এবিবি-ফান প্রশ্ন- ৯৪ || গোল দিতে এতো মজা লাগে কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গোল দিতে এতো মজা লাগে কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদেরটা শুনতে আগ্রহী। নিজেরটা মনেই থাক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ গোল দিয়েই একমাত্র জেতা যায়,আর জিতলে মজা তো লাগবেই।
বাহ বেশ সহজে ভালো একটা উত্তর দিলেন তো।
অনেক ধন্যবাদ ভাইয়া😊.
মানুষের কাজই তো অন্যের কষ্ট দেখে মজা নেওয়া। অন্যের গায়ের উপর পাড়া দিয়ে উপরের দিকে ওঠা। আর গোল দিলেই প্রতিপক্ষের লোকের মুখে যে কষ্টের ছায়া বাসা বাঁধে সেটা দেখলেই অন্য পক্ষের মুখে হাসি ফোটে। এই জন্যই গোল দিলে মজা লাগে আর কি।
আমরা সবাইকে খাওয়াতে বিশ্বাসী। তাই গোল খাওয়াতেও সবার ভালো লাগে। 🤪🤪
খাওয়াতে বিশ্বাসী সেটা কিভাবে বুঝবো আপু? এখন পর্যন্ত তো কোনো দাওয়াত পেলাম না। হা হা হা
গোল দিলে নিজে জেতা যায়।আর অন্যকে হারানো যায়।তাই গোল দিতে মজা লাগে😊।
কারন অন্য মানুষের উন্নতি আমাদের সহ্য হয় না। কেউ ভাল অবস্থানে আছে ,সেটা দেখলে আমাদের শরীর জ্বালা পুড়া করে। তাই যে কোন ভাবে গোল দিয়ে তাকে ডাউন করতে পারলে আমরা মনের মাঝে ভীষন শান্তি পায়। তাই গোল দিতে এতো মজা লাগে, হি হি হি।🤪🤪🤪🤪
একেবারে বাঙালির মনের কথা বলেছেন।
গোল দিতে পারলেই অন্য কাউকে হারা যায় , এবং নিজে জেতার সম্ভাবনা থাকে , তাই গোল দিতে পারলে এতো মজা লাগে ৷
সব মজা তো গোলের মধ্যেই।তাই দিতে ও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে।
গোলকিপার জার্মানির সেই জন্য গোল দিতে এত মজা লাগে ।
জার্মানির গোলকিপারের কিন্তুু গোল খাওয়ার অভিজ্ঞতা কম অন্যদের থেকে।
গোলে থাকে উত্তেজনা
আনন্দে ভরপুর,,
গোলে থাকে বিজয় উল্লাস
উম্মাদনার সুর।
তাইতো এত মজা গোলে
বুঝেছ নিশ্চয়,,
আর্জেন্টিনা গোল করে
আনবে আবার জয়।
গোলের মধ্যে আনন্দ আর
গোলেই পরাজয়,,
গোল করলে বিশ্বকাপ ও
নিজের হয়ে যায়।
♥♥
অসাধারণ লিখেছেন আপু। দারুন হয়েছে কবিতাটা।
গোল মানেই তীব্র উত্তেজনা এবং উচ্ছাস। গোল একটি দলকে নিয়ে যায় বিজয়ের দ্বারপ্রান্তে, তাইতো গোল দিতে ভীষণ মজা।