এবিবি-ফান প্রশ্ন-১৮|| বাড়ির গরু কেন ঘাটার ঘাস খায় না ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাড়ির গরু কেন ঘাটার ঘাস খায় না ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে এর কারণ হলো শত হলেও সেটা তার নিজের বাড়ি আর মালিক এমন ভাবে ছোট থেকে গরুকে বড় করেছে আর শিক্ষা দিয়েছে যেন নিজের বাড়ির ঘাস না খেয়ে পরের বাড়ির সব শেষ করে মোটাতাজা হয়। এই সব চালাকি মালিকের। আপনারা কি বলেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ গরুও পরকীয়ার মজা বুঝে। এ কারণে নিজের বাড়ির ঘাস বাদ দিয়ে পরের বাড়ির ঘাস ভালো লাগে। হাহাহাহা..........
আপনি দেখছি আমার থেকে বড় অন্যায় করে ফেললেন দেখেন অস্ট্রেলিয়ান গরু মামলা না করে দেয়।😆
আপু খুব চিন্তায় ফেলে দিলেন তো।
হাহাহা, গাভী ও সেই গরুর অপেক্ষা করে, তাই গাভী ও ঘাটার ঘাস খায় না। আহা কি প্রেম তাদের😄
আমাদের সমাজের মানুষই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব রয়েছে। আর এই গরু গুলো সমাজের মানুষকে দেখে শিখে নিয়েছে। তাই গরুও ঘাটার ঘাস খায় না
তা কিন্তু সত্যি কথা, যেমন মালিক তেমন গরু তো হবেই।😆
আমার মনে হয় ,বাড়ির ঘাস সেতো নিজেরই অধিকার তাই 10 দিন পর ও গরু সাবার করতে পারবে ফলে নিজের বাড়ির ঘাস জমিয়ে রেখে পরের বাড়ির ঘাস মজা করে খায়।তাছাড়া নিজের বাড়ির ঘাস খেতে হলে গরুকে পিটানি 😃 😃খাওয়া লাগে না ,অন্যদের হাতের পিটানি খেতে গরু বড্ড ভালোবাসে।এই কারনে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না ।
হা তাও আবার দেখেন সে কিন্তু অন্যদের খেতে ও গিয়ে ফসল খেয়ে নেয় কিন্তু নিজের মালিকের খেতের ফসল খাইনা, কি চালাক রে বাবা
ঠিক বলেছেন আপু ,সবাই বলে গরু বোকা কিন্তু গরুর মাথায় অনেক বুদ্ধি 😃।
বাড়ির গরু কেন ঘাটার ঘাস খায় না
এটি হচ্ছে একটি কথার কথা বাক্য
মানুষ বলেনা বাড়ির লোক বাড়িতে কখনো সম্বন্ধ অথবা আত্মীয়তা করে না 🤗 তাইতো বলে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না
আপনি তো দেখছি অনেক অভিজ্ঞ, দক্ষতার সাথে উত্তরটি দিয়েছেন ভালো লাগলো।
ঘাটার ঘাস আনহাইজেনিক তাই।
বাড়ির মানুষ কি ঘাটায় বসে খায়? তাইলে সে খাবে কেন?গরু বলে কি সে মানুষ না? তার কোন কি কোন সম্মান নাই? (দেখেন এই প্রশ্ন করার জন্য গরু কল্যাণ সমিতি থেকে আবার কেস না করে)
ভয় লাগাই দিলেন মনে হচ্ছে, আবার না অস্ট্রেলিয়ান গরু আমার নামে মামলা করে দেয়🤥😌🤥
একটা গরু কে কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়ান দূতাবাসের দিকে যেতে দেখলাম মনে হল।
কারণ গরু জানে এই ঘাসগুলো কত নোংরা থেকে সৃষ্টি হয়েছে। তাই তার রুচি হয় না দেখেই, বাড়ির গরু ঘাটার ঘাস খায় না।
তা কিন্তু সত্যি, যারা রেস্টুরেন্টে রান্না করে তারা আবার সেই রান্না খাইনা। বুঝতে হবে।
বাড়ির গরু ঘাটার ঘাস খায় না তার কারন হলো অন্যের বাড়ির জিনিসের স্বাদ বেশি যেটা নিজের বাড়িতে পাওয়া যায় না হোক সেটা ঘাস বা............. কিছু 😃
গরুর মালিক সসম্ভাবত ব্যাংকার, মালিকের কাছ থেকে সঞ্চয়ী ও মিতব্যয়ী হওয়া ভালো ভাবে রপ্ত করেছে।