আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩১steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

স্বপ্ন নিয়ে মজার কোন কৌতুক বা হাসির অনু গল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

১.

তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে।

প্রথম বন্ধুঃ “জানিস আমি স্বপ্নে দেখলাম, মরুভুমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।”

দ্বিতীয় বন্ধুঃ “আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি।”

তৃতীয় বন্ধুঃ “আমি স্বপ্নে দেখলাম এতো কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস।”

 2 years ago 

শিক্ষক: বল্টু তুই কালকে স্কুলে আসিসনি কেনো ?

বল্টু: স্যার কাল আমি স্বপ্নে আমেরিকা গিয়েছিলাম !!

শিক্ষক : আর পল্টু তুই আসিসনি কেনো ??

স্যার আমি বল্টুকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম !!

 2 years ago 

এটা দারুণ ছিল 😂😂😂।

 2 years ago 

আমার নিজের সাথে ঘটে যাওয়া স্বপ্নের মধ্যে বড়লোক হয়ে যাওয়ার ঘটনাটি শেয়ার করি তাহলে আজকে। এরকম ঘটনা আমার সাথে অনেকবারই ঘটেছে আর প্রত্যেকবারই আমি বোকা সেজে গেছি। এই স্বপ্নটা প্রায় দুই মাস আগে দেখেছিলাম ।অধিকাংশ স্বপ্ন সাধারণত মনে থাকে না তবে কিছু কিছু স্বপ্ন বেশ ভালই মনে থাকে। স্বপ্নটি এমন আমি আর আমার বন্ধু জয় গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় আমারা রাস্তার পাশে অনেকগুলো টাকা একসাথে দেখতে পাই। টাকা গুলো দেখতে পেয়ে আমরা দুই বন্ধু মিলে সব টাকা ভাগ করে নি। ভাগাভাগির সময় আমরা একটু ঝামেলাও করি। আর ঝামেলা করে আমি একটু বেশি পরিমাণ টাকা নিয়ে আসি কারণ আমি আগে দেখেছিলাম তাই । টাকা নিয়ে এসে বাড়িতে কাউকে জানাই নি । এনে বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বালিশ তন্ন তন্ন করে খুঁজি কিন্তু টাকা আর পাইনা। আমি বুঝতেই পারিনি ওইটা স্বপ্ন ছিল।🥱🤭

 2 years ago 

বালিশের নিচে টাকা রাখার স্বপ্ন আমিও দেখেছি। পরে ঘুম থেকে উঠে চেক ও দিছি। হাহাহা

 2 years ago 

আমার সাথে এমন অনেক বারই ঘটেছে দাদা। যদি সেই সবগুলো টাকা একসাথে পেয়ে যেতাম আমি অনেক বড়লোক হয়ে যেতাম দাদা। হিহি🤭🤭

