এবিবি-ফান প্রশ্ন- ২৫৬ | ভাত ছড়ালে কাকের অভাব হয় না কেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভাত ছড়ালে কাকের অভাব হয় না কেন?

প্রশ্নকারীঃ

@jamal7

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে কাকেরা ভাত খেতে খুবই পছন্দ করে। কাকেদের জন্য ভাত হচ্ছে বিরিয়ানির মতো। তাই যেখানেই ভাত ছড়ানো থাকে কাক এসে হাজির হয়ে যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

বিদেশি কাকদের ক্ষেত্রে এটার উত্তর কি হবে জানিনা তবে বাঙালি কাকদের ক্ষেত্রে এটা সম্ভব কারণ বাঙালিরা ফ্রিতে আলকাতরা পেলেও ছাড়ে না। তাইতো ভাত ছাড়লেই সেখানেই কাক এসে হাজির হয়ে যায়।

 last year 

আমার কাছে মনে হয় বিদেশি কাক এর ক্ষেত্রেও একই ধরনের উত্তর হবে।

 last year 

ভাত ছড়ালে কাকের অভাব হয় না কেন?

কারন কাকের বাসায় গ্যাসের সমস্যার কারনে ভাত রান্না করতে পারে না। সে জন্য কেউ ভাত ছড়ালে সেখানে গিয়ে হাজির হয়,হা হা হা।😜😜😜

 last year 

এটাও হতে পারে ভাইয়া কাকের বাসায় গ্যাসের সমস্যা থাকতে পারে তাই সে রান্না করে না।

 last year 

অন্য দেশে অভাব কেন হয় না জানিনা,তবে বাঙালী কাকের কথা বলতে পারি।কথায় আছে মাছে ভাতে বাঙালী।তাই ভাত পেলেই বাঙালী কাকেরা নিজেদের বাঙালী প্রমানের জন্য চলে আসে।না আসলে হয়ত বাঙালী কাক সমাজ তাকে মেনে নেবে না।তাই সমাজ ছাড়া হবার ভয়ে সবাই চলে আসে।এজন্যই ভাত ছড়ালে কাকের অভাব হয়না।

 last year 

ছড়াবো ভাত, আসিবে কাক। কাকের ও তো মন চায় মাঝে মাঝে একটু মেজবানি খাইতে। তাইতো ভাত ফেলালে কাকের অভাব হয়না। ফ্রি তে মেজবানি কে না খাইতে চায়?

 last year 

ভাত ছড়ালে কাকের অভাব নেই এটি একটি প্রচলিত বাক্য।আমরা অনেক সময় রাগ করে বলে থাকি তুমি আমার এই কাজ করবে না তো তাতে কি ভাত ছড়ালে আমার কাকের অভাব হবে না আসলে এই কাকের সাথে আমরা মানুষের তুলনা করে থাকি।আর যদি কাকের কথা বলি তবে বলবো ভাত ছড়িয়ে দিলে অসংখ্য কাক ভাত খাওয়ার জন্য। এসে থাকে তাই আমরা এই কথাটা বলে থাকি ভাত ছড়ালে কাকের অভাব হয় না।

 last year 

কারণ কাক ভাবে এটাই সুযোগ তাদের মজুরি বা অধিকার আদায়ের।তাই ভাত ছড়ালে জড়ো হয়ে যায় সবাই মিলে আন্দোলন করতে।কাক খবর বয়ে আনে তারপর ময়লা-আবর্জনা পরিষ্কার রেখে পরিবেশকে দূষণমুক্ত করে তাই তার মজুরি আদায় করতে আসে।

 last year 

ভাত ছড়ালে কাকের অভাব হয় না কেন?

কারন ভাত কাকের কাছে দুর্লভ জিনিস। তাই দুর্লভ জিনিস পাওয়ার আকাঙ্ক্ষায় অতি উৎসাহী হয়ে ছুটে যায় সেটা কাক কিংবা লোভী মানুষ, দুজনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

 last year 

ভাত ছড়ালে কাকের অভাব হয় না কেন?

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে চালের দাম অনেক বেশি। তাই কাক ভাবে যে এতো দামী খাবার না খেলে তো পুরোপুরি লস হয়ে যাবে। ভাত না খেলে তো ময়লা আবর্জনা খেয়ে বাঁচতে হবে কাকের। আর সেটা ভেবেই সাথে সাথে ভাত খেয়ে পেট ভরে ফেলে🤣। কাক তো অনেক বুদ্ধিমান, তাই সুযোগ হাতছাড়া করে না😂।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ভাবলাম কিছুক্ষন বিষটি নিয়ে। ভাত ছিটাইলে কাকের কেন অভাব হয় না? পরে ভেবে দেখলাম কাক তো সারাদিন কাকা করতে থাকে। আর কাকা করতে করতে কাকের ক্ষুধায় ধরে যায়। যখন ক্ষুধায় ধরে যায় তখন কাক চোখে মুখে অন্ধকার দেখে। কিন্তু নিজেও কালো আবার যদি চোখে মুখে অন্ধকার দেখে তাহলে কেমন হয় বিষয়টা? তাই কাকা তার চোখ দুটোকে সাদা করার জন্য ভাতের সন্ধ্যান করতে থাকে। অবশেষে ভাতের জন্য সব কাকেরা হুমরি খেয়ে পড়ে। হি হি হি

 last year 

এই দ্রব্য মূল্যের বাজারে সবকিছুর দামই উর্ধ্বগতি।তাই কেউ কিছু এখন আর ফেলেনা।এজন্য কাকেরা অনাহারে থাকে।তাই যেখানেই ভাত ছড়ানো দেখে সব কাকেরা মিলে সেখানে হুমড়ি খেয়ে পরে।আর এজন্য ই ভাত ছড়ালে এখন কাকের অভাব হয় না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 96590.30
ETH 3333.92
USDT 1.00
SBD 3.16