আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

বিধাতার এক অপরূপ সৃষ্টি তুমি।
তোমাতে সদায় আমি মগ্ন।
তুমি থাকো সর্বদা আমার মনের আবডালে।
হারাতে চাইনা তোমায় কোন কালে।

লেখক

@nevlu123

লেখক এর অনুভূতি:

ভালোবাসার মানুষকে নানান উপমায় কাছে পেতে মন চায়। আর সেটারই কিছু বহিঃপ্রকাশ এই কবিতায় তুলে ধরা হলো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 months ago 

তোমাকে ভালোবাসি বলেই তো দিয়েছি মন
বিধাতার সৃষ্টি তুমি আমার
অনেক আপন জন ,
হৃদয়ের রং তুলিতে স্বপ্ন আঁকি,
আমার অনুভূতি ও ভাবনায়
হিয়ার মাঝে তোমার ছবিটি আঁকি।
তুমি আছো তুমি থাকবে,
আমার স্বয়নে স্বপনে।

 4 months ago 

যাকে ভালোবাসা যায় তার ছবি সব সময় হৃদয়ে থেকে যায়। অনেক সুন্দর লিখেছেন দিদি পড়ে ভালো লাগলো।

 4 months ago 

তুমি যেন একটি সুর
হৃদয়ে বাজো সব সময়,
তোমার প্রতিটি হাসিতে, যেন
জীবন নতুন রং ছড়ায় ।

তুমি আমার ভাবনার গহীনে,
অনন্তকাল টিকে থাকো,
এমনি করে আমায় তুমি
তোমার মাঝেই রাখো।

 4 months ago 

তুমিই সুখ তুমিই রঙের ছটা
শিউলি ফুলে সাজাও সকালের ঘটা

গভীর থেকে অনন্তে তুমি ধরে রেখেছ হাত
আহ্লাদের স্বরে জানিয়ে দিই আমিই পক্ষপাত

সংবিধান আছে যত তোমায় ঘিরে সেসব
আমিই ভাঙি আমিই গড়ি তবুও সাধারণ কলরব৷

 4 months ago 

বাহ্ দিদি চমৎকার ছন্দে ছন্দে অনু কবিতা পড়লাম খুব ভালো লাগলো।

 4 months ago 

তুমি এক অপূর্ব মায়াময় মূর্তি
তোমার জন্য বিভোর এই মন,
তোমার বসত আমার অন্তরের মণিকোঠায়
সর্বদা পেতে চায় তোমার মনের জীবন সঙ্গীতায়।

তোমার জন্য হৃদয়ে হয় কম্পন সৃষ্টি
তুমি আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি,
তোমার কাছে সোনালী রোদও ফিকে
সবগুলো চঞ্চলতা তোমাকেই ঘিরে।।

 4 months ago 

ভালোবাসার মানুষের জন্য হৃদয়ে অনেক কিছুই ঘটে। দিদি আপনার স্বরচিত অনু কবিতা খুব ভালো লাগে আমার কাছে।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ দাদা,অনুপ্রেরণা পেলাম।

 4 months ago 

এই নিশীথের গভীরে
তুমি আমার উজ্জ্বল আলোর শিখা,
তোমার মিষ্টি মধুর হাসিতে তাই,
খুঁজে পাই আমি শান্তির দিশা।
স্বপ্নের দেশে তুমি আমার প্রথম ভালোবাসা,
তোমার ছোঁয়ায় মিলেছে,
আমার জীবনের সকল আশা।

 4 months ago 

ভালো হয়েছে ভাই।।

 4 months ago 

ভালোবাসার মানুষের হাসিতে অনেক কিছুই লুকিয়ে থাকে। অনেক সুন্দর অনু কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

 4 months ago 

রাখবো তোমায় যতন করে
দেখবে পুরো ভবন
তোমার প্রেমে ভরবে যে মন
কাঁদবে দু নয়ন।।

থেকো তুমি পাশে আমার
যেও না কো ছেড়ে
তোমার বুকে রেখে মাথা
কাটবে সারাজীবন।।

 4 months ago 

বাহ দারুন লিখেছেন তো আপু।

 4 months ago 

তোমার চোখে স্বপ্নগুলো,
আমার মনে আঁকি ছবি।
তোমার ছোঁয়ায় জাগে প্রাণ,
ভালোবাসায় মুগ্ধ আমি।

তোমার হাসিতে হারাই আমি,
তোমার সুরে বাজে গান।
তুমি ছাড়া অন্ধ এ মন,
তুমিই হলে আমার জান।

 4 months ago 

ভালোবাসার মানুষকে ছাড়া জীবন সবসময় অন্ধকার থাকে। ভালোবাসার মানুষ যখন জীবনে আসে তখন জীবন উজ্জ্বল হয়ে যায়। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো।

 4 months ago 

সত্যি বলেছেন ভালবাসা মানুষের জীবনকে অনেক আনন্দমত করে তোলে তাই প্রতেক্যের উচিৎ কাউকে না কাউকে সব সময় ভালবাসা। তাই সে হোক স্ত্রী, হোক মা, হোক স্বামী, হোক সন্তান। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 4 months ago 

তোমায় সৃষ্টি করেছে বলেই আমি পেয়েছি
এক টুকরো হিরার টুকরো।
তোমায় আমি রাখিবো বেঁধে,
আমার মনের এক কোণে।
তোমাকে পেয়েছি বলেই আজ আমি
পেয়েছি উপহার এক অনন্ত সুখের জীবন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 106036.78
ETH 3340.02
SBD 4.43