আজকে আর কোন কৌতুক লিখবো না, তার থেকে বরং আমার সাথে স্বপ্নে ঘটে যাওয়া দুই একটা ঘটনা শেয়ার করি। আসলে এই ঘটনাগুলো আমার সাথে একবার না, বারবার হয়েছে। ধরেন হঠাৎ করে আমি নামকরা এক দোকানের রসগোল্লা খাচ্ছি, কিন্তু খেতে খেতে আবার মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম খেতে লাগছে কেন রসগোল্লা। তারপর দেখি ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভেঙেই দেখছি যে আমার পাশে রাখা বালিশ খাচ্ছি আমি। আবার ধরেন কখনো কখনো এমনও হয়েছে যে রাস্তায় কয়েক কোটি টাকা একসাথে পেয়েছি সেটা আবার বিছানার নিচে রেখে দিয়েছি কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে যখন দেখতে যাচ্ছি সেই টাকাগুলো, তখন দেখছি সেগুলো আর নেই। আপনি বিশ্বাস করবেন না, টাকা যে নেই এটা জেনেও আমি অনেকবার খুঁজতাম ঘুম থেকে উঠে। আবার অনেকবার এমন হয়েছে যে অনেক টাকা যোগাড় করে অনেক কষ্ট করে একটা চার চাকার গাড়ি কিনেছি, সেটাও আমি ঘুম থেকে উঠে খুঁজে পাইনি এবং বারবার সেটাও খুঁজেছি। তবে আমার কাছে সব থেকে আশ্চর্যকর যে ব্যাপারটা লেগেছিল সেটা হল ঘুমের ঘরে প্রেম করা। এমনও হয়েছে যে ঘুমের ঘোরে এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করছি, ঘুরতে যাচ্ছি, আবার মনে মনে ভাবছি যে এত সুন্দর একটা মেয়ে আমার কপালে জুটলো কি করে। তারপরে আবার খুশিও হচ্ছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখছি সেই সুন্দরী মেয়ে আমার পাশে নেই, আবার সেই মন খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে স্বপ্নের মধ্যে আমি এতটাই ধোঁকা খেয়েছি যে বাস্তবের ধোঁকার থেকে সেগুলো অনেক বেশি ছিল।
 2 years ago 

বালিশ খাওয়া টা দারুণ ছিলো দাদা 🤣🤣🤣🤣।

এই করে করে তো আমি জীবনে অনেক বালিশ নষ্ট করেছি। ফুটো করে ফেলে দিতাম কামড়ে। হা হা হা....🤭

 2 years ago 

😂😂😂😂😂।

 2 years ago 

স্বপ্নে বিছানার নিচে টাকার ব্যাপারটা আমার সাথেও ঘটেছে। বালিশের নিচে টাকা রেখে পরে খুঁজেছি। হাহাহা

ওই সময় যে টাকা পেলে কি কষ্ট পেতাম সেটা বলে বোঝাতে পারবো না ভাই। তাও সব ৫০০ টাকার নোট।😂

 2 years ago 

ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম , একটা খুব সুন্দর রাজপুত্রের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছি। কিন্তু ঘুম ভাঙ্গার সাথে সাথে দেখলাম, আমি মাটিতে উল্টে পড়ে আছি 🤧।

 2 years ago 

ইশ, কি একটা কাজ হলো। 😂😂

 2 years ago 

🙈🙈🙈🙈🙈

 2 years ago 

একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমি-খুবই বমি হচ্ছে🤮আমার কিছুতেই থামছে না।পরদিন সকালে মায়ের সঙ্গে বললাম স্বপ্নের কথা--মা বললেন এমন স্বপ্ন দেখা ভালো নয়,তবে নিজের দেখলে পরের হয়।আবার এক্সাম ছিল পরের দিন তাই খেয়ে স্কুলে গেলাম।স্কুলে গিয়েই শুনলাম হেডস্যারের মেয়ে অসুস্থ।রাত থেকেই তার নাকি বমি হচ্ছে।🤮🤮হেডস্যারের বাড়ি আবার আমাদের গ্রামের শেষ সীমানায়।সত্যিই স্বপ্নে নিজের দেখলে পরের হয় সেটার প্রমাণ পেলাম।☺️☺️

 2 years ago 

ঝন্টু ছোটবেলায় অনেক দুষ্টু ছিল। খালি চাইতো খেলাধুলা করতে পড়ালেখায় একদমই মন বসত না। আর এই জন্যেই ঝন্টুর দাদা ঝন্টুকে আচ্ছা তরফে মার দিত শলার আটি দিয়ে। মার খেতে খেতে ঝন্টু দৌড় দিত ঝন্টুর দাদাও পিছনে পিছনে দৌড়ে দৌড়ে গিয়ে মারতো। আর যখন ঝন্টু রাতে ঘুমাতে যেত আর এগুলো সে স্বপ্নে দেখতো তাই হঠাৎ ঘুম থেকে উঠে রাত দুইটা বা তিনটার সময় হাউ মাউ করে চিৎকার করতে করতে আর বলতে থাকতো আমি ঠিক ভাবে চলবো ঠিক ভাবে পড়বো সে কি অবস্থা দরজা খুলে রাস্তায় চলে যেত। তারপর সবাই গিয়ে দৌড়ে ধরে নিয়ে আসতো এনে আবার হাতে মুখে পানি দিয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু সকালে উঠে জিজ্ঞাসা করলে ঝন্টু বলতো কিছুই জানেনা। হাহাহাহাহা....

