এবিবি-ফান প্রশ্ন-৭৪ || জামাই আদর আছে কিন্তু বউ আদর নেই কেন?steemCreated with Sketch.

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

জামাই আদর আছে কিন্তু বউ আদর নেই কেন ?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

আমি মনে করি, জামাই আদর (শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া) জামাইদের প্রাপ্য, আর বউতো সারা জীবন জামাইয়ের বাসায় থেকেই খাওয়া-দাওয়া করে। বউরা সারা জীবনেই বউ আদর পায় তাই আলাদাভাবে বউ আদর রাখা হয়নি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

জামাই আদর তো থাকবেই ,কারণ জামাইয়ের মা অনেক কষ্ট করে বড় করেছে ,আর বৌ এর মা অনলাইন থেকে অর্ডার করে এনেছে ,তাই 🤣🤣🤣. তাছাড়া জামাই আদর করে টাকানিয়ে শপিং এ যাওয়ার ধান্দা। বুঝেন না কেন,সব কিছু কি আর বুঝিয়ে দিতে হয়।

 2 years ago 

বুঝি বুঝি, সব কিছুই ঘুস। হাহাহা।

 2 years ago 

এই জন্যই টাকা জমাতে বলেছিলাম,ঘুষ দিতে হবে বলে।😜😜

 2 years ago 

একটা ভালো বউ প্রতিদিন তার শ্বশুর বাড়িতে আদর/ভালোবাসা পায়। আর প্রত্যেক দিনের এই আদর টাকে যদি ঘটা করে বৌ আদর বলা হয়, বিষয়টি সস্তা মনে হয়। পক্ষান্তরে জামাই বছরের ছয় মাসে শ্বশুর বাড়িতে যায়। তাই তাকে ঘটা করে আদর যত্ন করে। এটাই হল কারণ।

 2 years ago 

বিষয় টি সত্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামাই বেচারা আজীবন নির্যাতিত তাই শ্বশুর বাড়ির লোকজন জামাই আদর করার মাধ্যমে সান্তনা দেয়।
আর বউ বাড়িতে আনলে ছলে বলে কৌশলে আদর সে আদায় করে নেবেই, তা সবাই জানে। তাই বউ আদর দরকার পরে না 😜
বিপদ ঘাড়ের উপর আবার আদর 🤔

 2 years ago 

হাহাহা, ভাই দাড়াঁন এখনই ভাবিকে বলছি।

 2 years ago 

হা হা 😄
লাভ নাই, আমি তো এটা সবসময়ই বলি 😜

 2 years ago 

বউ ত বাপের বাড়ি থাকুক আর জামাইর বাড়ি থাকুক নিজের আদর সবসময় আদায় করে নেয় (এটা মেয়েদের জোরপূর্বক রুলস)। আর জামাই বেচারা বিয়ের পরে সংসারের ঘানি টানে আর প্যানপ্যান ত ফ্রি আছেই। ফলে সে আর আদর পায় না। আর শ্বাশুড়ি খুব ভাল করে জানে তার মেয়ে জামাই কে কেমন আদর করবে, তাই জামাই কে কাছে পেলে একটু আদর যত্ন করে দেয়।

 2 years ago 

হাহাহা,, এটা মজার ছিলো ভাই।

 2 years ago 

ঘরে অ্যাটম বম্ব এনে কেউ আদর করে, শুনেছেন? বরং যে এই অ্যাটম বম্বের ভরনপোষনের দায়িত্ব নিয়েছে আজীবন, যাতে কখনো ব্লাস্ট যেনো না হয়, তার ই তো আদরটা প্রাপ্য। সে দেশের সর্বোচ্চ বীরত্বের পুরস্কারের দাবীদার।যত আদর অ্যাটম বম্ব ধারণকারীর।

 2 years ago 

হাহাহা, দারুন যুক্তি ছিলো।

 2 years ago 

সঠিক ‍উত্তর পেয়েগেছি, তাই আমি আর কিছু লিখলাম না। পরে না আবার বোম্ব ব্লাস্ট হয়ে যায় হা হা হা

 2 years ago 

লিখেন লিখেন ভাই, ভাবিকেও তো জানাতে হবে বিষয়টি। হিহিহি।

 2 years ago 

বৌদি পড়লে আমায় জিজ্ঞাসা করবে যে আমি বৌদির দলে নাকি আপনার? 😄🤣

 2 years ago 

জামাই আদর আছে কিন্তু বউ আদর নেই কেন ?

