এবিবি ফান প্রশ্ন- ৪৯৯ || স্বল্প কথায় উত্তর দিন, শীতকাল কেমন কাটছে ?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

স্বল্প কথায় উত্তর দিন, শীতকাল কেমন কাটছে ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অসুস্থতায় বেশ কাহিল, আপনার খবর কি?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 hours ago 

শীতকাল দারুণ কাটছে কাঁথা আর সোয়েটারের সাথে লড়াই করে। তাছাড়া গোসল করার সাহস যেন শীতের হাওয়ায় হারিয়ে গেছে।

 13 hours ago 

আমার শীতকাল কাটছে ফাটাফাটি, হাঁটাহাঁটি,দৌড়াদৌড়ি আর ঘুমিয়ে ঘুমিয়ে।☺️☺️

 12 hours ago 

তাহলেতো জম্পেশ কাটাচ্ছেন আপু।

 10 hours ago 

হুম বলতে পারেন😢

 7 hours ago 

শীতকালে ঘুমানোর মধ্যে একটা আলাদা মজা রয়েছে।

 5 hours ago 

ঠিক বলেছেন👍

 2 hours ago 

বেশ ভালো আপু।

 5 minutes ago 

☺️

 1 hour ago 

তবে ঘুমটাই বেস্ট হয় শীতকালের।

 5 minutes ago 

এটা ঠিক

 9 hours ago 

শ্বাস কষ্ট, এলার্জি আর হপিং কাশি সব এসে আমার বাসায় মেহমান হয়ে বসে আছে। তাহলে বুঝেই নেন যে আমার শীতকাল কেমন কাটছে। হি হি হি

 2 hours ago 

বুঝতে পারছি বেশ অসুবিধার ভিতরে আছে আপনি আপু।

 5 hours ago 

স্বল্প কথায় উত্তর দিন, শীতকাল কেমন কাটছে ?

আমার শীতকাল এককথায় দুর্দান্ত কাটছে। শ্বাশুড়ির হাতের মজার মজার পিঠা এবং ওয়াইফের হাতের গরম গরম ভাজাপোড়া খেয়ে। আমি তো সারাক্ষণ ভাবি, ১২ মাস শীতকাল থাকলে বেশি ভালো হতো😂😂।

 2 hours ago 

এখন বুঝছি ভাই মানুষ বিয়ে করার জন্য এতো পাগল হয় কেন।

 2 hours ago 

এখন যেহেতু বুঝতে পেরেছেন,তাহলে বিয়েটা এই শীতেই করে ফেলুন ভাই হা হা হা।

 1 hour ago 

তাহলে সব সময় শীতের পিঠা খেতে পারতেন বুঝতে পারছি।

 1 hour ago 

হ্যাঁ শীতের পিঠা বেশ ভালোই খাওয়া হচ্ছে। যদিও আমি মিষ্টি জাতীয় পিঠা খুব কম খাই।

 13 hours ago 

বউ নাই,টাকা নাই,গাড়ি নাই,বাড়ি নাই এক কথায় যাচ্ছেতাই অবস্থা।

 12 hours ago 

আহারে,এর চেয়ে কষ্ট কি হতে পারে😝😝।সবচেয়ে অসুখী মানুষ

 11 hours ago 

এই শীতে আপনাকে একটা বিয়ে করিয়ে দেওয়া দরকার 😅🤠।

 11 hours ago 

আর বলেন না, তাহলে আমার বাংলা ব্লগশব্দের অপমান হবে আর সঙ্গে ভিখারীগুলি দাঁত বের করে হাসবে।☺️☺️

 2 hours ago 

এভাবে বললে আমরা কষ্ট পাই আপু।

 6 minutes ago 

কষ্ট নিবারণের জন্য puss রয়েছে ভাইয়া।

 7 hours ago 

তাহলে তো খুবই কষ্টের বিষয় ভাই।

 2 hours ago 

ভাইয়ের অবস্থা আমার মতোন, চলেন ভাই আমরা দুজন মঙ্গল গ্রহে ঘুরে আসি।

 12 hours ago (edited)

স্বল্প কথায় উত্তর দিন, শীতকাল কেমন কাটছে ?

আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে ঠান্ডা, জ্বর, কাশি নিত্য দিনের সঙ্গী

 41 minutes ago 

একদম ঠিক বলেছেন ভাই আমাদের পরিবারে তো একজন সুস্থ হয়ে উঠছে আরেকজনের হচ্ছে।

 11 hours ago 

স্বল্প কথায় উত্তর দিন, শীতকাল কেমন কাটছে ?

আমার তো একেবারে বিন্দাস কাটছে শীতকাল 🥰🤗।

 11 hours ago 

আলহামদুলিল্লাহ ভালো এইবারের শীত অনেক ভালো কাটছে, আল্লাহর রহমতে ঠান্ডা শর্দি হয়নি এবার।

 10 hours ago 

এক কথায় ফাটাফাটি। এতো বাতাসের শুষ্কতা বেড়েছে পা ফেটে চৌচির। তবে এসবে কে পাত্তা দেয়? শীত আমি সব দিক থেকেই উপভোগ করছি। প্রিয় ঋতু যে৷ কফি, সিনেমা, ঘোড়দৌড়, কবিতা গদ্য... আহ জীবন এখন হিমালয়।

 9 hours ago 

তাহলেতো শীতকাল পুরোটাই মুক্তগদ্য কাটছে আপু।

 10 hours ago 

যাঁর বউ নাই তাঁর আবার শীতকাল কেমন কাটবে তা তো বোঝাই যাচ্ছে। তাও বলবো যে সিংগেল আছি বিন্দাস আছি।প্যারা নাই মামা শুধু চিল হবে।

 7 hours ago 

বাড়িতে বলবো নাকি বিয়ে দিয়ে দিতে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103665.42
ETH 3302.15
SBD 4.34