এবিবি-ফান প্রশ্ন-৪২ || সোজা আঙুলে ঘি ওঠে না, কেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সোজা আঙুলে ঘি ওঠে না, কেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় যে আঙুল দিয়ে ঘি তোলার চেষ্টা হয়েছিলো সে আঙুলে আগে থেকে কোনো প্রকার তেল লাগানো ছিলো। তাই সোজা আঙুলে ঘি ওঠানো যায় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করার পর দুধের থেকে ঘি হয়। তাই ঘি মনে মনে চিন্তা করে, আমাকে এত সহজে লোকজন কেন তুলবে। আমি এত কষ্ট করে, জ্বলে পুড়ে এখানে পৌঁছেছি, আমাকে তুলতেও লোকজন একটু কষ্ট করুক। তাই ঘি বাবাজি সোজা আঙ্গুলে উঠতে চায় না। তাকে তুলতে আঙ্গুল বাবাজি কে একটু মাথা নত করতে হয়। এই সময় আঙ্গুলকে কিঞ্চিৎ বাঁকা বলে মনে হয়।
 2 years ago 

বাবা গো, কি যুক্তি, হাহাহা।

সবার থেকে একটু আলাদা লেখার চেষ্টা করলাম আরকি। হে হে হে...

 2 years ago 

কষ্ট করলেই তো কেষ্ট মিলবে।

কেষ্ট কে দরকার নেই। যা কেলেঙ্কারি করল। খিক.. খিক.. খিক...

কেষ্ট কে দরকার নেই। যা কেলেঙ্কারি করল। খিক.. খিক.. খিক...

 2 years ago 

নিজের আঙ্গুল নিজের কন্ট্রোলে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করতে হয়।😅😅

 2 years ago 

যেটা শুধু ঘি তোলার সময়েই কাজে লাগে। হাঃ হাঃ

 2 years ago 

ওরে বুদ্ধিরে, এসব কোন কোন কাজে লাগান আপনি শুনি

 2 years ago 

আমি আবার কাউকে বুদ্ধি ধার দেই না। 😅😅

 2 years ago 

আমি তো সোজা আঙ্গুলে ঘি তুলতে পারি 😃
কথা হচ্ছে সোজা আঙ্গুলে ঘি অনেকটাই কম ওঠে আর আঙ্গুল বাঁকা করলে একটু বেশি ঘি ওঠে।

 2 years ago 

সোজা আঙুলে যদি ঘি উঠতো তাহলেতো মানুষ আর খাবলাই খাবলাই ঘি নিতে পারতো না অল্প ঘি নিয়ে সন্তুষ্ট থাকতে হতো বুঝেনিতো মানুষ কি আর অল্পতে সন্তুষ্ট হয়।

 2 years ago 

তাহলে বলছেন আমাদের অল্পতে সন্তুষ্ট রাখার জন্য এই কান্ড

 2 years ago 

তা আর বলতে

 2 years ago 

ঘি দিলে যেকোনো খাবারের স্বাদ বেড়ে যায়, অত স্বাদের জিনিস তো তাই সহজে উঠে, আঙ্গুল একটু বাকা করতে হয়। কারন ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হয়।

 2 years ago 

ঠিক বলেছেন ঘি খাওয়ার জন্য এটুকু কষ্ট করাই যায়।

 2 years ago 

জি ভাই, ভালো কিছু অর্জন করতে হলে এইটুকু তো করতেই হবে

 2 years ago 

আঙ্গুল তো নাহয় একটু বাঁকা করলাম।

 2 years ago 

ঠিক। কষ্ট করতেই হবে।

 2 years ago (edited)

জি দাদা

 2 years ago 

প্রেমিকার বাবাকে বা ভাইকে যখন পটানো যায়না তখন প্রেমিক ভালো করেই জানে যে এবার আঙুল বাঁকাতে হবে নাইলে ঘি উঠবে না। মানে সোজাভাবে যেহেতু মেয়েকে তারা প্রেমিকের হাতে তুলে দিবে না তাই পালিয়ে যেতেই হবে।এটাই হলো উক্তিটির মূলকথা।😄😄😜

 2 years ago 

অভিজ্ঞতা আছে নাকি আপনার

 2 years ago 

জি ভাইয়া বাংলা সিনেমাতে মাঝে মাঝে দেখতাম😜😄

 2 years ago 

সিনেমার ব্যাপার সিনেমাতেই থাক বাস্তব জীবনে না ঘটলেই হল।

 2 years ago 

সেই জন্যই তো এই ঘি আর আঙুল দিয়ে তোলা হয় না এখন চামচ ব্যবহার করা হয়😄😄

 2 years ago 

এমনিতেই তেলের দাম অনেক বেশি এখন গিয়ে নিয়ে বেশি মাতামাতি করলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

 2 years ago 

এমনিতেও চলে গেছে ভাই,যা এক অবস্থা আজকে দাম ১০ টাকা তো ২ দিন পর ১০০ টাকা। এইরকম চলতেছে।

 2 years ago 

হাঃ হাঃ।

 2 years ago 

মাঝে মাঝে সিনেমাও দেখতে হবে দাদা,,এরকম উত্তর দেয়ার জন্য।😜😜

 2 years ago 

কথায় আছে মেয়েদের হাড় একটা বাঁকা। তাদের সোজাভাবে যতই বোঝানো যাক তারা কোনোভাবেই বুঝবে না। যখনই বাঁকা ভাবে বলা যায়, ঠিকই তখন বোঝে। যত আদর করে আপনি বলুন না কেন তারা কখনই আপনার কথা ঠিক ভাবে শুনবে না, মাথার উপরে চড়ে বসবে। যখনই ত্যাড়া ভাবে বলা হয়।তখন ঠিকই সোজা হয়ে যায়।😂🤣😂

 2 years ago 

অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি😁😄

 2 years ago 

সব কিছুতেই মেয়েদের নিয়ে তূলনা । এটা কিন্তু ঠিক না ভাই মামলা করে দেবে কিন্তু তখন বুঝবেন আঙ্গুল বাঁকা করে ঘি উঠানোর মজা। হি হি হি।

 2 years ago 

ব্যাপারটা সন্দেহজনক !! কোথায় থিওরি এপ্লাই করা হয়েছিল?

 2 years ago 

কোন হাড় বাঁকা? আপনার কি মনে হয়?

 2 years ago 

ঘি এবং মেয়ে মানুষ একই রকম, এদের কখনো সোজা আঙ্গুলে উঠাতে যাওয়া উচিত না। তাহলে পিছলে যাবেই যাবে।

 2 years ago 

অনেক অভিজ্ঞতা আছে মনে হচ্ছে

 2 years ago 

জী ভাই।

 2 years ago 

ভাই ঘি উঠুক আর না উঠুক সেটা বড় কথা নয়, সব খানে আঙ্গুল দিতেই হবে কেন? ছি ছি।

 2 years ago 

সত্যিই তো। সবজায়গায় আঙুল করা ঠিক না।

 2 years ago 

যে আঙুল দিয়ে প্রথম ঘী তোলা হয়েছিলো সেই আঙুল শুরু থেকেই বাঁকা ছিলো চামচের মত।সোজা করে ঘী তোলার চেষ্টা করা হয়নি। তাই সোজা আঙুলের বদলে বাঁকা আঙুল দিয়ে ঘী তোলাই প্রচলিত।

 2 years ago 

তাও হতে পারে। ঘি তোলার আঙুল প্রথম থেকেই বাঁকা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23