আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তোমার জন্য ভুলতে পারি
হৃদয়ের সকল যন্ত্রনা,
তোমার জন্য সাজাতে পারি
হৃদয়ের সবুজ বাগানখানা
তোমার জন্য স্বপ্নগুলো রঙিন
হৃদয় সাজায় রংধনু
তোমার জন্য রাতগুলো উজ্জ্বল
হৃদয় রাঙায় আলো।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার অনুভূতিগুলো একটা ভিন্ন আবেগের হয়ে থাকে, ছন্দতার আড়ালে হৃদয়ের আবেগ প্রকাশিত হয়ে থাকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমার জন্য ভুলতে পারি
দুঃখ কষ্ট যাতনা,
তুমি আমার মনের মানুষ
তাইতো এত ভাবনা।
আধার ঘরের আলো তুমি
নেই তো তোমার উপমা,
তোমার জন্য সইতে পারি
হাজার রকম বেদনা।
তোমায় ঘিরে স্বপ্নগুলো
রঙিন প্রজাপতি,
তোমার জন্য এনে দেব
স্বর্ণ, হীরা, মতি♥♥
আন্টি আপনার অনু কবিতাটি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি লাইন ছন্দময়, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️❤️❤️
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উৎসাহ দেয়ার জন্য♥♥
তোমার জন্য স্বপ্ন আকিঁ
হৃদয়ের হাজার কল্পনায়
তোমার জন্য কবিতা লিখি
ভালোবাসার আল্পনায়।।
তোমার জন্য নিশিথে জাগি
দু নয়নে কত প্রেমের ছবি আকিঁ
জোছনা রাতের আলো তুমি
হৃদয়ে তাই আজও আছো গো তুমি।।
আপু আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে
হয়তো মাঝে মাঝে আমরা নতুন স্বপ্ন দেখি। কিংবা প্রিয়জনকে নিয়ে কবিতা লিখি। আর ভালোবাসার ছোঁয়ায় কল্পনা গুলো বাস্তবতায় খুঁজে পাই।
তোমার জন্য ভুলতে পারি
সব কর্মের হাজারো ব্যর্থতা,
তোমার জন্য সাজাতে পারি
মনের ভাঙা মন্দিরখানা
তোমার জন্য স্বপ্নেরা ডানা মেলে
পাখিরা গায় গান,
তরুতলের শীতল হাওয়ারা
হার মানায় ভালোবাসার নিদারুণ বান।
তোমার জন্য রাঙাতে পারি
সবুজ আবরনে আমার আঙিনা,
তোমার জন্য রাতের আকাশও আলোকিত
হৃদয় প্রেমের গোলাপ ফুলে সুশোভিত।।
তোমার জন্য কষ্টগুলো,
নিমিষেই হয়ে যায় অদৃশ্য,
তোমার জন্য ভালোবাসা,
দিয়ে যায় মনে সুখের দোলা।
তোমার জন্য পূর্ণিমাতে,
পূর্ণ চন্দ্রের উদয় হয়,
তোমার জন্য ভালোবাসা
জোছনার আলোয় পূর্ণ হয়।
তোমার জন্য স্বপ্ন দেখি,
স্বপ্নগুলো পূরণ করি।
তোমার জন্য আশা বাঁধি,
তোমার জন্যই বেঁচে থাকি,
প্রিয় মানুষটির জন্য হাজার কষ্ট পেলেও সেই কষ্ট গুলো নিমীসেই দূর হয়ে যায়। হয়তো একটু ভালোবাসা সব কষ্ট গুলোকে বিলীন করে দেয়। অনেক ভালো লাগলো দাদা কবিতার লাইনগুলো।
আসলেই আপু একটু ভালোবাসা সকল কষ্ট দূর করে দেয়। আমার অনু কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
তোমার জন্য ভুলতে পারি
না পাওয়া সব যন্ত্রনা
তোমার জন্য সাজিয়ে রেখেছি
ভালোবাসার আলপনা।
তোমায় নিয়ে স্বপ্ন সাজাতে
ব্যাকুল আমি আনমনা
জোসনা ঝরে তোমার জন্য
মনের ঘরের আঙিনায়।
প্রিয় মানুষের জন্য হয়তো আমরা সব যন্ত্রণা ভুলে যাই। আবারো নতুন স্বপ্নে বিভোর হয়ে উঠি। কিংবা নতুন স্বপ্ন দেখার শুরু করি।
প্রিয় তোমার ভালোবাসায় সিক্ত হৃদয়
মনের মাঝে তোমাকে হারানোর ভয়
তাইতো নতুন ভাবে সেজেছে হৃদয়
বুঝেছে মন সবকিছু মিছে তুমিহীন
তুমি ছাড়া এ ভুবনে প্রিয়
আমার অস্তিত্ব হয়ে যাবে যে বিলীন
হৃদয় বাগানে ফুটেছে ফুল মুছে গেছে দুখ
জীবনের ভুল গুলো পেছনে ফেলে
প্রিয় তোমাতে খুঁজে নিয়েছি সুখ
সাদা কালো স্বপ্নগুলো রঙিন হয়েছে আজ
চোখ মেলে দেখো প্রিয় হৃদয়ের রঙিন সাজ
রাতের নির্জন আধারের মাঝে প্রিয়
তুমি যেন আজ জ্বলে ওঠা এক আলো
তাইতো তোমায় প্রিয় বাসি এত ভালো।
বাহ্ আপু আপনার অনু কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু।
ভালোবাসা জীবনের অমূল্য রত্ন,
সবচেয়ে মিষ্টি এক সৃষ্টি,
প্রকৃতির বিশেষ বাণী,
তোমায় জন্য হৃদয়ের আমার শান্ত ভালোবাসা
তোমায় ভালোবেসে আমার হৃদয় করে উতলা।
তোমার নিয়ে স্বপ্ন গুলো সাদা কালো নয়,
তোমায় নিয়ে আমি আমার,
ভালোবাসার ঘর সাজাতে চাই।
তোমার জন্য দুঃখ ভুলে,
সুখের সাগরে ভাসি।
তোমার জন্যই ঠোঁটের কোণে,
মুচকি মুচকি হাসি।
আমার যত ভালোবাসা,
তোমায় ঘিরে সব।
আঁধার পথের আলো তুমি,
তুমিই আমার সব।
তোমার জন্য মরতে পারি
তুমি গলার মালা
তোমার জন্য ছাড়তে পারি
দুনিয়ার সব মায়া।
তোমার জন্য স্বপ্ন বুনি
আকাশে বানাবো বাড়ি
তোমার জন্য পাড়ি দেব
সাত সমুদ্র তের নদী।
অনেক সুন্দর হয়েছে ভাই।❤❤
তোমার জন্য সইতে পারি
সীমাহীন কষ্ট আর লাঞ্ছনা
তোমার জন্য সাজাতে পারি
স্বপ্নীল সুরভিত ছোট্ট ঠিকানা।
তোমার জন্য আবেগ গুলো বাঁধাহীন
হৃদয় নাচে রংধনুর সাত রংয়ে
তোমার জন্য রাতগুলো নির্ঘুম
চোখ ছানাবড়া তোমার ঢংয়ে।