এবিবি ফান প্রশ্ন- ৩৭১ | শালি থাকা ভালো নাকি না থাকা ভালো , যুক্তি সহ মতামত দিবেন।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শালি থাকা ভালো নাকি না থাকা ভালো , যুক্তি সহ মতামত দিবেন।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
না থাকাই ভালো কারণ খরচা বেশি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যদিও আমার এখনো বিয়ে হয়নি তাই ফিলিংসটা জানি না। তবে বিয়ে আমি তাকেই করবো যার ছোট বোন আছে। কারণ আমার বউ একা আমাকে সেবা করে ক্লান্ত হয়ে যাবে। আর বউ বিশ্রাম নেবে বাকি সময় শালী আদর যত্ন করবে হা হা হি হি । বিশেষ দ্রষ্টব্য : গরমের সময় বেশি বেশি করে বউ শালী দুজনে দুই পাশ থেকে বাতাস দিবে। কেননা আমার গরম লাগে বেশি। 😃
আপনার স্বপ্ন বড়, বাস্তবায়নটা কঠিন। 🙃🙃🙃
দেখবেন শেষে দুজনের বাতাস খেয়ে আপনি আবার উড়ে না যান। পরে আবার আপনাকে রশি দিয়ে বেঁধে আটকাতে হবে। 😃
বউয়ের সাথে শালির এমন কম্বিনেশন কি পাবেন ভাই ভবিষ্যতে, যে আপনাকে গরমের দিনে বাতাস করে দেবে। হিহি..🤭🤭
শালি থাকা বড় বিষয় নয় বাট শালির আবদার পূরণ করাটাই বড় বিষয়। শালি থাকলে মনের ভিতর আলাদা একটা রোমাঞ্চ থাকে, আবার না থাকলে অতৃপ্তির ঢেকুর ওঠে। শালিকা থাকলে একটি বড় সুবিধা হচ্ছে শ্বশুর বাড়িতে গেলে আশেপাশে কয়েকজন বডিগার্ড পাওয়া যায়।🤪🤪🤪🤪
এই বডিগার্ড কিন্তু ফ্রিতে পাওয়া যায় না ভাই।🤭🤭 এই শালি নামক বডিগার্ডের আবদার পূরণ করতে করতে পকেটই খালি হয়ে যায়।
বডিগার্ডের কিন্তু আবদার অনেক বেশি পূরণ করা লাগে ভাইয়া।
আমার তো শালীই নাই, গোটা তিনেক কাশ্মীরি শাল আছে৷ আরামদায়ক বেশ৷
আরামদায়ক কাশ্মীরি শাল গুলো কোন জায়গা থেকে কিনলেন আপনি? ভবিষ্যতে শালি না পেলে, কাশ্মীরি শাল দিয়েই জীবনটা কাটিয়ে দিতে হবে, এই প্ল্যানই করছি। হেহেহে..😁😁
কাশ্মীর থেকে। আর কোথায় পাবো?
কাশ্মীর থেকে আপনি কিনে নিয়ে গেছেন! 😲 এর পরের বার কাশ্মীর ঘুরতে গেলে সেখান থেকে কিনে নিয়ে আসতে হবে তাহলে আমার।
হা হা হা। নিশ্চই, তবে এর চেয়ে ভালো নিজেই কাশ্মীর ঘুরে আসুন। রথ দেখা আর কলা বেচা দুই হবে৷
সামনের বছর কাশ্মীর যাওয়ার প্ল্যান আছে, এখন দেখা যাক কি হয়।
নিশ্চই প্ল্যান সফল হবে৷
আশীর্বাদ করবেন যেন সেটাই হয়।
ঘরে আছে শালি শুনে ছেলেদের মনে বাজে তালি। বুঝবে মজা যখন দুলাভাইয়ের পকেট করবে খালি। অবশেষে বলবে শালীকে নিয়ে ঘুরতে যাওয়া সে তো গুড়ে বালি।😂 😂
শ্যালিকা থাকা অবশ্যই ভালো। কারণ শ্যালিকা না থাকলে শ্বশুর বাড়িতে গেলে আদর যত্ন কম পাওয়া যায়। তাছাড়া শ্যালিকার যদি বিয়েও হয়ে যায়, তবুও দুলাভাইয়ের প্রতি আলাদা টান থাকে। সুতরাং শ্যালিকা না থাকলে বিয়ে করবেন না ভাই😂😂।
বিঃদ্রঃ জাফর ভাইয়ের কি ছোট বোন আছে নাকি ভাই? 🤣🤣
ভাই আপনার কি শালি আছে নাকি সেটা আগে বলেন? 🤭🤭
না ভাই আমার ওয়াইফ এর কোনো ভাই বোন নেই। পরিবারের ইচ্ছেতে বিয়ে করেছি তো,তাই শ্যালিকা দেখে বিয়ে করতে পারিনি😂।
তাহলে তো খুবই দুঃখজনক বিষয় ভাই এটা! হিহি ..🤭🤭
শালি না থাকাই ভালো। এখন যা আর্থিক অনাটন চলছে তাতে বউ চালানোর পাশাপাশি শালি চালানো খুবই মুশকিল ব্যাপার। শালি থাকা মানে, "বাই ওয়ান, গেট অন লস" । তাই সব দিক বিচার করে দেখলাম শালি না থাকাই ভালো।
বিশেষ দ্রষ্টব্য : আমি যাকে ভবিষ্যতে বিয়ে করবো সেখানে আমি শালি পাব না, এই জন্য এই উত্তরটা দিলাম। আসল কথা হল, আঙ্গুর ফল টক। হিহি..🤭🤭
এটাতো ছেলেরাই ভালো বুঝতে পারবে তাদের জন্য শালি থাকা ভালো নাকি ভালো না। কারণ কিছু কিছু ছেলে রয়েছে যারা শালী না থাকলে আফসোস করে। আর কিছু কিছু ছেলে রয়েছে যাদের শালী থাকায় তারা নিজেদের ভাগ্যটাই খারাপ মনে করে। কারণ শালী থাকলে কিন্তু দুলাভাইয়ের পকেট দুইদিনেই ফাঁকা হয়ে যায়🙍। আর এই টেনশনে দুলাভাইদের আর ঘুম আসে না। এমন কি শ্বশুরবাড়িতেও আসতে চায় না🙅। তবে ভালোটা হচ্ছে শালিকে দিয়ে যেকোনো কিছুই করানো যায়। বলা যায় শ্বশুরবাড়িতে গেলে একটা সহযোগীর মতো মানুষ পায়🥰।
শালি না থাকাই ভালো, কারন তাতে দুলাভাইয়ের পকেটের খরচা বাঁচার সম্ভাবনা থাকবে।আর ভবিষ্যতে দুলাভাইকে নিয়ে ভেগে যাওয়ার চিন্তাও থাকবে না।সব লাভ-ই লাভ বউয়ের হবে।🤪🤪
শালী নিজ দায়িত্বে পকেট করে খালি। এবার আপনারাই বুঝে নিন শালী থাকা ভালো নাকি না থাকা ভালো।😆😆
শালি থাকা ভালো নাকি না থাকা ভালো , যুক্তি সহ মতামত দিবেন।
শালি তো বউয়ের সাথে ফ্রি পাওয়া যায় আর ফ্রির জিনিস থাকাই ভালো বরং না থাকাই লস। শালির আদর মারাত্মক সুন্দর। 😎
খুব সুন্দরভাবে শালির উপকারিতা তুলে ধরেছেন। 🤣🤣🤣
শালির আদর যে মারাত্মক সুন্দর, এটা কি করে জানলেন ভাই আপনি? 🤔🤔