এবিবি-ফান প্রশ্ন-২১ || ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কারণ তাকে তার প্রেমিকা দাঁড়িয়ে থাকতে বলে বেপাত্তা হয়ে গেছে ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আসলে সে ঘুমায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে চিন্তা করে যে আমার ডিম গুলা কোথায় গেল
খুব সুন্দর বলেছেন খুবই ভালো লাগলো ভাই।
রহস্যময় ঘোড়ার ডিম।
বর্তমানে কিছু পুরুষ রয়েছে যারা বউয়ের কথায় উঠে ও বসতে হয়। বউয়ের কাছে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। বউয়ের কথার বাইরে যেতে পারে না। ঘোড়ারও ঠিক তাই হয়েছে। ঘোড়ারও তার বউয়ের কথার বাইরে যেতে পারে না,বউ দাঁড়িয়ে থাকতে বলেছে,তাই বসার সাহস পায় না,সে জন্য ঘোড়া দাঁড়িয়ে থেকেই ঘুমায়।
সবাই যদি শুয়ে বসে ঘুমায় তাহলে দাঁড়িয়ে ঘুমাবে কে সেজন্য ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। 🤩🤩🤩
আমরা কথায় কথায় যে কোন সময় বলে বসি ঘোড়ার ডিম। এই কথাটা শুনতে শুনতে ঘোড়া দুশ্চিন্তা করতে করতে তাই শুয়ে ঘুমাতে ভুলে গেছে, এইজন্য ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়ার দুশ্চিন্তা হলো আমার ডিম তারা পেল কোথায়। হাহাহাহা.......
কারন ঘোড়ার গার্লফ্রেন্ড বলছে তুমি দাড়াও আমি রেডি হয়ে আসতেছি,তখন থেকে ঘোড়া দাড়িয়ে দাড়িয়ে খায় দাড়িয়ে দাড়িয়ে ঘুমায়। আর তার গার্লফ্রেন্ড সাজু গুজু করে রেডি হয়ে আসতেছে...
অন্যন্য প্রাণীরা বোকা হলেও ঘোড়া বোকা না। ঘোড়ার গায়ে যাতে তার নিজের ত্যাগ করা গোবরের মাঝা মাখি না হয় সেই ভয়ে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। 🤣🤣
ঘোড়া নিজেকে খুব বুদ্ধিমান প্রানী ভাবে যার কারনে সে দাঁড়িয়ে ঘুমায়। সে নিজেকে সবার থেকে আলাদা ভাবে।
আত্মরক্ষার জন্য এবং বউয়ের ভয়ে দাঁড়িয়ে ঘুমায়। 😅😅
ঠিকই বলেছেন আপু বর্তমান বউয়ের কথা সবাইকে উঠতে বসতে হয় 😁
বেশি শুয়ে থাকলে পিঠে ব্যথা করে মনে হয় তাই ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়🙂
ঘোড়া নেয়াহেত ভদ্র প্রাণী এবং খাঁটি প্রেমিক, যার কারনে নিজের সততা ও প্রেমের গভীরতা বুঝাতে আজীবন দাঁড়িয়ে ঘুমায়।
বেশিক্ষণ শুয়ে বসে থাকলে ভুড়ি বেড়ে যাবে, এজন্য হয়তো দাঁড়িয়ে ঘুমায়। ভুড়ি বেড়ে গেলে মেয়ে বন্ধুরা তাকে পছন্দ করবে না এজন্য হয়তো