তো কোনো উপায় থাকবে না।
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে বললে সেটার ভাষা তো আমার জানা নেই।তবে বলতে হবে--তুমি আমার প্রশ্ন আর আমি তোমার উত্তর।যদি তুমি ভুল কাজ করো তাহলে আমি তার শাস্তি দেওয়ার জন্য রেডি থাকবো।☺️☺️
প্রিয় মানুষের কাছে বেশি আগ্রহ প্রকাশ করলে, তার কাছ থেকে ভালোবাসাটা আর পাওয়া যায় না। আমরা সবাই একটা কথা নিশ্চয়ই জানি, বেশি আগ্রহ আমরা যেটার জন্য দেখাই সেটা আমরা কখনো পাইনা। ভালোবাসা প্রকাশ করলে ভালোবাসা ও পাওয়া যায় না। কারণ প্রিয় মানুষটা দুর্বল ভাবে বেশি ভালোবাসা প্রকাশ করলে। আর এজন্য ঠকাতেও তার বেশি কষ্ট হয় না। ভালোবাসা মনের মধ্যে রাখলেই বেশি ভালো। প্রকাশ করলে আগ্রহ কমে যায়।
এ পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি “আমি তোমাকে ভালবাসি” কথাটা প্রিয় মানুষকে বলতে কিন্তু যেই সামনে যাই অমনি হার্টবিট বেড়ে যাই, গাঁ দিয়ে ঘাম ঝরতে থাকে। কি বলব ভাবতে ভাতে তারপর হা হু করে চলে আসি। তবে চোখের ভাষায় বুঝিয়ে দেই যে, আমি তোমাকে কতটা ভালবাসি।
আপনি তো দেখছি একেবারে হার্টবিট বাড়িয়ে ছেড়ে দিয়েছেন। এত গা ঘামলে হবে কি করে ভাইয়া। তাড়াতাড়ি বলে ফেলুন।
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে চাইলে কিছু উপায় অবলম্বন করতে পারে:
যেমন --
মৌখিকভাবে: সরাসরি বলবো , "আমি তোমাকে খুব ভালোবাসি।"
লেখার মাধ্যমে: একটি প্রেমের চিঠি বা মেসেজ লিখে অবস্থান নির্বাচন করে একটি রোমান্টিক জায়গায় নিয়ে গিয়ে এবং তাদের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে ।
কিংবা ছোট ছোট উপহার: তাদের প্রিয় জিনিস কিনে দিয়ে , যা আমার ভালোবাসার প্রতীক হবে।
কর্মের মাধ্যমে: তাদের জন্য কিছু বিশেষ করে , যেমন রান্না বা সারপ্রাইজ প্ল্যান।
আপু আপনি তো দেখছি একেবারে রোমান্টিক মানুষ। দারুনভাবে ভালোবাসা প্রকাশের পদ্ধতি গুলো তুলে ধরেছেন। অসাধারণ হয়েছে আপু।
রোমান্টিক না হলে কি হয় । সবকিছুর মাঝেই পূর্ণতা। 💞
মাঝ রাস্তায় দাঁড়িয়ে, গাড়ি চলাচল বন্ধ করে প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করবো😂😂। কিন্তু গাড়ি চলাচল যদি শুরু হয়ে যায়, তাহলে দু'জনেই সোজা উপরে চলে যাবো এবং উপরে গিয়ে মনমতো প্রেম করবো। আহা কি শান্তি রে 🤣🤣।
বাহ্ উপরে গিয়ে মন মতো প্রেম করার ইচ্ছা জেগেছে দেখছি 😎 যাইহোক উপরে গিয়ে প্রেম করলে কেউ বাধা দেবে না।