আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
সমুদ্রের বিশাল সীমানায়
খুঁজেছিলাম হৃদয়ের প্রশান্তি,
পূর্ণিমার উজ্জ্বল আলোয়
খুঁজেছিলাম হৃদয়ের দৃপ্তি।
সমুদ্রের শীতলতায় প্রশান্তি ফিরেছে
ফিরেনি হৃদয়ের সেই হাসি।
পূর্ণিমায় উদ্ভাসিত রাতের তারা
নির্জীব নিশ্চল হৃদয়ের ছায়া।
লেখক:
লেখকের অনুভূতি :
হৃদয়ের অনুভূতিগুলো এমন, অনেক কিছুর সাথে তুলনা চলে আবার কোন কিছুর সাথেই মিলে না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সমুদ্রের বিশালতা মনকে করে প্রশস্ত
সমুদ্রের বিশালতা মনকে করে উদারতা
সেই সমুদ্রের সীমানায় ডানা মেলে উড়ায়
মন হারায় বার বার অজানায়।
আমি হারিয়ে যায় ঢেউয়ের গর্জনে
আমি হারিয়ে যায় বিশালতার গুন্জনে
আমি ফিরে আসি মনের প্রশান্তিতে
আমি ফিরে আসি নব রুপে।
সমুদ্রের বিশালতা মনকে উজার করে। আর সমুদ্রের ঢেউয়ে খুঁজে ফিরি আমরা ভালোবাসা। অসাধারণ লিখেছেন আপু। অনেক ভালো লাগলো।
আপনাকে ধন্যবাদ আপু আমার কবিতা গুলো ভালো লাগার জন্য।
আপু আপনার বাসার পাশে সমুদ্র তাইতো এত সুন্দর কবিতা লিখেছেন। সত্যি বলেছেন সমুদ্রের বিশালতা মন কে উদার করে দেয়।
সমুদ্রের বিশালতায় খুঁজেছিলাম,
এই অস্থির হৃদয়ের স্থিরতা,
পূর্ণ চন্দ্রের আলোয় খুঁজেছিলাম,
অন্ধকার হৃদয়ের উজ্জ্বল্য।
সমুদ্রের বিশালতা স্থিরতা দিয়েছে,
কিন্তু হৃদয়ের ক্ষতগুলো অক্ষত রয়েছে,
পূর্ণ চন্দ্রের আলো উজ্জ্বল্য দিয়েছে,
কিন্তু আলোর নিচে আমাবস্যা রয়ে গেছে।
পাহাড়ের বিশাল ঝর্ণায়,
খুঁজেছিলাম এই মনের শান্তি।
সবুজ শ্যামল সুন্দর প্রকৃতিতে,
খুঁজেছিলাম এই মনের আত্মাতৃপ্তি।
পাহাড়ের বিশালতায় ফিরেছে শান্তি,
কিন্তু ফিরে পাইনি সকল প্রশান্তি।
সুন্দর প্রকৃতিতে পেয়েছি তৃপ্তি,
হৃদয়ের ভেতরে হাহাকারের সুপ্তি।
ওয়াও আপু দারুন অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।
সমুদ্রের বিশালতার মাঝে,
খুঁজে ছিলাম আমি তোমাকে নিরবে।
প্রকৃতির অপরূপ মায়ার বাঁধনে,
খুঁজেছিলাম আমি তোমায় গোপনে।
তুমি ছিলে আমার মনের মানুষ,
চলে গেলে কিভাবে।
তাইতো তোমায় খুঁজতে,
আমি প্রকৃতির কাছে যাইয়া বারবার ফিরে।
অসাধারণ লিখেছেন ভাইয়া। হয়তো ভালোবাসা এমনই হয়। সমুদ্রের বিশালতায় হয়তো নিরবে প্রিয় মানুষটিকে খুঁজতে ভালো লাগে।
ভালোবাসার মানুষকে গোপনে খুঁজতে বেশ ভালই লাগে ভাই। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।
সমুদ্রের বিশালতায় খুঁজি ভালোবাসা
পূর্ণিমার আলোয় খুঁজি সুখ,
হৃদয়ের তৃষ্ণায় বেরঙিন মন
তোমাতে বিভোর দুই নয়ন।
পূর্ণিমার আলোয় হাতে রেখে হাত
পাড়ি দিতে চাই প্রিয় এই নির্ঘুম রাত।
পূর্ণিমার আলোয় প্রিয় মানুষের হাতে হাত রেখে নির্ঘুম রজনী কাটিয়ে দিল তো দারুন হবে। অনেক সুন্দর একটি অনু কবিতা লিখেছেন আপু পড়ে অনেক ভালো লাগলো।
পাহাড়ের গায়ে ঝর্ণার ধারা
মেঘের আকাশে চৈতালীর ঢেউ,
আমার মনের ঘরে প্রশান্তি
আর সরোবরে নাচে কেউ!
খুশির হাওয়ায় নিজেকে খুঁজে পাই
বিভৎস রঙের কালো,
পূর্ণতার জোয়ারেও
খেলে বেড়ায় শূণ্যতার আলো।
ওয়াও বন্ধু দারুন অনু কবিতা লিখেছ পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রথমের চার লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
অজানা এই পৃথিবীতে
আমি খুজি তোমাকে
তোমার প্রতীক্ষায় গুনেছি প্রহর
আসবে কবে ফিরে!
দিক হতে দিগন্তরে
তোমাকে চেয়েছি নিরবে
মনের এই ব্যাকুলতা
তোমাকে বুঝাই কেমনে।
নীল আকাশের স্নিগ্ধ উদারতায়
চেয়েছিলাম হৃদয়ের ঠাঁই,
জোসনা রাতের চাঁদের আলোয়
খুঁজেছি মনের আলোক চন্দ্রিকা।
আকাশ মাঝারে দেখেছি কুঠির
পাইনি হৃদয়ের আশারা,
জোসনা আলোয় মেখেছি মায়া
মেলেনি চন্দ্রের দীপ্ততা।
খুব দারুণ লিখেছেন
ওয়াও আপু জাস্ট অসাধারণ হয়েছে। আপনার অনু কবিতাটি পড়ে ভালো লাগলো।
তোমার ভালোবাসায় ছিল
সমুদ্রের বিশালতা,
তোমার প্রেমে ছিল
ভালোবাসার মধুর ছোঁয়া।।
তাই তো তোমার হাত ধরে
দেখেছিলাম সূর্যেোদয়
দেখেছিলাম সমুদ্রের বিশালতা
আর দেখেছিলাম তোমায় এক পলকে।।
বিশাল পৃথিবীতে আমি খুঁজি
ভিড়ের যানজটে হৃদয়ের অন্ত্যমিল,
মানুষের ছল-চাতুরির উজ্জ্বলতায়
খুঁজে পেয়েছি শুধুই মিথ্যে অনুভূতির খিল।
সুবিশাল আকাশের নিচে তৃপ্তি মেলে
মনের নীরবতা ও ব্যাকুলতাকে সঙ্গে নিয়ে।
রাতের অন্ধকার বলে দেয় সেই একাকিত্বের অর্থ
তবুও এই পৃথিবী আমার,ভালোবাসার অনুভূতিরাই ব্যর্থ।।