আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালোবাসার শহরটা আজ অন্ধকারাচ্ছন্ন
বড্ড বেশি নিশ্চুপ চারিধার
হতাশার ক্লান্তি, অভিনয়ের অস্থিরতা
বিচ্ছিন্ন করে দিয়েছে মায়ার বাঁধন।
তবুও আমি বলতে চাইছি কিছু
অবসন্ন হৃদয়ের স্বর আজ নিচু,
ভালোবাসার প্রলেপটা ধরে রেখো
হিংসার মাঝেও তুমি ভালো থেকো।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা আজ অন্ধকারাচ্ছন্ন, মুখোশের আড়ালে ভিন্ন কিছু, চাওয়া-পাওয়ার বিষয়টি খুবই স্পষ্ট। তবুও হৃদয় তাকে ভালোবাসে-তার প্রশান্তিতে চঞ্চল থাকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শহরের আলো গুলো আজ
হয়ে যাচ্ছে ম্লান
নীরবতা আঁকড়ে ধরে
কষ্টটা করে প্লান।
হাহাকারের চিৎকারও
হৃদয়ে জাগে আশা
সবার মাঝেই ফিরে আসুক
নিবিড় ভালোবাসা।
বলতে চাই, তুমি রূপের মায়া,
ভালোবাসার সুরে
বেঁধে রাখো কাছাকাছি
যেতে দিওনা দূরে।
আলোয় আলোয় ভরে উঠুক
সব মানুষের ঘর,
আন্তরিকতার বন্ধনে আর
কেউ হবোনা পর।
সত্যি আপু আপনার লেখার মত যদি আলোয় আলোয় সবার ঘর ভরে উঠতো তাহলে সবার আন্তরিকতার বন্ধন আরো বেশি অটুট হতো।
আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম আপু, ধন্যবাদ আপনাকে।
শহরতুলিটা আজ আঁধারে ঢাকা
কারো গল্প শোনার নেই কেউ,
ভালোবাসাগুলি ভুগছে দুর্বলতায়
চিন্তার ভাঁজ,বইছে নাটকের ঢেউ।
বন্ধনগুলি বিচ্ছিন্নতায় ধুকছে
হৃদয়টা মরুভূমির মতো হাহাকারে ফুঁসছে,
ভালোবাসার স্থিরতা বজায় রেখো
হিংস্রতার মাঝেও তুমি প্রফুল্লে থেকো।।
চার দেয়ালের মাঝে সবাই বন্দী। হাজার লোকের ভিড়ে সবাই একা। হয়তো অচেনা শহরে কেউ কারো কথা শোনে না। অসাধারণ লিখেছেন আপু।
অনেক সুন্দর মন্তব্য করেছেন, আসলেই বাস্তবতা এমনই।ধন্যবাদ আপনাকে।
অসাধারণ হইছে আপু, বেশ সুন্দর লিখেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনার অনু কবিতাগুলো পড়লে সত্যি মুগ্ধ হয়ে যায়। এক কথায় অসাধারণ লিখেছেন পড়ে ভালো লাগলো।
আপনার উৎসাহভরা মন্তব্য দানের জন্য ধন্যবাদ দাদা।
তোমার মনে জমে থাকা যত দুঃখ
হয়ত আজও কাঁদাচ্ছে নিঃশব্দে,
জমে থাকা জল ওই চোখের কোণে
আবারও স্বপ্নের রঙ দিচ্ছে মনে।
এই পথের শেষে হয়তো আলো থাকবে ,
কষ্টগুলো থেমে যাবে কোন এক অচেনা মোহনায়,
হৃদয়ের গভীরে জমে থাকা সব ভালোবাসা
খুঁজে নেবে তার আপন পথ।
অনেক চমৎকার লিখেছেন দাদা পড়ে ভালো লাগলো। অন্ধকারের পরেই আলো থাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার এই লেখার প্রশংসা করার জন্য।
শূন্যতার মাঝে তবুও ভেসে আসে,
তোমার স্পর্শের অদৃশ্য ছোঁয়া।
নীরবতার আড়ালে লুকিয়ে থাকা ব্যথা,
বুকের গভীরে দহন হয়ে রয়।
তোমার অনুপস্থিতি, এক নিঃশ্বাসে বাঁচি,
তবু তোমায় হারানোর ভয়টা প্রখর।
কখনোই ফিরে পাবে না আগের দিনগুলো,
তবুও আমি তোমায় ভালোবেসে যাবো নিরন্তর।
