আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৪৮steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

শীতের আগমন নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

শীতের এক সকালে পল্টু, বল্টু জমজ দুই ভাই বসে আছে। পল্টু হেসেই যাচ্ছে অন্যদিকে বল্টু কেঁদেই যাচ্ছে।

বাবা: কীরে পল্টু তোরা একজন হাসছিস অন্যজন কাঁদছিস কেন?

পল্টু: আম্মু আমি মনে করে, বল্টুকেই দুইবার গোসল করিয়ে দিয়েছে আজ।

 last year 

বল্টু তাহলে তো বেশ বিপদে পড়েছিল। শীতের সময় একবার গোসল করাই সমস্যা আর দুই দুইবার গোসল করিয়ে দিয়েছে। 😅😅

 last year 

হ্যাঁ আপু, ওটাই তো জমজ হওয়ার মজা।

 last year 

প্রেমিক: আচ্ছা জান, বলো তো কী করলে তুমি বিশ্বাস করবে, আমি সত্যি তোমাকে ভালোবাসি।

প্রেমিকা: বেশি কিছু না, মাত্র দুটি কফি অর্ডার দাও। একটি হট এবং অন্যটি কোল্ড কফি উইথ বরফ কুচি।

প্রেমিক: এই শীতে একটা কোল্ড কফি কেন! দু’টোই হট নেই?

প্রেমিকা: না, একটা হট আর একটা কোল্ড। হট কফিটা আমার জন্য, আর কোল্ড কফিটা তুমি খাবে।

কোল্ড কফিটা খেয়ে শেষ করতে পারলে আমি বুঝে নেবো, সত্যিই তুমি আমাকে ভালোবাসো।

প্রেমিক: অসম্ভব! আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। অন্য কিছু নয়!

 last year 

শীতের রাতে কোল্ড কফি উইথ বরফ কুচি। আমি হলে বলতাম আজ থেকে তুমি আমি দুইজন শত্রু,হা হা হা।

 last year 

শীতের রাতে এক পথিকের পথ আগলে ধরলো এক ছিনতাইকারী-
ছিনতাইকারী: যা আছে সবকিছু বাহির কর।
দেখছস! কত্ত বড় চাকু।
পথিক: ধুর !এর চেয়ে বড় চাকু দিয়া আমার বউ পেঁয়াজ কাটে। ভাগ এখান থেকে!

ছিনতাইকারী মন খারাপ করে চলে গেল। একটু পরেই আবার ফিরে এলো-
ছিনতাইকারী: যা আছে বাইর কর। দেখছস আমার হাতে কী? মাত্র ফ্রিজ থেকে বাইর করছি। এক মগ ঠান্ডা পানি। দিলাম গায়ে ঢাইল্লা।
পথিক: ভাই আমার! যা আছে সব লইয়া যা। ২ টাকার কয়েনটাও ছাড়িস না।

 last year 

শীতের সময় ফ্রিজের ঠান্ডা পানি দেখে সবাই ভয় পায়। শীতের সময় এটা কিন্তু ভীষণ মারাত্মক। যাক ছিনতাইকারী তাহলে বেশ ভালো বুদ্ধি করেছে। শেষ পর্যন্ত ঠান্ডা পানির ভয় দেখিয়েছে।

 last year 

হা আপু শীতের সময় ঠান্ডা পানিকে সবাই ভয় পেয়ে থাকে।তাইতো এটার ভয় দেখে ছিনতাই করতে পরেছে।

 last year 

তীব্র শীত। বাজার থেকে রাতে বাসায় ফিরতেছিলাম গ্রামের মেঠো পথ ধরে। সামনে ছিলো এক বট গাছ। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছেনা। গাছের নিচে যেতেই খুব শীত লাগছিলো। ভাবলাম আজ যেয়ে বউ এর সাথে ঘুমাতে হবে। তখনই হঠাৎ পেছন থেকে বউ এর ডাক। কি ব্যাপার এতো রাতে বউ এখানে কেন। তখনই হঠাৎ মনে পরলো আরে ভাই আমার তো বউ ই নাই। এই শীত ও বউ ছাড়া কাটাতে হবে এটা ভাবতে ভাবতেই কল্পনায় চলে গিয়েছিলাম।

 last year 

বৌ ও স্বামী এক শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এরই মাঝে এক চোর ঢুকলো তাদের ঘরে। দু'জনই টের পেলো। কিন্ত একজন অরেকজন উঠে কিনা দেখতে দেখতে চোর সব কিছু নিয়ে পালিয়ে গেলো।

 last year 

এই হয়েছে শীতের রাতের অবস্থা। মাঝখান থেকে চোর বেটার লাভ হয়ে গেল। সব নিয়ে পালিয়ে গেল। 😅😅

 last year 

জি আপু। এ রকম অলস হলে তাই হয়।

 last year 

শীত আসতেছে আর সিঙ্গেল মানুষের কষ্ট বাড়তেছে, শীতের দিনে একা থাকা যে কত কষ্ট সেটা যারা চিনতো তারাই ঠিক পায়।

 last year 

আমাদের বল্টুদা তীব্র শীতের রাতে কম্বলের নিচে শুয়ে আছে। এতবস্থায় তার হিসু ধরলো। তখন বল্টু হিসুকে লক্ষ করে মনে মনে চিন্তা করে, বুঝতে পেরেছি আমার সুখ তোমারও সহ্য হয় না,হা হা হা। 😜😜😜

 last year (edited)

শীতের আগমন নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প:-



চিটার: কিরে বাটপার বন্ধু? এবারের যে শীতে আসতেছে তোর অবস্থা তো কাঠিন হয়ে যাবে রে! 😶‍🌫️
বাটপার: কিরে চিটার বন্ধু ! শোন আমার অবস্থা কঠিন হইলে তুই কি তরল থাকবিনি? নাকি বায়বীয় থাকবিনি ? 🤔
চিটার: তুই বাটপার তো তাই বললাম। যাইহোক কিছু মনে করিস না। 😎
বাটপার: আমি বাটপার হইলে তুইও তো সেই চিটার 🤓 আমি চিটার মানুষের কথা কিছু মনে করি না কারন আমিও বাটপার। 🫢

এবারের শীতে চিটার বাটপার সব কঠিন হয়ে যাবে 🙃

 last year 

শীত তাহলে চিটার এবং বাটপার সবাইকে ঠিক করে ফেলবে। তাহলে তো শীত খুবই দরকারী। দারুন লিখেছেন ভাইয়া।

 last year 

হ্যাঁ আপু শীতের কাছে চিটার বাটপার সব সমান। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97950.42
ETH 3343.35
USDT 1.00
SBD 3.04