আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হারিয়ে যাওয়া অন্ধকারের মাঝে
এখনো খোঁজে ফিরি আমি,
হৃদয়ের কল্পনার সীমানার মাঝে
এখনো জাগ্রত আছো তুমি।
পুরান হওয়া স্মৃতিগুলোর স্পর্শ
এখনো স্পন্দন ছড়ায় হৃদয়ে,
অনুভুতির ভাবনায় তোমার সঙ্গ
এখনো জাগ্রত রাখে নিশীথে।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কল্পনা কিংবা স্মৃতির সীমানাজুড়ে বিস্তৃত থাকে তাকে ঘিরে হৃদয়ের সকল ভাবনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সব আলো নিভে গেলেও
আমি অপেক্ষা করি আলোর দিশাকে,
হৃদয়ের সব আবেগগুলো গভীরে
জোনাকির মতো বড্ড টিমটিম করে।
অতীতের আপ্লুত স্মৃতিগুলোর অনুভূতি
হৃদয়ের মাঝে আন্দোলন তোলে,
কল্পনার উর্ধ্বে গিয়েও আমি খুঁজি
নিভে যাওয়ার মাঝে প্রভাতের একমুঠো আলো।।
আপনার অনু কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে দিদি। এই অনু কবিতা চমৎকার হয়েছে।
ধন্যবাদ দাদা,উৎসাহ দেওয়ার জন্য।
স্মৃতি বিজড়িত কোন এক রাতে,
তুমি আমি ছিলাম একই সাথে।
জোনাকির মিষ্টি আলোয় ঘিরে ছিলাম মোরা,
বিধাতার পক্ষ হতে ছিলাম এক জোড়া।
আশাতে বুক বাঁধি শুধু সব ঠিক হবে বলে,
ছন্দের আঘাতে তীব্র গতিতে কথাগুলো ডানা মেলে,
কথার আঘাতে মনকে বাঁচাতে নিরুপায় হয়ে থাকি,
একদিন হবে সব ঠিক তবে জানিনা সেদিন আসবে কি?
ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আজকের অনু কবিতা চমৎকার হয়েছে আপু।
আমি অপেক্ষা করি,
অন্ধকারের মাঝেও,
তোমার স্পর্শ আর অনুভূতির,
তোমার সেই মিষ্টি ভালোবাসার ।।
আমি যে অন্ধকার কে বড্ড ভালোবাসি,
ভালোবাসি রাতের নিস্তব্দতা,
আলোর ঝলকানিতে সব কিছু যে মেকি,
তাই অন্ধকার কে সাথী করে বেঁচে থাকতে ভালোবাসি।।
হারিয়ে যাওয়া হাসির গুঞ্জন
এখনো খুঁজে ফিরি সীমানায়,
বেদনাবিধুর স্মৃতির স্পর্শ
এখনো জাগায় তোমায়।
নীরব রাতের কথোপকথন
এখনো আনে তোমার ছোঁয়া,
অনুভবের প্রহরে তোমার নাম
এখনো কাঁদায় মনোয়ারা।
মনের গহীনে লুকানো সেই আশা,
এখনো আলোকিত তোমার হাসিতে,
স্মৃতির পাতায় আঁকা সেই ছবি,
এখনো জেগে আছে তোমার ছোঁয়াতে।
আকাশের তারার ঝিলিকের মাঝে
এখনো তোমাকে খুঁজে ফিরি,
স্বপ্নের রঙিন সুরের মাঝে
এখনো তোমার প্রতিচ্ছবি আঁকি।
ভাই আপনার কবিতা যেমনটা ভালো লাগে আমার কাছে তেমনই অনু কবিতাগুলোও ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর লিখেছেন চমৎকার হয়েছে।
অন্ধকারের মাঝে
হারিয়ে যাই আমি
তুমি এখনো খোঁজ আমায়
আমি আছি সব সময়
তোমারই অন্তরের
গহবরের।
তোমাকে যদি ভালোবেসে
হারিয়ে যায়,
অন্ধকার জগতে।
তাহলে তুমি চিন্তা
করো না,
আমি আছি তোমার
হৃদয়ের গভীরে।
এক দিন আমি আসবো
ফিরে তোমারই কাছে।
স্বপ্ন দেখি অহর্নিশি স্বপ্ন দেখার ঘরে
তোমার সঙ্গে প্রাণের কথা বলছি চুপিসারে
প্রেমের চোখে চাঁদের হাসি, তোমার থেকেই শেখা
আজও আমার নীল আকাশে সেই কথাটাই লেখা।
হারিয়ে যাওয়া হাসির গুঞ্জন
এখনো খুঁজে ফিরি সীমানায়,
বেদনাবিধুর স্মৃতির স্পর্শ
এখনো জাগায় তোমায়।
নীরব রাতের কথোপকথন
এখনো আনে তোমার ছোঁয়া,
অনুভবের প্রহরে তোমার নাম
এখনো কাঁদায় মনোয়ারা।
রাত জাগা নির্ঘুম সময়ে,
স্মৃতি হাতড়াই তোমার।
পুকুর পাড়ে, লেকের ধারে,
কারন তুমি থামার।
সময় কভু থমকায় না,
আবেগ থমকে দাঁড়ায়।
স্মৃতিরা কভু মুছে না,
অন্তরালে হারায়।