এবিবি ফান প্রশ্ন- ৫১৯ |সিয়াম ভাই এর বিয়ের জন্য উনাকে....
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সিয়াম ভাই এর বিয়ের জন্য উনাকে কেমন/কি পরামর্শ দেবেন?(উত্তর মজার হতে হবে)
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি পরামর্শ দেবো বউ এর সব কথা শুনতে।নাহলে জীবন শেষ!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
টুম্পার জন্য একটা লাভ লেটার লিখতে বলবো। এরপর সুন্দর করে সেটার সমাধি বানিয়ে বিদায় দিতে বলব। কারণ টুম্পার দিন শেষ ভাবির বাংলাদেশ।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
হাহাহা।দারুন বলেছো।
💞💫💞
সিয়াম ভাই, বিয়ের আগে এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন—ঘুমিয়ে নিন, কারণ পরে সেটা বিলাসিতা হয়ে যাবে। খাওয়ার স্টকে রাখুন, কারণ বাসর রাতে খিদে লাগলে ভাবী বুঝবে না।শ্বশুরবাড়িতে ঢুকেই প্রথম দিন "জামাই আদর" নিন, কারণ দ্বিতীয় দিন থেকেই দায়িত্বের পাহাড়।আর হ্যাঁ, সিদ্ধান্ত নেয়ার আগে ভাবীকে জিজ্ঞাসা করতে ভুলবেন না—কারণ বিয়ের পর ‘স্বাধীনতা’ শব্দটা শুধু ইতিহাস বইতেই থাকবে! 😆🎉
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আপনি তো দেখছি সবকিছুই ভালোভাবে জানেন। এই বুদ্ধিটা ভাইয়াকে আগে দেওয়া উচিত ছিল।
আপনার অভিজ্ঞতা দারুন ভাই।
বাহ বাহ নিজেই আমল করবেন দেখছি।আপনি তো বিয়ের বিষয়ে একদম এক্সপার্ট দেখছি।
বিয়ে তো হয়েই গেল,পরামর্শ থাকবে বউয়ের সামনে যেন অন্য কোনো মেয়ের প্রশংসা না করে। তাহলে জীবনটা তেজপাতা থেকে পাতা ছাড়া শূন্য গাছ হয়ে যাবে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বেশি বেশি ব্যায়াম করতে হবে এবং বেশি বেশি প্রোটিন খেতে হবে 🤣🤣।
জেনে শুনে বিপদ ডেকে আনতে যাচ্ছেন, এখন থেকে দুনিয়াতে বেঁচে থাকার উৎসাহ মূলক বই বেশি পড়বেন। কারন এখন আপনার কাছে জীবনটা বৃথা মনে হবে। আগেই ভালো ছিলাম, এমন মনোভাব আসবে,হা হা হা।😁
তাই নাকি। এরকম বললে তো ভাইয়া বিয়ের মঞ্চ থেকে উঠে চলে যাবে।
বিয়ের আগে এমন পরামর্শ দিলেন ভাই😀সিয়াম ভাই তো তাহলে বিয়ের পিঁড়িতে বসেও বিয়ের ডেট আরো তিন যুগ পিছিয়ে নিবে আপনার কমেন্ট পড়লে 🤣🤣।
জি ভাই, আগে ভালো ছিলাম শব্দটার মাঝে অনেক অর্থ লুকিয়ে থাকে।
সিয়াম ভাইকে প্রতিদিন মিষ্টি চকলেট এবং জিলাপি খেতে হবে🍫 😁😄😁💜💙💗। যেন ভাবির সাথে রাগ করার পরেও মুখ দিয়ে মিষ্টি কথা বের হয়। যদি রাগ করে ভাবির সাথে কর্কশ এবং তিতা কথা বলে তাহলে ভাইয়ার জীবন তেজপাতা হবে😂🤣😭।
আগে থেকেই প্রস্তুত আছেন দেখছি।
হানি নাট খেতে হবে বেশি বেশি।
বউ কে প্রতিদিন তিন বেলা, তিন পদের করে রেসিপি রান্না করে খাওয়াতে হবে,তাহলে ভাবির কাছে আদরের জামাই হতে পারবেন🤣🤣।
তাহলে তো রান্না করতে করতে ভাইয়া এবার বেহুশ হয়ে যাবে।
ভাইয়া কি এখন অফিস সামলাবে না রেসিপি তৈরি করবে মহাবিপদ।
বাংলা নাটক প্রেম ভালোবাসার ( ভুলনা আমায় ) নাটকটি দেখার পরামর্শ দিব সিয়াম ভাইকে।
নামটা দেখার সাথে সাথে ভাইয়া নাটকটা দেখে ফেলবে মনে হচ্ছে।
বাংলা নাটকে ভালোবাসার মুহূর্ত বেশ দারুন হয়ে থাকে।
প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, যাতে শরীর মন চাঙ্গা থাকে।
শরীর মন চাঙ্গা থাকলে মাথা বেশি গরম হবে না, আর বিবাহিত জীবন সুখের হবে।