এবিবি ফান প্রশ্ন- ৪৭৩ | কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বাঙালি বলে কথা।😃 কারো ভালো কিছু হলে অন্যজন ভাবে তার বুঝি সর্বনাশ হলো। কারণ বাঙালি কারো ভালো কিছু দেখতে পারে না।
এর যথাযোগ্য কারণ হচ্ছে প্রকৃতির টিকে থাকা। কারো পৌষ মাসে যদি কারো সর্বনাশ না হতো তাহলে হয়তো কোন কিছুই টিকতো না। ভারসাম্যহীন হয়ে যেত। যেমন ধরুনঃ কোথাও সড়ক দুর্ঘটনা ঘটলো, সেখানে যারা আহত বা নিহত হয়েছে তাদের সর্বনাশ হয়েছে। কিন্তু ভাঙ্গারি মাল বিক্রেতার জন্য এটা পৌষ মাস হয়ে গেছে। আবার হসপিটালের মালিকের জন্য এটা পৌষ মাস হয়ে গেছে। ফার্মেসি মালিক, এমনকি ঔষধ কোম্পানির জন্যও এটা পৌষ মাস হয়ে গেছে। এমনটা না হয়ে যদি সবারই সর্বনাশ কিংবা সবারই পৌষ মাস হতো তাহলে হয়তো এই প্রকৃতি ভেঙে যেত। টিকত না।
এটার কারণ পৃথিবীতে একটা অর্জনের জন্য বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যায় । আপনি জিতেছেন এর অর্থ পৃথিবীতে কেউ না কেউ হেরেছে। এইজন্যই বলা হয় কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। যে পায় তার পৌষ মাস আর যে হারায় তার সর্বনাশ।
হ্যাঁ ভাইয়া যে কোন অর্জনের জন্য বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যায়। যারা সফল হয় তারাই পৌষ মাস।
সহজ কথায় যারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে তাদের জন্য পৌষ মাস। আর যে কাঁঠালটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তার সর্বনাশ। আর যারা প্রেম করে বিয়ে করেছে তাদের পৌষ মাস। আর যারা ছ্যাকা খেয়ে ধোঁকা খেয়ে সিগারেট খাচ্ছে তাদের সর্বনাশ হাহা।
এটি একটি বাংলা প্রবাদ, যার মানে হচ্ছে একজনের আনন্দের বিষয় অন্যজনের কাছে কষ্টের কারণ হতে পারে। যেমন অগ্রহায়ণ মাসে কৃষকদের থাকে নতুন ধানের আনন্দ, আর গরিবদের থাকে শীতের কষ্ট কিংবা ছোটরা ফড়িং ধরে ধরে আনন্দ করে কিন্তু তাদের এই আনন্দ ফড়িং এর জন্য সর্বনাশের কারণ, ফড়িং মারাও যায় অনেকসময়।
চমৎকার যুক্তি দিয়েছেন তো ভালই লাগলো আপনার কথাগুলো।
দুনিয়াটাই এমন ভাই।কারো পৌষ মাস হয় আর কারো সর্বনাশ হয়।যেমন এইবার বন্যায় অনেকগুলো মাছের খামার ভেসে গিয়েছে এবং সবগুলো মাছ রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এক্ষেত্রে যারা মাছ ধরেছে তাদের পৌষ মাস হয়ে গেল। আর যারা কষ্ট করে মাছ চাষ করেছিল তাদের সর্বনাশ হলো।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
যে বিপদে পরে সেই বোঝে কত ধানে কত চাল। আর যে বিপদে ফেলে আনন্দ পায় তার তো পৌষ মাস হবেই।
তবে আবার এক মাঘে শীত যায় না, হয়তো খুব তাড়াতাড়ি তার সর্বোনাশ হবেই।
আসলেই ভাই । আমিও এটাই মনে করি।
এই শীতের পৌষ মাসে যারা বিয়ে করবে তাদের জন্য পৌষ মাস। আর যাদের ঠান্ডা জনিত সমস্যা তাদের জন্য সর্বনাশ হাহাহা।
একটি ছেলে পাঁচ বছর একটি মেয়ের সাথে প্রেম করার পর,যখন টম ইমাম কিংবা মুশতাকের মতো বুইড়া বেটা টাকার জোরে সেই ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে,তখন তো সেই ছেলের সর্বনাশ হবেই,আর সেই বুইড়া বেটার পৌষ মাস হবে 🤣🤣।
এই দুইজনকে দেখলেই তো মেজাজ গরম হয়ে যায়। টম ইমামকে দেখলে তো মনে হয় মাথাটা ফাটিয়ে দেই। আর মোস্তাককে দেখলে তো মনে হয় চুলগুলো টেনে ছিড়ি।
ভাইয়া আপনার যুক্তিটা ভাল লাগলো। সুন্দর যুক্তি দিয়েছেন।
ধরে নিন আপনি আপনার বউয়ের সাথে শপিং করতে গিয়েছেন। আপনার বউ তার পছন্দের জিনিসগুলো পর্যায়ক্রমে কিনছে আর আপনাকে দিয়ে সেগুলোর পেমেন্ট করাচ্ছে। সেক্ষেত্রে আপনার সর্বনাশ আর আপনার বউয়ের জন্য পৌষ মাস।
বাপরে বাপ দারুন উদাহরণ দিয়েছেন। শপিং যে করছে তার তো পৌষ মাস। আর যার পকেট ফাঁকা হচ্ছে তার পুরাই সর্বনাশ।
উদাহরণ কিন্তু অসাধারণ। এই ক্ষেত্রে পুরুষ লোকটি একটু পিছে থাকা দরকার ছিল। তাহলে তাকে দিয়ে আর পেমেন্ট করানো যেত না।