এবিবি ফান প্রশ্ন- ৪৩০ || আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আগাছা দ্রুত পরিস্কার করতে হয়, কারণ যদি তাদের একটু সময়ও দেওয়া হয়, তারা ফেসবুক স্ট্যাটাস দেওয়া শুরু করবে "আমার বাঁচার অধিকার আছে"! তারপর প্রতিবাদ মিছিল করে গাছেদের জায়গা দখল করবে, আর শেষে হয়তো নিজেদের "আগাছা ফেডারেশন" খুলে বসবে! 😄
আসলেই ভাই যদি আগাছার একটু সময় দেয়া হয় তাহলে ফেসবুকে স্ট্যাটাস দেবে যা "আমার বাঁচার অধিকার আছে" বেশ মজা লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
সত্যি ভাইয়া শেষ পর্যন্ত আগাছাও মিছিল করবে আমাদেরও বাঁচার অধিকার আছে। দারুন বলেছেন।
যেকোনো ধরনের আগাছা দ্রুত পরিষ্কার না করলে তো জীবন তেজপাতা হয়ে যায়। যেমন সমাজ থেকে যদি মাদক মদদদাতাদেরকে বিতাড়িত করা না যায়,তাহলে কিন্তু যুব সমাজকে একেবারে ধ্বংস করে দেয়। তাই দ্রুত আগাছা পরিষ্কার করা উচিত।
এটা সত্যি বলেছেন আগাছা দ্রুত পরিষ্কার না করলে জীবন তেজপাতা হয়ে যায়। সমাজে মাদকের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবচেয়ে মারাত্মক আগাছা।
আগাছা দ্রুত পরিষ্কার না করলে সেই আগাছা থেকে অনেক আগাছা বৃদ্ধি পাবে। তাই আগাছা দ্রুত পরিষ্কার করতে হবে।
পরিবেশ ঠিক রাখতে আগাছা দ্রুত পরিষ্কার করতে হয় সেটা হোক আপনার বাড়ির আশপাশের পরিবেশের বা আপনার সমাজের মধ্যে।
এটা সত্যি বলেছো বন্ধু, পরিবেশ ঠিক রাখতে হলে আগাছা যত দ্রুত পরিষ্কার করা যায় ততই ভালো।
আগাছা দ্রুত পরিষ্কার করতে হয় কারণ আগাছা হলো আমাদের বাগানের গোপন শত্রু। অন্যের সবকিছু দখল করে নেওয়ার একটা আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান আগাছাদের মধ্যে। এজন্য বাগানের সবকিছু দখল হওয়ার হাত থেকে রক্ষা পেতে দ্রুত আগাছা পরিষ্কার করার দরকার।
সমাজে আমাদের চারপাশে যদি খারাপ মানুষের সংখ্যা বেশি বেড়ে যায়, তাহলে সবার সামনে তাদের মুখোশ খুলে দিতে হয়🎭। না হলে তারা আরো বেশি খারাপ হয়ে যায়। আর ঠিক তেমনি আগাছা দ্রুত পরিষ্কার না করা হলে জঙ্গলে পরিণত হয়🏞️। তাই আগাছা দ্রুত পরিষ্কার করতে হয়।
একদম ঠিক কথা বলেছেন ভাই। যত দ্রুত খারাপ মানুষের মুখোশ খুলে দেয়া যায় ততই আমাদের জন্য ভালো।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া আমাদের চারপাশে খারাপ মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তারা মুখোশের আড়ালেই নিজেকে লুকিয়ে রেখেছে।
একটা ভালো মানুষকে পুরোপুরি ভাবে খারাপ করার জন্য এরকম কিছু আগাছাই যথেষ্ট। মানে এরকম কিছু খারাপ মানুষ। একটা মানুষ যতই ভালো হোক না কেন, তার চারপাশে এরকম কিছু খারাপ মানুষ থাকলে সে একদিন আর এগুলোর থেকে বের হতে পারবে না। তেমনি আগাছা যদি দ্রুত পরিষ্কার না করা হয়, তাহলে আসল গাছটাই বাঁচতে পারবে না।
আগাছা দ্রুত পরিষ্কার না করলে , এই আগাছাগুলোই আমাদের সম্পত্তি দখল করে নেয় । আর সেই সম্পত্তিতে কোন কিছুই করা যায় না, এই কারণেই দ্রুত আগাছা পরিষ্কার করে ফেলা হয় নিজেদের সম্পত্তি রক্ষার স্বার্থে।
আগাছা দ্রুত পরিস্কার না করলে তো বিপদ। এমন শিকড় বাকড় জন্মাবে যে দেখে মাথাই ঘরে যাবে। হয়তো বা এক সময়ে সেই শিকড় বাকরের জালে আমাদের বিপদও হতে পারে।
ঠিক বলেছেন আপু দ্রুত আগাছা পরিষ্কার না করলে শেষ পর্যন্ত বিপদ হয়ে যাবে। আগাছা ধীরে ধীরে শিকড় বাড়িয়ে তুলবে।
আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কারণ আগাছা গাছের পুষ্টি এবং পানি শোষণ করে নিয়ে যায় যা গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। এছাড়া আগাছা জমিতে রোগ এবং পোকামাকড়ের সংক্রমণও বাড়িয়ে দিতে পারে। তাই জমির স্বাস্থ্য এবং ফসলের ভালো উৎপাদনের জন্য আগাছা দ্রুত পরিস্কার করা জরুরি।