এবিবি-ফান প্রশ্ন - ১৫৯ || “আমারো পরানো যাহা চায়” আমার পরানে কি চায়? কবিগুরু ...... চেয়েছেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
“আমারো পরানো যাহা চায় ...” আমার পরানে কি চায়? কবিগুরু এখানে কি বুঝাতে চেয়েছেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার পরান তো শুধু তোমাকেই চায়. হুম, ঠিক ধরেছেন গরমাগরম আলুর চপকে চায় পরান।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যে গরম পড়ছে এই গরমে মন শুধুমাত্র তোকমা দানা ও ইসুবগুলের ভুষি দিয়ে এক গ্লাস শরবত চাইবে।কবিগুরু ও কবিতা লিখতে লিখতে যখন ক্লান্ত হয়ে পড়েন তখন তোকমা দানা ও ইসুবগুলের ভুষি দিয়ে এক গ্লাস শরবতের কথা বুঝিয়েছেন। 🤣🤣🤣
আমার পরান বৃষ্টিস্নাত প্রেমকে চায়।আর কবিগুরু এখানে ব্যর্থ প্রেমে ঘি ঢালাকে বুঝাতে চেয়েছেন।
যা গরম পড়েছে এই সময়টাতে বৃষ্টি আসলেই খুব দরকার, প্রেম না হলেও চলবে আপাতত।😂
প্রেমিকা হলেও চলবে?
ওই সব কোনো কিছুর দরকার নেই। আপাতত একটা সরকারি চাকরির খুব দরকার। চাকরি হয়ে গেলে এগুলো এমনিতেই আসবে। 😎
ভাইয়ের কথায় কিন্তু দম আছে😹
হি হি☺️☺️,বৃষ্টির সঙ্গে ওটা না হলে জমে না দাদা।বিরক্তিকর আর বিরহের সময় কাটবে তখন শুধু।
অনেক কষ্ট করে নিজেকে এই সব থেকে দূরে রেখেছি। তুমি মনে করিয়ে কষ্ট দিও না।😭
তাহলে তুমি কবিগুরুর দলে যোগ দিয়ে ব্যর্থ প্রেমে ঘি ঢালতে থাকো দাদা।
কবিগুরু চেয়েছেন এমন একজন স্ত্রী যে চুপচাপ থাকবে,ঝগড়া করবে না,সন্দেহ করবে না,কথায় কথায় ভাত বন্ধ করে দেবেনা।যখন যা বলবেন তাই করবে,যা খেতে মন চায় তাই বানিয়ে দেবে কোনরকম ঝগড়াঝাটি ছাড়া। আবার পাশের বাড়ির বৌদির সাথে কথা বললেও যে রাগ করে বাপের বাড়ি চলে যাবে না।
কবিগুরু এটাই বোঝাতে চেয়েছিলেন,কিন্তু পরে বৌয়ের ভয়ে লাইন বদলিয়ে লিখেছেন,
আমারো পরানো যাহা চায়,
তুমি তাই গো
আমার মনে হয় কবি এই কথা চিন্তা করে লাইনগুলো লেখেনি। কারণ কবি নিজেও ভালো করে জানে যে এরকম বউ পাওয়া অন্তত পৃথিবীতে সম্ভব নয়।
সেজন্যই তো পরে যা আছে তাতেই সন্তুষ্ট হয়েছে।
কবিগুরুর পরান বারবার প্রেমে পড়তে চেয়েছিল। বারবার প্রেম পড়লে নতুন নতুন কবিতা লেখার অনুপ্রেরণা পাওয়া যায়। আর সেই সাথে নতুন প্রেমিকার হাতের লুচি আলুর দম খাওয়া যায়। প্রেমিকা, লুচি, আলুর দম সবকিছুই পরানে চেয়েছিল। 😅😅
আমার পরানে চায় রঙের ঘোড়া দৌড়াইতে। 🤣🤣🤣
কবি গুরু তার গানের এ লাইন গুলো তার সহজ সরল আর স্বামী ভুক্তি স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন হয়তো। কিন্তু আমার মনে কিন্তু তা চায় না। আমার মনে চায় প্রিয় মানুষটি কে দিয়ে বারে বারে বাজার করাতে। আর প্রিয় মানুষটির কাছ হতে প্রতিদিন নতুন নতুন উপহার পেতে। কারন দিন শেষে আমি তো তার স্ত্রী সে ছাড়া আমায় কে কে কে দিবে এত সাজনের প্রসাধনী। হি হি হি
আমারো পরানো যাহা চায় তা হল
চকলেট , ফুচকা , আইসক্রিম 😋
মনের মত মানুষ চেয়েছে কবির মনে
কবিগুরু নিজেও অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। পরান কি যে চায়?
প্রেম চাইবেন নাকি এক পশলা বৃষ্টি!!
কারণ আজকে রোদের তীব্রতা এতটাই বেশি যে বৃষ্টি আসলে একসাথে দিনটা কাটানো যেত।