আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমিহীনা আমি নীরব নিশ্চল
বিবর্ণ রংহীন রংধনু,
তুমিহীনা আমি নিষ্প্রভ নিস্তেজ
বিকৃত অনুজ্জ্বল রোদ্দুর।
লেখকঃ
লেখকের অনুভূতি:
ভালোবাসা এক অদ্ভুত মায়া, সেটা ছাড়া কোনভাবেই হৃদয়কে জাগ্রত রাখা যায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমিহীনা আমি ক্লান্ত পথিক
অনন্ত শূন্যে পথ খুঁজে ফেরি,
তুমিহীনা আমি বিরহী বিহগ
যেন গগনে নেই কোনো ডানা প্রভাতেরই।
তুমিহীনা আমি নীরব বীণা
যার সুরগুলো গেছে হারিয়ে,
তুমিহীনা আমি শুকনো নদী
যার বুক জুড়ে কেবল ফাটল জড়িয়ে।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
বেদনা আজ হৃদয়ে ভাসমান।
রাতের কালো গ্রাস করেছে আমায়।
তুমিহীন আমি রঙের স্তুপে থেকেও রংহীন।
তুমিহীন প্রেমিক হৃদয়ও আজ প্রেমহীন।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
তুমিবিহীন আমি ধোঁয়াশা,শিশিরবিন্দু
নিস্তেজ বেলাতে ,অনুজ্জ্বল সূর্যের আলোতে বিলীন,
তুমিবিহীন আমি আঁধার, ছন্দহীন
বেতাল মায়াহীন তারছেড়া সংগীত।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
চাকচিক্যময় মরীচিকার এই পরিবেশ
আমি শান্ত, তোমার পরম ছোয়াতে।
কাঙ্গালিন পিপাসা পরিস্ফুটিত এ দেহে
আমি দুরন্ত, তোমারি মুগ্ধ চাহনিতে।
সবার সেরা তোমার স্পর্শ পাওয়া ,
বিরক্ত এ জীবনে উগ্ৰে থাকে তোমারি ভাবনা ।
সর্বদা বিলীন হই তোমারি ভাবনার রাজ্যে,
তুমি উজ্জীবিত কর বার বার স্পর্শ করে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
তুমি হীনা আমি শূণ্য আকাশ,
বিবর্ণ তারার রাজ্য,
তুমি হীনা আমি বিশাল সমুদ্র
নীরব ঢেউ এর সম্রাজ্য।।
থাকো যদি কাছে প্রিয় ওগো,
হৃদয়ে জাগে যে প্রেম,
প্রেমের আগুনে পুড়েছি আমি,
প্রেমই যে আমার ধ্যান।।
বাহ দারুন লিখেছেন আপু।একদম চমৎকার হয়েছে লাইন গুলি।
তুমিহীনা আমি অন্ধকার নিঃসঙ্গ
মৃদু হাওয়া ছাড়া উড়াল,
তুমিহীনা আমি নির্লিপ্ত নিস্তব্ধ
শব্দহীন তৃষ্ণার জলাশয়।
তুমিহীনা আমি কালো মেঘহীন আকাশ
বিধ্বস্ত নক্ষত্রের মুছে যাওয়া পথ,
তুমিহীনা আমি ম্লান হারানো ছায়া
ভেঙে যাওয়া সময়ের মর্মর শ্বাস।
তুমিহীনা আমি নিরবে নিভৃতে,
পাতাবিহীন গাছের মতো।
তুমিহীনা আমি নিস্তেজ হয়ে পড়ি,
মেঘবিহীন আকাশের মতো।
তুমিহীনা আমার সাদা কালো জীবন,
রংধনুহিন আকাশের মতো।
তুমি হীনা আমার জিবন,
ডানাবিহীন পাখির মতো।
এ জীবন অর্থহীন তোমায় ছাড়া,
ফল,পাতাহীন বৃক্ষের ন্যায় ছন্নছাড়া।
তুমি ছাড়া এ জীবন যেন আলোহীন চাঁদ!
বিকৃত এক অমাবস্যার রাত।
তোমায় পেলে সঙ্গী হিসেবে পাশে;
আঁধারেও যেন এ মন সঠিক পথে চলে।
তুমিহীনা আমি আবেগশূন্য
ধূসর রঙের পৃথিবী
তুমিহীনা আমি নির্ঘুম রাত
কাটাবো যেনো প্রতিদিন।
দারুন লিখেছেন আপু 🌸
ভুমিহীনা আমি তলাহীন বালতি,
যাতে জমে থাকেনা কোন পানি;
তুমিহীনা আমি রাজা লক্ষ্মণ সেন,
যে মেনে নিয়েছে পরাজয়ের গ্লানি।
তুমি থাকলে পাশে আমি হবো অশোক,
করবো একের পর এক রাজ্য জয়।
তুমি থাকলে পাশে হবো চেঙ্গিস খান,
মনে থাকবেনা কোন ভয়।