 2 years ago 

কৌতুক-

স্বপ্নে স্বামী স্ত্রীর কথোপকথন-
স্ত্রী বলল : যে নারী সারাক্ষণ হাসে তাকে হাস্যময়ী বলে।
স্বামী: আর যার হাসি বন্ধ হয়ে গেছে তাকে কী বলে?
স্ত্রী: এমন লোকের নাম হাসব্যান্ড হয়।
স্বামী: মানে?
স্ত্রী: মানে একদম সোজা- হাসব্যান্ড মানে যার হাসি ব্যান্ড মানে বন্ধ হয়ে গেছে।

 2 years ago 

দুই বান্ধবী ঘুমাচ্ছে এমন সময়

প্রথম বান্ধবী:- চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছে...
দ্বিতীয় বান্ধবী:- কি হয়েছে... কি হয়েছে..বান্ধবী..?
প্রথম বান্ধবী:- আমি স্বপ্নে দেখলাম তুই আমার জামাইয়ের হাত ধরে পার্কে ঘুরতেছোস,তারপর আরো কি কি জানি করতেছোস। আমার তকে নিয়ে কেমন জানি সন্দেহ হচ্ছে।
দ্বিতীয় বান্ধবী:- আরে এসব বাজে স্বপ্ন।
প্রথম বান্ধবী:- আমি যদি স্বপ্নে এসব দেখি তুই আর আমার হাসবেন্ড না জানি কি কি দেখিস...সত্যি করে বল.....,হা হা হা।

ডাল মে কুচ কালা হে,হা হা হা।🤣🤣🤣

 2 years ago 

একজন মহিলা তার স্বামীর জন্য নিজ হাতে চা বানিয়ে এনেছেন। বেচারা স্বামী মাত্র অফিস থেকে ফিরেছেন।
আজ অন্যান্য দিনের চেয়ে তাকে একটু বেশিই খাতির করা হচ্ছে। এই নিয়ে স্বামীপ্রবর কিছুটা ধন্দে আছেন। ঠিক মেলাতে পারছেন না আজকের এই অতিরঞ্জিত আপ্যায়ন।
রাতের খাবারের সময় মহিলা তার পাতে তরকারি তুলে দিতে দিতে বললেন, ”আজ দুপুরে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি৷ কি স্বপ্ন শুনতে চাও?”
স্বামীঃ কি? (ভয়ে ভয়ে)
মহিলাঃ “দেখলাম, আমরা এক বিশাল মার্কেটে বেড়াতে গেছি। আর তুমি আমাকে সেখানে একটা দামী হীরের নেকলেস কিনে দিয়েছ। আচ্ছা, এর মানে কি বল তো?”
স্বামীঃ ও আচ্ছা, আমি তো ভাবলাম, কি না কি! এই স্বপ্নের মানে তোমাকে আগামীকাল জানাতে পারব।
মহিলা খুব খুশি হল। সে মনে মনে ভাবছে, জামাই তার খুব একটা খারাপও না।
পরেরদিন স্বামী ভদ্রলোক অফিস থেকে ফিরলেন হাতে একটা প্যাকেট নিয়ে।
স্ত্রী মহা উৎসাহে ভেতরে গিয়ে প্যাকেট খুলে দেখেন, একটা বই।
বইয়ের নাম ‘খোয়াবনামা’।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95840.97
ETH 2689.81
SBD 0.68