নীরবতার মাঝে হাজার ব্যাথা লুকিয়ে থাকে। বেঁচে থাকার মাঝে যেন দীর্ঘশ্বাস খুঁজে পাওয়া যায়। অনেক ভালো কবিতা লিখেছেন আপনি।
মনিরা আপু নীরবতার মাঝে অনেক বেশি ব্যাথা লুকিয়ে থাকে যা কখনও প্রকাশ করা যাই না। অনেক ধন্যবাদ আপনাকে।
ইদানিং আপনার লেখাগুলোও বেশ সুন্দর হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো হচ্ছে।
সবই আপনার দোয়ার কারনের হচ্ছে। আপনি যেভাবে সার্পোট করেন সেটা বলে বোঝান যাবে না। তাই আরো বেশি উদ্যমের সাথে সুন্দর করে লেখার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর করে একটি মতামত দেওয়ার জন্য।
যতই দিন যাচ্ছে ততই আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ হচ্ছে। এভাবেই সামনের দিকে এগিয়ে চলুন ভাই।
দোয়া করবেন যেন আরও সুন্দর করে লিখতে পারি। ধন্যবাদ ভাই।
আজ শহরটা বড়ই নিশ্চুপ
হতাশা ক্লান্তি অস্থিরতা,
মায়ার বাঁধনে অভিনয়ে ভরপুর।
শূন্য হৃদয়ে তবুও থাকে কিছু আশা
নীরবতার আড়ালে এক বুক ব্যথা
তুমি আছো আমি আছি,
তবু কেন অন্ধকারের কাছাকাছি,
আলোয় আলোয় ভরে থাক সবার জীবন
ভালোবাসায় না থাক হিংসার প্রলোভন ।
ভালো থেকো সুখে থেকো,
এটাই করি প্রার্থনা।
হাজারো কষ্টের মাঝে থাকবো আমি,
একা নিরবে যন্ত্রণায়।
তাইতো তোমার সুখের কথা,
ভাবি আমি নীরবে।
ভালো থেকো প্রিয় তুমি,
দূর ওই সুখের দেশে।
তোমার মনের কোলাহলে আমায় রেখো,
ভুলে যেও না আমাদের স্মৃতির রেখা।
অভিমান ছাপিয়ে আসুক নতুন আলো,
কাছে থাকো তুমি, হৃদয়টা রাখো ভালো।
দূরত্ব যতই বাড়ুক, ভালোবাসা রবে,
মন খারাপের দিনগুলো ফিরে যাবে।
আবার হবে দেখা, হাত ধরে হাঁটবো,
তোমার আমার গল্পগুলো সাজিয়ে রাখবো।
ওয়াও ভাই চমৎকার লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটতে ভীষণ ভালো লাগে।
আজ সোনার মাঝেও খাদ পাওয়া যায়।
আজ হীরার মধ্যেও তারা কাঁচ খুজে পায়।
আজ বুড়িগঙ্গাও থেমে আছে যাতনায়।
আজ সূর্যের আলোও ম্রিয়মাণ অদ্ভুত ছায়ায়।
তবু প্রিয়, মগ্ন আমি তোমার ভালোবাসায়।
তোমার ভালো থাকার খবর পাখিরা জানায়।
সুখে থেকে তুমি, বলি প্রতিটি দোয়ায়।
আবার সাজবো দুজনে তোমার সজীব ছোঁয়ায়।
চিরচেনা সেই হৃদয়ের ভালোবাসার
নগর আজ বেশ অন্ধকারাচ্ছন্ন
নীরবতার চাদরে ঢাকা চারিপাশ
হতাশা আর খুবই কান্ত মায়াবী বাঁধন।
সময় আর পরিস্থিতির অতল গহ্বরে
হারিয়ে যায় সম্পর্কের মায়াজাল।
মুখ আর মুখোশের অভিনয়ের
নাট্যমঞ্চে ব্যস্ত প্রিয়জন।
তবু হৃদয়ের কিছু প্রত্যাশা
ভারাক্রান্ত হৃদয়ে নিস্তব্ধতার কণ্ঠস্বর
ভালোবাসার স্মৃতিগুলো মনে রেখো হৃদয়ে
শত প্রতিকূল পরিবেশ ভালো থেকো তুমি।
তখন কিছু স্বপ্ন ছিল রঙিন মায়াডোরে
ভোরের আলোয় এই দু হাতে সাজিয়েছিলাম তোরে
যেদিন হৃদয় চিনলো দুভাগ স্পষ্ট কাঁটাতার
বাড়লো মনের ভেতরঘরের স্বপ্নগুলোর ভার
এখন শুধু বলবো কেবল গুছিয়ে রাখিস মনে
সেই সময়ের গভীর কথা, গভীর সঙ্গোপনে।