আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।

আমি আড়ালে থেকে সাজাই হৃদয়
কল্পনার জগতে বেড়াই চঞ্চলতায়
সখী তোমার মিষ্টি হাসির ঝলক
হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালায়।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

প্রিয় মানুষগুলোর কল্পনা কিংবা আড়াল হতে দেখা হাসি, আমাদের মনের জগতে ঝড় তোলে। বাস্তবতা হলো আমরা যতটা উচ্ছ্বাস প্রকাশ করি তাদের চিন্তা করে, তার পুরোটাই থেকে যায় প্রকাশিত। হয়তো কবিতা আছে বলেই কবিরা সেটা ছন্দের যাদুতে প্রকাশ করতে পারে। দেখি আপনার কল্পনায় কি আছে? আপনার কবিতার ছন্দে কি ভাসে?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।

আমি আড়ালে থেকে সাজাই হৃদয়
কল্পনার জগতে বেড়াই চঞ্চলতায়
সখী তোমার মিষ্টি হাসির ঝলক
হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালায়।

আমার ইচ্ছেগুলো ক্রমশঃ বেড়ে উঠছে,
প্রাণবন্ত একটি মহীরুহর ন্যায়।
সে জানেনা থামতে হবে একদিন ঠিকই,
এ যে মরীচিকার মতো অলীক কল্পনা সাজছে।

কল্পনায় ছোঁয়া যায় না যাকে তুমি সেই বেদুইন।
এ যে প্লেটোনিক ভালোবাসার তত্ত্ব,
বাস্তবে যার নেই অস্তিত্ব।
তবুও মায়াজাল বুনি,খুঁজে চলি প্রতিদিন।

 2 years ago 

ওরে বাবা, কি কঠিন কঠিন শব্দ, কবিতা পড়ে কবি জ্ঞান হারালে ফেরাবে কে? ভালো লিখেছেন ধন্যবাদ।

 2 years ago 

জ্ঞান ফিরানোর জন্য বরফ পানি আছে আমার কাছে।😜😜

 2 years ago 

জ্ঞান আমাকে রিপ্লাই দিছে, সে আর অজ্ঞান হবে না আপনাদের মতো ডাকাতের ভয়ে, পালাই।

 2 years ago 

আপনি কবি হয়ে প্রহসন করছেন? আপনার ধারে কাছে নই। ধন্যবাদ আপনাকে। 💕

দারুন লিখেছেন দিদি।

 2 years ago 

দিদি সত্যি চমৎকার হয়েছে লাইনগুলো 🦋🌼

 2 years ago 

কবিতার লাইনগুলো কিন্তু অসাধারণ হয়েছে আপু। সত্যি আপু হয়তো বাস্তবে তার অস্তিত্ব না থাকলেও মায়াজালে স্বপ্ন বুনি আমরা। হয়তো তাকে খুঁজে চলি প্রতিদিন।

 2 years ago 

আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।

আমি আড়ালে থেকে সাজাই হৃদয়
কল্পনার জগতে বেড়াই চঞ্চলতায়
সখী তোমার মিষ্টি হাসির ঝলক
হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালায়।

আমি অনুভূতিগুলো রাখি গোপনে
মনের গভীরে শক্ত বাঁধনে
সখী তুমি শুধু আমারই হৃদয় গহীনে
তোমার ভালবাসায় সুবাসিত কাননে।

আমি দুরু দুরু বুকে এগিয়ে চলি
ভালোবাসার অমিও সুধা পান করি
সখী তোমার বাঁকা চোখের চাহনি
হৃদয়ে যাতনার বিদ্যুৎ ঝলকানি।

 2 years ago 

ভাই আপনি তো পাক্কা কবি বনে গেছেন, ছন্দগুলো সত্যি দারুণ লিখেছেন।

তোমার মুখের শ্রুতি মধুর বানীতে
হৃদয় হারাতে চায় অজানাতে,
সীমানার শেষ প্রান্তে দাড়িয়ে
আমি চাইবো তোমার কণ্ঠ শুনিতে।

 2 years ago 

অনেক ধন্যবাদ।
আপনি আমাদের অনুপ্রেরণা ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু দিনে দিনে কবি হয়ে যাচ্ছেন। কবিতার লাইন গুলো কিন্তু সত্যিই দারুণ হয়েছে। হয়তো সে আছে হৃদয় গহীনে। আর ভালোবাসায়। হয়তো তার সুবাসে আপনি মাতোয়ারা। আর তার বাঁকা চোখের চাহনিতে হৃদয় বিদ্যুৎ এর মত ঝলকায়।

 2 years ago 

ধন্যবাদ আপু, চেষ্টা করে যাচ্ছি। অনেক সময় লেগেছে এই কয়েক লাইন লিখতে।
দোয়া করবেন।

