এবিবি ফান প্রশ্ন- ৩১৪ | শীতকালে স্নান করতে মেয়েরা বেশি কুঁড়ে হয় নাকি ছেলেরা বেশি কুঁড়ে ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতকালে স্নান করতে মেয়েরা বেশি কুঁড়ে হয় নাকি ছেলেরা বেশি কুঁড়ে ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি অবশ্য কিছুই বলবো না, বিপরীত হলে আবার একপক্ষ ক্ষেপে যাবে।তাই আপনাদের কাছ থেকে শুনতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শীতকালে জলের সাথে শত্রুতা কিছু ছেলেদের এবং কিছু মেয়েদের হয়ে থাকে, তাই পুরো ছেলে জাতি অথবা মেয়ে জাতিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করবো না। এই জন্য আমি বলব, কিছু ছেলে এবং কিছু মেয়েই কুড়ে হয়ে থাকে এই শীতকালে। সবার মন রাখার মতো উত্তর দিলাম, এতে করে ছেলেরা অথবা মেয়েরা কেউই নারাজ হবে না আমার উপর। হিহি🤣🤣🤭🤭
সমান সমান মর্যাদা দাদা।☺️☺️
সবার মন রক্ষা করলাম আর কি বোন! হিহি🤭🤭
গরমকালেই গোসল করে না আর শীতকাল তো বাদই দিলাম। নাম বললে চাকরি থাকবে না তাও বলছি মেয়েরা। আমার বউ যদি এটা দেখে তাহলে আমার খবর খারাপ 🙂🙂অনেক মেয়ে আছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে কিন্তু প্রায় মেয়েই শীতকালে গোসল করতে চায় না 🥹
ভাবির সাথে যদি কখনো আমার দেখা হয় তাহলে এই কমেন্টে আমি দেখাবো ভাই।
ভাই আপনার চাকরি ক্যান্সেল! হিহি🤣🤣 মুখের উপর এরকম সত্যি কথা বলতে নেই ভাই।
ভাবিকে কি মেনশন দিব?
তাহলে ভাবীর খপ্পরে পড়ার জন্য রেডি হন☺️☺️.
শীতকালে প্রতিদিন স্নান করা বিলাসীতা। আর ছেলেরা কখনো বিলাসীতা করে না। ওটা মেয়েদের কাজ হি হি। এই দিক থেকে তো ছেলেরাই সাশ্রয়ী। ওটাকে কুঁড়ে না বলায় ঠিক হা হা।
যাক, নেগেটিভ এর মধ্যে পজিটিভ ব্যাপারটা তুলে ধরে ছেলে জাতিকে এই যাত্রায় বাঁচিয়ে দিলেন ভাই। হিহি🤣🤣 ছেলে জাতির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 😁😁
শীত ছেলেদেরও যেমন লাগে আবার শীত মেয়েদেরও তেমনি লাগে। কিন্তু শীতকালে স্নান করাতে আমি ব্যক্তিগতভাবে কুঁড়ে এখন আপনারাই বিচার করুন 🤓😎 আমি কিছু কবো না 🫢
নিজের ঢাক নিজেই পিটিয়ে দিয়েছেন দাদা,আর কিছুই বলা লাগবে না☺️☺️.
কিছুই করার নেই 😍
অবশ্যই মেয়েরা কুঁড়ে হয়। আমি দক্ষিণ কোরিয়া থাকতে মাইনাস ২০-২৫° ডিগ্রী সেলসিয়াসের সময়েও গোসল করা মিস করিনি কখনো। আর আমার ওয়াইফকে দেখি বাংলাদেশের শীতে অর্থাৎ ১৫-২০ ডিগ্রী সেলসিয়াসেও সপ্তাহে ২/১ দিন গোসল করে😂😂। আর এদিকে দামী দামী পারফিউম কিনতে কিনতে আমার পকেট অসুস্থ হয়ে যায়।
বিঃদ্রঃ ভাবছি আগামী শীতের সময় আমার শ্বশুর শ্বাশুড়িকে বলবো একটি পিক-আপ গাড়ি ভর্তি করে পারফিউম পাঠাতে উনাদের মেয়ের জন্য 🤣। তারপর গোসল করলে করুক না করলে নাই, এই নিয়ে আমার আর মাথা ব্যথা থাকবে না 🤣।
নিঃসন্দেহে মেয়েরা, কারণ মেয়েরা পানি চোরা বেশি হয়।আটা ময়দার সাথে সাথে পারফিউম মাখাতে শরীর ভিজে রাখলেও গোসল দিতে যাবে না।
আপনার এই উত্তর শুনে মেয়েরা কিন্তু আপনার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে ভাই। হিহি🤭🤭
শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা মনে হচ্ছে।
এখানে মেয়ে-ছেলে উভয় হতে পারে।
তবে অধিকাংশ মেয়ে শীতের সময় স্নান আজ করবোনা কাল করবো, এভাবে ১ সপ্তাহ পর বার্থরুমে স্নান করতে গিয়ে সিদ্ধান্ত চেঞ্জ করে বলে দুরছাই মাত্র ১ সপ্তাহইতো হলো, কাল করবো এটাই চুড়ান্ত! বাকীটা ইতিহাস।
শীতের সময় অধিকাংশ জন নিজেকে পানি অপচয় প্রতিরোধ কমিটির সভাপতি মনে করে। তাই অপচয় রোধে শীতের সময় স্নান বিরোধী আন্দোলন চলে।
অবশ্যই মেয়েরা বেশি কুঁড়ে। আপু একটু কায়দা করে জানতে চেয়েছে শীতে উনারা যেমন গোসল করে না, তিনি ভাবছেন আমাদের মত কি ছেলেরা গোসল করে না? বলে না কারণ চোরের মন পুলিশ পুলিশ।😄😄😄
আমার কিন্তু মনে হয় ভাই ছেলেরাই স্বামী করে। কারণ ছেলেরা জানে গোসল না করে গায়ে বডি স্প্রে মারলে আর গা থেকে কোন গন্ধ করবে না। তাই বুদ্ধি করে গোসল না করে শুধু বডি স্প্রে ইউজ করে। আর গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করে।
🤣🤣🤣
এটা বাস্তব সত্য কথা আপু।
অন্যের কথা বাদ দিয়ে আমি আমার নিজের কথাই বলি। গরমের তুলনায় শীতকালে গোসল করতে আমার কাছে বেশি কষ্ট হয় তাও প্রতিনিধি গোসল করার চেষ্টা করি। তবে মেয়েদের কাজ করতে করতে দুপুরবেলা পার হয়ে গেলেই আর গোসল করতে চায় না এজন্য মেয়েরাই বেশি কুঁড়ি হয়।