এবিবি- ফান প্রশ্ন- ১১৯ || পিঁয়াজ কাটার সময়ে চোখে জল আসে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পিঁয়াজ কাটার সময়ে চোখে জল আসে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
পিয়াঁজ কাটার একপর্যায়ে পিয়াঁজ আর্তনাদ করে ওঠে বলে ওর দুঃখের কথা। বলে একটা মেয়ে পিয়াঁজের সাথে খুব ভালোবাসা ছিলো কিন্তু মেয়ে পিয়াঁজ তাকে দুঃখ দিয়ে ছেড়ে গেছে। এতো করুণ ভাবে বলে যে সবার চোখে জল এসে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পেঁয়াজ প্রেম করে ছ্যাকা খেয়েছিল। আর তার গার্লফ্রেন্ড তাকে ছ্যাকা দিয়ে অন্য কাউকে বিয়ে করেছিল। এরপর থেকে পেঁয়াজ প্রতিশোধ নেওয়ার জন্য সব বাড়িতে বাড়িতে বউদেরকে কাঁদিয়ে ছাড়ে। আর বলে দেখ কাউকে ছ্যাকা দিয়ে অন্যের ঘরের বউ হওয়ার মজা কি। আর যারা প্রেম করে বিয়ে করে তারা বরের উপরে পেঁয়াজ কাটার দায়িত্ব ছেড়ে দেয়।😅😅
বুঝে উত্তর দিয়েছেন নাকি না বুঝে?
বুঝেই উত্তর দিয়েছি। আমি তো অন্যকে দিয়ে পেঁয়াজ কাটানোর লোক। তাই চোখের পানি ঝরার কোনো কারণ নেই।😅😅
ধরা খেয়ে লুকানোর চেষ্টা, যা বুঝার বুঝে গেছি। সত্যটা বলার জন্য ধন্যবাদ, হি হি হি।
জোর করে তো আর মিথ্যাকে সত্য বানানো যায় না। জোর করে কাঁঠাল পাকলে সেই কাঁঠাল কাঁচাই থেকে যায়। 🤪🤪🤪
একদা এক সময়, পেঁয়াজ একজনকে অনেক ভালোবাসতো কিন্তু তার সামনেই তার প্রেমিকার বিয়ে হয়ে যায়। কষ্ট সহ্য না করে পেঁয়াজ আত্মহত্যা করে এবং অবিশাপ দিয়ে যায়, যখনই পেঁয়াজ কাটা পড়বে তখনই চোখ থেকে জল পড়বে।
পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের দুর্গতি দেখে নিজের দুর্গতির কথা মনে পড়ে। আর নিজের অজান্তেই চোখ থেকে জল চলে আসে। পেঁয়াজ যেই ভাবে ধাড়ালো চাকু তে ফালা ফালা হয়, আমাদের জীবনটাও তেমন হাবিজাবি লোকের পাল্লায় পড়ে তেজপাতা হয়ে যায়। তাই পেঁয়াজের প্রতি সহমর্মিতা জানাতে চোখে জল।
মানুষ সর্বপ্রথম যখন পিঁয়াজের উপরের পর্দটা খুলতেছিল তখন পিঁয়াজ মানুষকে বলেছিল আমার পর্দা খুলার আগে তোমরা চোখ বন্ধ করো। কিন্তুু মানুষ সেটা শুনেনি তাই পিঁয়াজ মানুষকে অভিশাপ দিয়ে বলেছিল, হে সৃষ্টিকর্তা আমাকে কাটার সময় মানুষের চোখ যেন বন্ধ থাকে সেই ব্যবস্থা করে দেন। তখন সৃষ্টিকর্তা পিঁয়াজের মাঝে এমন এক পদার্থ দিয়ে দিলেন যার কারনে পিঁয়াজ কাটার সময় মানুষের চোখে জল চলে আসে। আর মানুষ চোখে জল চলে আসার কারনে পিঁয়াজ কাটার সময় মাঝে মাঝে চোখ বন্ধ রাখে,হি হি হি।
একটা গান আছে না চোখ যে মনের কথা বলে। ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়ার কারণে যখন পেঁয়াজ কাটতে যায় তখন সেই ব্যথাটা অনুভূত হয়। তাই চোখ মনের কথা ভেবে কান্না করে, সেজন্যই চোখের পানি বের হয়।
পেঁয়াজ শুধু নারী কাটে
এই কথাটা ভুল,,
নারী পেঁয়াজ ছ্যাকা দিয়েছে
ভেবে ছিড়না চুল।
সারাদিনের কাজের ফাঁকে
ময়লা জমে কত,,
পেঁয়াজ কাটলে অশ্রু জলে
ময়লা কাটে শত।
চোখ পরিষ্কার করার জন্য
অতুলনীয় পেঁয়াজ,
প্রেমে ছ্যাকা না ভেবে সব
শান্ত করো মেজাজ।
♥♥
কারণ একদিন দুর্ঘটনাবশত একটি পেঁয়াজ মারা যায়।কিন্তু তার দুর্ঘটনার খবর শুনে তার মা একফোঁটা চোখের জল ফেলায় না।তখন পেঁয়াজটি মৃত্যুর পূর্বে মনের দুঃখে অভিশাপ দেয় যে,মা তুই তো আমার মৃত্যুর সময় একফোঁটা চোখের জল ফেললি না কিন্তু এখন থেকে আমাকে কাটার সময় পৃথিবীর সকল মা-ই কাঁদবে।সেই অভিশাপের ফলে পিঁয়াজ কাটার সময়ে সব মেয়েদের চোখে জল আসে।
কেন আবার মেয়েদের এটা বুঝানোর জন্য, শুধু সাজুগুজুর মাঝে সুখ থাকে না, কান্নার মাঝেও সুখ থাকে হি হি হি।
হা হা 😄
একদম ঠিক কথা।
কান্না করলে আবার চোখ ও পরিষ্কার হয় 😄
জ্বী এটার কথা মনে ছিলো না, হা হা হ।
ঠিক বলেছেন ভাইয়া কান্নার মধ্যেই প্রকৃত সুখ
পেঁয়াজ হচ্ছে একটি মায়াবী সবজি।
এই মায়াবী সবজিটাকে কেটে ছোট ছোট করতে গেলে মনে অনেক কষ্ট লাগে আর সেই কষ্টে ব্যথা পেয়ে মানুষ কাঁদে।
তাই নাকি ভাইয়া এতই মায়াবি সবজি যে প্রত্যেককে কাঁদিয়ে ছেড়ে দেয়।
হ্যাঁ 😆