এবিবি ফান প্রশ্ন- ৪৩৭ |অতি লোভ তো সবাই করে কিন্তু নষ্ট শুধু তাতির হয় কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অতি লোভ তো সবাই করে কিন্তু নষ্ট শুধু তাতির হয় কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তাতি থেকে জিজ্ঞেস করে জানাতে পারবো আমি।😺
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অতি লোভ সবাই করলেও, তাতির নষ্ট হওয়ার কারণ হলো তার লোভের মধ্যে একটু বেশি "সিল্কি" ব্যাপার থাকে! যখন সে খুব লোভী হয়ে ওঠে, তখন তার সুতার গাঁথুনি এমনভাবে আলগা হয়ে যায় যে সবকিছু একসাথে খুলে পড়ে। তাই অন্যদের লোভেও কিছু হয় না, কিন্তু তাতির সবকিছু "মসৃণভাবে" নষ্ট হয়ে যায়! 😄
বেশ ভালো বলেছেন 😅।
তাঁতির যা কাজ তাতে বুদ্ধির ব্যবহার কম হয়। আর বুদ্ধি শান না দিলে ধার কমে যায়৷ যার ফলে তাঁতি লোভ করে ঠিকই কিন্তু লোভ পূরণের রাস্তায় বুদ্ধি খাটিয়ে হাঁটতে পারে না৷ তাই তাতির ও তাতির মতো সকলেরই নষ্ট বেশি হয়।
বুঝলাম আপু, বুদ্ধি না থাকলে যা হয় 🤣🤣।
আমাদের গ্রামে একটি চোর ছিল নাম তার পচা, গ্রামে কোন চুরি হলেই সবাই তাকে সন্দেহ করে আর ধরে এনে মারধর করে। তাই সে চুরি করুক বা না করুক তাকেই সর্বপ্রথম মারটা খেতে হয়। এ জন্য যে যাই লোভ করুক না কেন কোন সমস্যা নেই কিন্তু তাতি লোভ করলেই যত সমস্যা।
তাঁতি লোকটা অনেক টা ঐ নন্দঘোষের মতো। অর্থাৎ যে যত দোষ করুক সব যেমন এই নন্দঘোষের হয়। ঠিক তেমনি লোভ যেই করুক নষ্ট শুধু এই তাঁতি হয়।
অতি লোভ তো সবাই করে কিন্তু নষ্ট শুধু তাতির হয় কেনো তার কারণ হলো বেচারার কাজ হলো কাপড় বুনা । লোভের কারণে কাপড় যদি একটু ক্ষতিগ্রস্ত বা, নষ্ট হয় তাহলে ঐ পুরো কাপড় আর কেউ কিনে নেয় না। বলা যায় যে লোভের কারণে আমও গেলো ছালাও গেলো 😀। আর অন্য জনেরা লোভ করে ঐ লোভের কারণে সে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় না। আংশিক বা, সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সবাই অনেক বেশি লোভ করেও পার পেয়ে যায় 😅। নাম শুধু তাঁতির হয়ে থাকে। যেমন জীবনে একবার চুরি করে চুরির দোষ সারা জীবন বয়ে যেতে হয় ঠিক তেমনি তাঁতি বেচারার কপাল। একবারে লোভ করছে এখন সারা জীবন তার দোষ বয়ে যাচ্ছে🤣।
আর এই সুযোগে অন্য জনেরা অতি লোভ করে ফায়দা তুলছে। শুধুমাত্র বেচারা তাঁতি লোভ করে তাঁতের সব হারিয়ে গেলো।
তাঁতি বেচারা চেয়ে ছিলো অতি লোভের মাধ্যমে কিছু আয় করে বউয়ের জন্য সোনার কানের দুল এনে দিবে। কিন্তু এখন লোভের বদনামের কারণে তার বউ তাকে ছেড়ে চলে গেলো😁। তার এমনি কপাল একবার অতি লোভ করার কারণে সে ইতিহাস হয়ে গেলো 😚।
তাঁতি বলতে নিজেকেই বোঝানো হয়😄। অতি লোভে তাঁতি নষ্ট কথাটা একেবারেই ঠিক। যে মানুষগুলো লোভ করে থাকে তারা কখনো ভালো কিছু পায় না। লোভ মানুষকে ধ্বংস করে দেয় সম্পূর্ণভাবে। আপনি চাইলে তাঁতির সাথে কথা বলতে পারেন। আর তখন আমাদেরকে জানিয়ে দিবেন মূল কারণটা😁
একেবারে সত্য কথা। আমিও ভাবছি তাঁতির সাথে কথা বলবো 😄।
যে দোষ করে সে তো শাস্তি পাবেই😂। আমরা লোভ করি না, তাঁতি নিজেই লোভ করে তাই তাঁতির নিজেই নষ্ট হয়। মাঝখানে আমাদের কিছু হয় না😁🤣।
এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হচ্ছে যে, অতি লোভের ফলাফল সবসময় ক্ষতিকর হয়। সবাই লোভ করে, কিন্তু যারা সীমারেখা অতিক্রম করে, তাদের ফলাফল হয় নষ্ট। অর্থাৎ, বেশি লোভ তাদের দুরবস্থার কারণ হয়। এটি একটি প্রাচীন সত্য যে, সঠিক পরিমাণে চাওয়া উচিত, নাহলে ফল বিপরীত হতে পারে।
খুব বাস্তব কথা বলেছেন, অতি লোভের ফলাফল সবসময় ক্ষতিকর হয়।
সোনারগাঁও জাদুঘরের ভিতরে তাঁতিরা সারা বছর তাঁতের শাড়ি তৈরি করে। তাদের কাছে জিজ্ঞেস করে, আপনাকে কালকের মধ্যেই আসল ঘটনাটি বলবো 🤣🤣।
অন্যরা লোভ করে সেটা সামলাতে পারে। কিন্তু তাতি লোভ করে সামলাতে পারে না। যার কারণে তার দোষ হয়।
এরকম করে তো ভাবা হয়নি 🤔 😁।