কারন আদরে আদরে বাঁদর হয়ে উঠবে। যদি বউ আদর থাকে তখন দেখা যাবে বাঁদর হয়ে ঘাড় মোটকাবে।তাই জামাই আদর রয়েছে কারণ তারা শান্ত শিষ্ট,আর বউ আদর নেই।😀😀😀

 2 years ago 

হাহাহা, ভাবিকে জানাতে হবে দেখছি।

 2 years ago 

সমস্যা নাই ভাই আমি আবার ভয় পাই না😀😀😀😀

 2 years ago 

আহা কি লজিক রে ভাই

 2 years ago 

জামাইদের সান্ত্বনা দেওয়ার জন্য জামাই আদর করা হয়। হাজার হলেও তাদের ঘরের বিপদটাকে তার হাতে তুলে দিয়েছে। যদি আবার ফেরত দিয়ে যায় সেই ভয়ে জামাই আদর করে।
🤪🤪🤪

 2 years ago 

হাহাহা, এতো সত্য কথা বলতে নেই।

 2 years ago 

বাড়িতে বউ আসা মানেই বিপদ সংকেত ডেকে আনা। আর ঝড়ের মধ্যে পরা। এই ঝড়ের মধ্যে কিভাবে বউকে আবার আদর করবে। বউ নিজেই তো সবসময় দৌড়ের উপর রাখে।

 2 years ago 

হাহাহা, বিয়ে করা আর বিপদ আনা একই কথা, সহমত।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এমনিতে তো এক বিপদ ঘাড়ের উপর আসে, তার ওপর যদি তাকে আদর করা হয় তাহলে তো সে পেয়ে বসবে।

 2 years ago 

এত খুশি হয়েন না। বিয়ে করে বউ না এনে আপনি বউয়ের সাথে শশুর বাড়িতে উঠেন। তাহলেই বুঝতে পারবেন জামাই আদর কাকে বলে। তখন এই আপনিই প্রশ্ন করবেন যে বউ আদর হয় জামাই আদর কেন হয় না?

 2 years ago 

হাহাহা, আপু তো খ্যাপি গেছে মনে হয়।

 2 years ago 

আমার খ্যাপার সুযোগ নাই। আমি শশুর বাড়িতে গেলে বউ আদর পাই।

 2 years ago 

বউ আদর জিন্দাবাদ!! এই প্রথম মনে হয় কোন বউ আলাদা ভাবে বউ আদর পেল। হাহাহা।

 2 years ago 

প্রতিটা শাশুড়ি খুব ভালো করে জানে তার মেয়ে কি জিনিস। তাইতো শশুর বাড়িতে গেলে শাশুড়ি জামাই বেচারার প্লেটে খাবার তুলে দেয় আর বলতে থাকে খাও জামাই খাও,বাড়িতে কি না কি খাওয়ায় আমার মেয়ে। আর তখন বউয়ের চেহারা দেখার মতো হয়।হাহাহাহা

 2 years ago 

আপনার এই বিষয়ে ভালোই অভিজ্ঞতা রয়েছে ভাই, হাহাহা।

 2 years ago 

হ্যাঁ ভাই এখনো বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হই নাই তবে অনেকের মুখে এমনটা শুনেছি। আর সেটাই এখানে প্রয়োগ করেছি এই আর কি।হাহাহাহা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 96493.32
ETH 3372.63
USDT 1.00
SBD 2.99