আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তোমার আখিঁ, তোমার দৃষ্টি
হৃদয়ে জাগ্রত করে ঝড়,
তোমার কায়া, তোমার মায়া
হৃদয়ে বাড়ায় স্পন্দন।
তুমি আছো বলেই কল্পনা
চঞ্চল করে হৃদয় আমার,
তুমি আছো বলেই স্পন্দন
বিদ্রোহী করে হৃদয় আমার।
লেখক
লেখক এর অনুভূতি:
হৃদয়ের অনুভূতি-হৃদয়ের আকুতি সবটা জুড়ে রয়েছে শুধুই তার স্নিগ্ধ হাসি, চঞ্চলতার সাথে ব্যাকুলতা-হৃদয়ে ছড়ায় তার মুগ্ধতা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমার কথা, তোমার সুর
জ্বালাময়ী হৃদয় করে ব্যাকুল,
তোমার হাসি, তোমার ছায়া
হৃদয়ে বাড়ায় বাসনা।
তুমি আছো তাই হাসতে শেখা
তোমাকে ঘিরে সুপ্ত বাসনা,
তুমি আছো তাই বাঁচতে চাই
তীব্র আস্ফোলন হৃদয়ে সদাই।
তোমার চোখে,তোমার চাহনিতে
হৃদয়ে তোলে উত্তলন,
তোমার দেহে,তোমার ইন্দ্রজালে
মনেতে জাগায় ঈষৎ কম্পন।
তুমি আছো বলেই ব্যাকুলতা
মন সাগরে ভাসমান,
তুমি আছো বলেই প্রস্ফুটিত
মন করে অগ্রাহ্যকরণ।।
তোমার কথা,তোমার ভাষা
মনে বাড়ায় চঞ্চলতা
তোমার আবেগ অনুভূতি
শিহরন জাগায় মনেপ্রানে।
তুমি আছো বলেই চঞ্চলতা
হৃদয়ে আমার ব্যাকুলতা
তুমি আছো বলেই বেঁচে থাকা
জীবনে আমার আলোরধারা।
তোমার আখি পাতে দেখেছি প্রিয়
আমার অজানা কথাগুলো,
কি মায়া তোমার নয়নে রেখেছি নয়ন
স্বপ্নে গড়েছি নতুন ভুবন।
তুমি আছো বলেই,
হৃদয়ের যত চঞ্চলতা
তুমি আছো বলেই,
এতো ভালোবাসার গুঞ্জন।
তোমায় নিয়ে ভাবতে আমার
অনেক ভালো লাগে,
তুমি ছাড়া আবেগ গুলো প্রশ্রয় কে দিবে?
ভালোবাসি বলেই তো তোমায় আমি চাই
তুমি ছাড়া এই জীবনে আমার কেউ নাই।
আমার দু চোখের দৃষ্টি
প্রিয় খুঁজে তোমার মুখ
তোমার প্রতীক্ষার মাঝে আমি
খুঁজে নিয়েছি সুখ।
তোমার মায়ায় হৃদয় কাঁদে
প্রিয়, কাঁদে দুই নয়ন
তুমি ছাড়া শূন্য আমি
শূন্য এই জীবন।
কল্পনাতেও খুঁজি তোমায়
খুঁজে ফিরে সুখ
জীবন আমার দুঃখে ভরা
পেয়েছি শুধু দুখ।
হৃদয় মাঝে তোমার মায়া
তুমি আমার সব
প্রিয় তুমি আমার এই হৃদয়ে
গভীর অনুভব।
আসবে তুমি বাসবে ভালো এটাই কামনা,
তোমার জন্য জীবনে সাজাই রঙিন বাসনা,
তুমি যদি থাকো পাশে জীবন হবে আলোময়,
তোমার জন্য আকাশ সমান ভালোবাসা হবে উদয়।
হাতটি ধরে থাকবে পাশে এভাবে চলবে জীবন,
ভালোবাসার বাগিচায় কষ্টদের আসা বারণ,
গড়বো হাসি থাকবো খুশি তুমি আমি মিলে,
বাসবো ভালো উজাড় করে মনটা আমায় দিলে।
তোমার দৃষ্টি তোমার হাঁসি
বেড়ে যায় মোর হার্টের গতি।
তোমার কল্পনা তোমার উপস্থিতি
বেড়ে যায় আমার বাচাঁর আকুতি।
তুমি স্বপ্ন তুমি সাধনা
তুমি বিনা সবই শুন্যতা।
তোমার অনুভূতি আর চঞ্চলতা
হৃদয়ে বাড়ায় মোর ব্যাকুলতা।
হার্টের গতি বেশি বেড়ে গেলে কিন্তু সমস্যা ভাইয়া🤣। যাই হোক আপনার লেখা কবিতার লাইন গুলো অনেক ভালো লেগেছে। নিজের অনুভূতি দারুন ভাবে তুলে ধরেছেন।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখে
আমার পাগল মন
তোমার জন্য হাসি মুখে
থাকি সর্বক্ষণ।
দুনিয়ার বুকে যত সুখ
তোমার কাছেই পেলাম
তাইতো সারা জীবনের জন্য
তোমার হয়ে গেলাম।
পাশে থেকো বন্ধু তুমি
সারা জীবন ভর
তোমায় নিয়ে গড়বো আমি
স্বর্গ সুখের ঘর।
প্রিয়জনের মাঝেই আমরা হয়তো জীবনের সুখ খোঁজার চেষ্টা করি। হয়তো এভাবেই আমরা প্রত্যাশা করি একটু ভালো থাকার। দারুণ লিখেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো।
তুমি আছো বলেই হৃদয় আমার ভালবাসার সুর বাজে।
তুমি আছো বলেই হৃদয়ে আমার ভালোবাসার ঝড় ওঠে।
তোমার জন্যই হাজারো স্বপ্ন দেখেছি আমি দিবারাত্রি।
এই স্বপ্নগুলো পূরণ হবে যদি তুমি হও রাজি।
তুমি আছো বলেই হাজারো পথ,
এগিয়ে যেতে আমি রাজি।
তুমি আছো বলেই সকল বাঁধা,
জয় করতে আমি রাজি।
ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো।
নতুন ভাবে নতুন বছর
নতুন সাজে সেজে
নতুন রঙে রঙিন হয়ে
আসছে এবার সে'যে।
নতুন বছর নতুন কিছু
নতুন জীবন দেখা
খোকা পড়বে নতুন ক্লাসের
নতুন কিছু শেখা।।