 2 years ago 

চোখের চাহনি যেন কথা কয়,
মিষ্টি হাসিটা ভালোবাসাময়,
হৃদয় গহীনে বাঁধে স্বপ্নেরা বাসা,
তোমায় নিয়ে এ মনের কত আশা।

বুকের সাগরে উঠে ঢেউ আজ,
কল্পিত তোমাকে সামনে দেখে।
শক্ত বাঁধনে বেঁধে রেখো মোরে,
মিষ্টি হাসিটা মুখে রেখে।

 2 years ago 

অসাধারণ আপু, বেশ সুন্দর হয়েছে ছন্দগুলো, যেন হৃদয়ের কথা। ধন্যবাদ

 2 years ago 

আপনার লেখনীর মাঝে আমাদের লেখা তো একদম তুচ্ছ ভাইয়া। সবসময় আপনার কবিতা গুলো খুব ভালো লাগে।

 2 years ago 

আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।
আমি আড়ালে থেকে সাজাই হৃদয়
কল্পনার জগতে বেড়াই চঞ্চলতায়
সখী তোমার মিষ্টি হাসির ঝলক
হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালায়

মনে হয় সব বাধা ভেঙ্গে ফেলি
ভেঙ্গে দেই সব বাধ
সব লাজ ঝেড়ে ফেলে
বলে দেই মনের সাধ।

বলে দেই তোমায় ভালবাসি
নদী তীরে তোমার পাশে বসি
সারাদিন তব মুখে চেয়ে
দেখতে থাকি সেই মধুর হাসি।

 2 years ago 

আমি খুব যত্ন করে লুকিয়ে রাখি
আমার ইচ্ছে গুলোকে,
আমার স্বপ্নগুলোকে ঝাপসা
দেয়ালের আড়াল করে রাখি,
যেন কেউ ভেঙে দেয়ার
দুঃস্বপ্ন না দেখে।

আড়াল করা স্বপ্নগুলো
উঁকি দিয়ে বলে,
আর কতদিন বন্দি করে
রাখবে তোমার জালে,,
আমি শুধু নীরব চোখে
হাসি তালে তালে,,,
♥♥

 2 years ago 

অধরা ইচ্ছেরা মনের জঙ্গলে বাসা বাঁধে
এ জঙ্গল নিরাপত্তার আশ্রয় কুঠির,
তোমার ভালোবাসায় সতেজ প্রাণ খুঁজে পায়
আমার নীরব ভাষাতে অলীক কল্পনায়।

অন্তরালে তোমার ভাবনায় জাল বুনি
গভীর স্বপ্নে বিভোর মনোজগত আজগুবি
আমার মনের স্ফুলিঙ্গ তারকারা
তোমার খুশিতে আত্মহারা।

 2 years ago (edited)

অনেক ভালো লিখেছেন। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে।

 2 years ago (edited)

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

হা হা হা, বেশ মজা পেয়েছি।

 2 years ago (edited)

জ্বি ভাইয়া

 2 years ago 

এ বিষয়ে আর কোন মন্তব্য প্রত্যাশা করি না আমি। @nasir04 এটা ফান উদ্যোগ কবিতা নিয়ে, মন্তব্য করার জন্য না, কবিতা লিখতে না পারলে দয়া করে এ জাতীয় মন্তব্য করবেন না, পোষ্টের টাইটেলটি ভালো ভাবে পড়ে নিবেন। ধন্যবাদ

 2 years ago 

সখী, ভালোবাসা কাহারে কয়!
তোমার প্রেমে পড়ে বুঝিয়াছি,
তুমি ছিল মোর হৃদয়ের মাঝে,
পুষ্পিত কানন হয়ে!

 2 years ago 

আমার শয়নে স্বপনে দুই নয়ণে
দেখি শুধু তোমায় আপন মনে।
তুমি কবে আসবে আমার ঘরে
জড়িয়ে নিবো তোমার বাহুডরে।

আমি পাগল বন্ধু তোমায় শুধু খুজি
তোমায় নিয়ে কল্পনাতে প্রেম সাগরে ভাসি।
আমি হবো সখা বন্ধু তুমি হবে সখি
তোমার বিরহে এজীবন রাখবো আমি বাজি।

 2 years ago 

কতই না সময় ছিলো,
স্মৃতিতে মাখা।
আজ তা ব্যাথার ছলে,
হয়ে গেছে ফাঁকা

আমি আবার দিনে দিনে,
হচ্ছি বড় পাহাড়।
আমায় ভেঙ্গে নতুন গড়ার,
নেই তো কোনো আষাঢ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97111.20
ETH 3382.29
USDT 1.00
SBD 3.20