এবিবি-ফান প্রশ্ন- ২৫৮ || “পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে ..... ” কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
“পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে ..... ” কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জানা নেই, তাই জানতে চাইছি সত্যিটা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ বিয়ের আগে পুরুষ মানুষ স্বাধীন থাকে। আর বিয়ের পর পুরুষেরা গলায় মালা পরে তাই তারা একপ্রকার মৃতের মতো গৃহপালিত স্বামী হয়ে যায়। 🤣🤣
হাহাহা আপু বেশ মজা পেলাম। কিন্তু মালা তো মেয়েরাও পরে😑।
হ্যাঁ, কিন্তু মেয়েরা তো বরাবরই পালিত তাই নতুন করে আর গৃহপালিত হওয়ার প্রশ্নই ওঠে না।☺️☺️
বিষয়টা কিছুটা বনের স্বাধীন বাঘ, আর চিড়িয়াখানার বন্দী বাঘের মত। বনের বাঘ যখন ইচ্ছা তখন এদিক ওদিক ঘুরতে পারে, যে কোন জিনিস করতে পারে। কিন্তু চিড়িয়াখানার বাগ কি আর সবকিছু করতে পারে।এজন্যই এই রকম বলা হয়েছে। 🤣🤣
প্রেম হল পুরুষ মানুষের জীবনী শক্তি। প্রেম থাকলে পুরুষ মানুষ বেঁচে থাকে। প্রেম না থাকলে পুরুষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিয়ের আগে যেহেতু একশ একটা প্রেম করতে পারে তাই পুরুষ মানুষ বিয়ের আগে বেঁচে থাকে। বিয়ের পরে বউয়ের ঠেলা সামলাতে সামলাতে জীবন শেষ। হি হি হি
আসলে আপু বিয়ের পরেও আমি অনেক মানুষকে প্রেম করতে দেখেছি হি হি,
কারন বিয়ের পর নিজের বলতে আর কিছুই থাকে না। নিজের সুখ, স্বাচ্ছন্দ্য আর ভালোলাগা সবকিছু আরেকজনের কব্জায় চলে যায়। তখন চাইলেও হাসা যায় না, রাগ করা যায় না, আবার কাঁদা ও যায় না। তিনিই সব কিছুতেই দোষ খুঁজে বেড়ান, তাইতো পুরুষ মানুষ ভেতর থেকে মরে যায়।
পুরুষ মানুষের রাগ মানায় না, এটা শুধু মেয়েদের মানায়। পুরুষ মানুষ এমনই তাদের নিজের বলতে কিছুই থাকেনা। সারা জীবন পরিবারের মধ্যে নিজের প্রশান্তি খোঁজার চেষ্টা করে
কারন পুরুষ মানুষ বিয়ের আগে তাই করে যা তার নিজের মন চাই। আর বিয়ের পরে তাই করে যা তার বউয়ের মন চাই,হা হা হা।😜😜😜
যুক্তিটা পছন্দ করার মত 🤣🤣
প্রশ্নকারী নিজেই ৬ বছরের উপরে বিবাহিত জীবন পার করেও এই প্রশ্নের উত্তর জানেন না। তাহলে মাননীয় সংসদের কাছে এই প্রশ্ন কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। 😎
বরং বিয়ের পরে মেয়েরা নিজের বাবার ঘর ছেড়ে নতুন ঘরে নতুন ঘরভর্তি মানুষকে নিয়ে এক অচেনা জীবন শুরু করে, যেখানে থাকে ভয়, অনিশ্চয়তা। মন চাইলেও আগের জীবনের নিজের ঘরে পর্যন্ত যখন-তখন যেতে পারে না। আর পুরুষেরা তো বিয়ের পর নারীও পায়, শালীও পায় আবার জামাই আদর পাওয়ার জন্য শ্বশুড়বাড়িও পায়।
সবকিছু বিবেচনা করে, এই প্রশ্ন কতটুকু যুক্তিযুক্ত, মাননীয় সংসদে আবারো সেই প্রশ্ন রেখে গেলাম।
পুরুষ মানুষের স্বাধীনতা বিয়ের আগেই থাকে, বিয়ের পর সম্পূর্ণ স্বাধীনতা স্ত্রীর উপর চলে যায়।এমন মানুষও দেখা যায় মানুষের উপর অনেক চড়া হয় কিন্তু স্ত্রীর কাছে কাবু। একটা পুরুষ বিয়ের আগে নিশ্চিন্তায় ঘুরতে পারে।এখন বিয়ের পর একটা পুরুষ আগে তার বউয়ের কথা ভাবে ও তার পরিবারের কথা ভাবে।ইচ্ছা থাকলেও কোন জায়গায় যেতে পারে না। পুরুষ মানুষকে স্বাধীনতা দেওয়া উচিত
ভাইয়া এ কথা বলিয়েন না। তাহলে আমাদের কমিউনিটির অবিবাহিত ভাইরা ভয়ে আর বিয়ে করবে না।
দাদা, পুরুষ মানুষ বিয়ের আগে একা বেঁচে থাকে আর বিয়ের পর পুরুষ মানুষ বউকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকে। 🤭🤭 কিছুদিন আগেই আমাদের ব্ল্যাকস দাদা বিয়ে করে নিয়েছে তাই বিয়ের পরবর্তী জীবন পুরুষ মানুষের কেমন হয় তাই নিয়ে কোন নেগেটিভ উত্তর দেওয়া যাবে না। অলওয়েজ বি পজিটিভ হতে হবে।
পুরুষ মানুষ বিয়ের আগে নিজেকে শাহরুখ খান মনে করে, তাই মেজাজ সবসময় ফুরফুরে থাকে। তাইতো ভালোভাবে বেঁচে থাকতে পারে তখন। আর বিয়ের পর অতিরিক্ত দায়িত্ব কাঁধে এসে পড়ে, আর তখন কাজ করতে করতে নিজেকে কাজের বেটা রহিম ভাবে 😂। কোথায় শাহরুখ খান, আর কোথায় কাজের বেটা রহিম 🤣। কাজের বেটা রহিম হয়ে বেঁচে থাকাকে, কেমন বেঁচে থাকা বলে, সেটা আপনারাই বলেন🤣🤣🤣।
আসলে পুরুষ মানুষ বিয়ের আগে তার নিজে স্বাধীন ভাবে চলতে পারে কিন্তু বিয়ের পরে আর স্বাধীনতা বলতে পুরুষ মানুষের কিছুই থাকে না। তাই পুরুষ মানুষ বিয়ে করার আগে বেঁচে থাকে ।