এবিবি ফান প্রশ্ন- ২৭৩ | হঠাৎ করে যদি দেখেন, খেঁকশিয়াল আপনার বাড়িতে ....!
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
হঠাৎ করে যদি দেখেন, খেঁকশিয়াল আপনার বাড়িতে মুরগি নিয়ে উঠানে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অবশ্যই তাকে রেখে মুরগী যেতে বলবো। আর যদি না রাখে তাহলে সাথে আরেকটা মুরগী নিয়ে যেতে বলবো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আগে যাচাই করবো খেঁকশিয়াল নেওয়ার পর মুরগিটা বেঁচে আছে নাকি পটল তুলেছে।যদি বেঁচে থাকে তাহলে মুরগিকে পুনর্জীবন দেব আর যদি পটল তোলে তাহলে বলবো এটা তোর জন্য ফ্রি নতুন বছরে।☺️☺️
নতুন বছরে খেঁকশিয়ালের জন্য মুরগি একদম ফ্রি থাকলে আপনার বাসায় খেঁকশিয়ালের লাইন পড়ে যাবে আপু।
কিন্তু আমার বাসায় তো মুরগি নেই আর খেঁকশিয়ালের লাইন প্রতিদিনই আমাদের বাড়িতে পড়ে রাতের বেলায়।
সেই মুরগিটাকে প্রসেসিং করে সাথে সাথে ফ্রাই করার ব্যবস্থা করবো এবং খেঁকশিয়ালকে বলবো কিছুক্ষণ অপেক্ষা করতে। যাতে করে চিকেন ফ্রাই প্রস্তুত হওয়ার পর খেঁকশিয়ালও একটু খেয়ে যেতে পারে🤣🤣।
বিঃদ্রঃ খেঁকশিয়ালকে এতো আপ্যায়ন করার কারণ হচ্ছে, প্রতিদিন যেন খেঁকশিয়াল মুরগি নিয়ে আসে 😂😂।
একদম ঠিক বলেছেন ভাইয়া আপ্যায়ন বেশি করলে দেখা যাবে মাঝে মাঝেই মুরগি নিয়ে চলে আসছে। আর দুজনেরই খাওয়া হয়ে যাবে। 🤭🤭
সবার আগে ভালো করে দেখে নেবো আমাদের শ্রদ্ধেয় দাদার শাইপক্স ওরফে খেঁকশিয়াল কিনা! যদি দাদার খেঁকশিয়াল হয় তাহলে মুরগি আরো কয়েকটা খাইতে দেবো যাতে ভোটিং পাওয়ারটা আরো বৃদ্ধি পায়। 😎
বলবো আসেন আমার ঘরে শষা,লেবু,গাজর আছে। আর আমার বউ ও খুব মজা করে মুরগি রান্না করতে পারে। তিনজন মিলে মিশে খাবো,হে হে হে।🤣🤣🤣
খেঁকশিয়ালকে দেখা মাত্রই বলবো দাঁড়া ভাই দাঁড়া তোর খাবারে আমি ভাগ বসাবো না। শুধু একটু খানি দাঁড়া,আমার ছেলে ও মেয়ে এখনো খেঁকশিয়াল দেখেনি শুধু তাদের একবার দেখা দিয়ে যা😁🙃।
ভাইয়া এটা কিন্তু দারুণ ছিল। ছেলেমেয়েদেরকে নতুনভাবে খেঁকশিয়ালের সাথে পরিচয় করিয়ে দিতে পারলে ভালোই হবে।🤣
আপু এখনকার সময় তো বন জঙ্গল নেই, তাই খেঁকশিয়ালও নেই, ছেলে-মেয়েদেরকে শিয়াল দেখাতে হলে চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে। তাই যদি বাড়ির আঙিনায় খেঁকশিয়াল এসেই যায়, তাহলে সে সুযোগ হাতছাড়া করি কিভাবে বলুন।
খেঁকশিয়ালের বউ হয়তো বাবার বাড়ি গেছে যার কারণে খেঁকশিয়ালের রান্নাবান্না করতে কষ্ট হচ্ছে। সেজন্যই তো সে মুরগি ধরে নিয়ে এসেছে রান্না করে দেওয়ার জন্য। সে ক্ষেত্রে মুরগিকে ভালোভাবে রান্না করে খেঁকশিয়ালকে খেতে দিতে হবে। যাতে করে সেই খেঁকশিয়াল আপ্যায়ন পেয়ে লাজুক খ্যাঁকে পরিণত হয়ে।আর একবার লাজুক খ্যাঁকে পরিণত হলে সব সময় সে ভোট করতে থাকবে।😂😂
তাহলে আমি মুরগিটি রান্না করে খেঁকশিয়ালকেই খেতে দিব।কারণ,হয়তো খেঁকশিয়ালের বাড়িতে রান্না করার জন্য কেউ নেই।বেচারা তাইতো মুরগিটি নিয়ে আমার বাড়ির উঠানে দাড়িয়ে আছে।
তার সামনে ৩ টা আয়না দাড় করাবো,,, বলবো ভুলেও পালানোর চেষ্টা করোন আমার কাছে আরো ৩ জন বন্দি আছে। এভাবে ওকে কাবু করবো।🤣🤣🤣
আমি বলব বাপুরে বাংলা ব্লগ কমিউনিটিতে বড় মাপের ভোট দিয়েছো আর বাস্তবে আমার বাড়িতে মুরগি নিয়ে হাজির হয়েছো তোমাকে স্বাগতম। দাও বাবা দাও মুরগিটা জবাই করে একটু গোস্ত রুটি খাই।
গোস্ত রুটি খাওয়ার আগে আমাদের সবাইকে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু। তাহলে আমরাও একটু খেয়ে দেখতে পারবো।
যখন দেখবো খেঁকশিয়াল মুরগি নিয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আছে তখন আমি বলব ওটাকে রাখো আমার বাড়িতে এর চেয়ে একটি বড় মুরগি আছে অর্থাৎ যেই মুরগিকে পটিয়ে বিয়ে করেছিলেন সেটাকে নিয়ে যাও।🤣🤣🤣