আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বাহ্যিক সুস্থতা দেখে সবাই
হৃদয়ের রক্তক্ষরণ দেখে না কেউ,
আড়ালে থাকে যত যন্ত্রণার নিঃশ্বাস
দেখেও কেউ করে না বিশ্বাস।
তবুও আশান্বিত থাকে হৃদয়
ভালোবাসার মানুষের সম্পর্কে,
তবুও লুকায়িত থাকে অপ্রত্যয়
হৃদয়ের গভীরে যন্ত্রণার শেকড়ে।
লেখক
লেখক এর অনুভূতি:
আমাদের জীবনে কিছু নির্মম সমীকরণ থাকে, যা সম্পর্কের খাতিরে আমরা কখনোই প্রকাশ করতে চাই না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হৃদয়ের ক্ষত যে ভাই যায় না বলা,
নিজের মনের মাঝে বাধেঁ যে বাসা,
আমার কষ্টগুলো আমি ভাই বুঝি,
এমন জ্বালা নিয়ে কি করে বাচিঁ।।
আমায় দেখে সবাই ভাবে কত কিছু,
আমি বুঝি গো ভাই দুঃখই সব কিছু,
দুঃখের মাঝেই আমি করি বসবাস,
কি করে বুঝাবো ভাই কষ্ট কি আমার?
পোড়া অন্তরের খোঁজ কেই বা রাখে!
বাইরের পরিপাটি দেখে সবাই নাচে,
অন্তরালে জমানো একরাশ ব্যথার দীর্ঘশ্বাস
আর যন্ত্রণার সাগরে ডুবে থাকার লড়াকু বিশ্বাস।
স্বপ্ন ও কল্পনায় সদা জাগ্রত এই মন
সদ্য ফোঁটা ভালোবাসাগুলি আগলে যতনে,
তবুও কিছু বুলি থেকে যায় গোপনে
হৃদয়ের মণিকোঠায় একান্তই আপন হয়ে।।
বাস্তবিক দিক কল্পনায় বেমানান,
কঠিন সময়ে হতে হয় শক্তিমান,
স্বপ্নগুলো করতে হলে পূরণ,
কষ্টকে তোমায় করতে হবে আপন।
রক্তিম সূর্য ওই দূর আকাশে,
রাগান্বিত আভাস যেন স্নিগ্ধ বাতাসে।
ঠুনকো জীবনের পাপের বোঝা
না জানি পাপের পাই কি সাজা।
মুখের হাসিতে সবাই মুগ্ধ,
ভেতরের কষ্টে আমি ক্ষিপ্ত।
সবার সামনে সুন্দর আমি,
বেতরের হাহাকারে কাঁদছি আমি।
কেউ তো দেখে না এই কষ্ট
মুখে বললেও বুঝে না তো দুঃখ।
তবুও সবার সাথে সবকিছুই ভালো,
দুঃখ চেপে ছড়িয়ে রেখেছি আলো।
মুখে হাসি হৃদয় ভোরে
এই কথা সে লুকিয়ে ঘোরে
হাটের মাঝে রাত্রি মাপি
পাহারা দেয় মনখারাপী
বৃষ্টি হলে বর্ষা রাণী
কান্না তবু জল মাপেনি
বুকের ভিতর জমছে কথা
তুমিই আমার অক্ষমতা
মনের মাঝে ব্যথা অনেক
তবুও থাকি আনন্দে
এ জীবনে কষ্টের কথা
বলবো কার সনে ,
অন্তরের ব্যথা নিরব নিভৃতে
জমিয়ে রাখি মনে,
নিজের কথা অন্যকে বলতে গেলে
দুঃখ পাবো ক্ষণে ক্ষণে,
আছে কি আর আগের দিন
আছে কি সেই সময়,
দুর্বলতা প্রকাশ করলে
যন্ত্রণার শিকড়ে বাঁধা পড়তে হয় এ জীবনে।
অন্তরে ক্ষরণ, বাহিরে হাসি,
মনে দুঃখ, মুখে খুশি।
গভীরে লুকানো, যন্ত্রণা নীরব,
তবু সবার সামনে, আমি অটল সাবলীল।
প্রতীক্ষায় থাকি, প্রিয়জনের ভালোবাসা,
অপ্রত্যয়ের মাঝে, বাঁচি প্রত্যাশায়।
ভেতরে কাঁদি, বাহিরে হাসি,
এভাবেই বয়ে চলে, জীবনের নদী।
মন জুড়ে ব্যথার পাহাড়
মুখের মাঝে নেই তার রেশ
কষ্টে ভরা জীবন আমার
বুঝবে না কেউ মুখপানে চেয়ে।
আশায় আশায় বুক বেঁধে আছি
পথ পানে তার নিঃশেষ হৃদয়ে
বুক চিড়ে যদি দেখানো যেতো
কতটা কষ্ট সয়ে বেঁচে আছি এখনো।
তোমার দিকে দুচোখ ভরে
রাত আসে না এই শহরে
বুক ফাটানো কান্নাটুকু
ভীষণ জমে যায়
রঙ ধরেছে পাপড়ি জুড়ে
কারণ তুমি অন্তঃপুরে
তোমায় নিয়ে সব সকালে
কবিতা জন্মায়
হৃদয়ের সকল চাওয়া পাওয়া,
প্রিয় মানুষের জন্য।
হৃদয়ের মাঝে বনেছি হাজারো স্বপ্ন
এই স্বপ্ন নিয়েই বেঁচে আছি
মৃত্যু পান্তে দাড়িয়ে।
ভালবাসার আশা নিয়ে পথ চেয়ে থাকি আমি,
ফিরে কি আসবে তুমি ভালোবাসা টানে।