আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বিধাতার এক অপরূপ সৃষ্টি তুমি।
তোমাতে সদায় আমি মগ্ন।
তুমি থাকো সর্বদা আমার মনের আবডালে।
হারাতে চাইনা তোমায় কোন কালে।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার মানুষকে নানান উপমায় কাছে পেতে মন চায়। আর সেটারই কিছু বহিঃপ্রকাশ এই কবিতায় তুলে ধরা হলো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমাকে ভালোবাসি বলেই তো দিয়েছি মন
বিধাতার সৃষ্টি তুমি আমার
অনেক আপন জন ,
হৃদয়ের রং তুলিতে স্বপ্ন আঁকি,
আমার অনুভূতি ও ভাবনায়
হিয়ার মাঝে তোমার ছবিটি আঁকি।
তুমি আছো তুমি থাকবে,
আমার স্বয়নে স্বপনে।
যাকে ভালোবাসা যায় তার ছবি সব সময় হৃদয়ে থেকে যায়। অনেক সুন্দর লিখেছেন দিদি পড়ে ভালো লাগলো।
তুমি যেন একটি সুর
হৃদয়ে বাজো সব সময়,
তোমার প্রতিটি হাসিতে, যেন
জীবন নতুন রং ছড়ায় ।
তুমি আমার ভাবনার গহীনে,
অনন্তকাল টিকে থাকো,
এমনি করে আমায় তুমি
তোমার মাঝেই রাখো।
তুমিই সুখ তুমিই রঙের ছটা
শিউলি ফুলে সাজাও সকালের ঘটা
গভীর থেকে অনন্তে তুমি ধরে রেখেছ হাত
আহ্লাদের স্বরে জানিয়ে দিই আমিই পক্ষপাত
সংবিধান আছে যত তোমায় ঘিরে সেসব
আমিই ভাঙি আমিই গড়ি তবুও সাধারণ কলরব৷
বাহ্ দিদি চমৎকার ছন্দে ছন্দে অনু কবিতা পড়লাম খুব ভালো লাগলো।
তুমি এক অপূর্ব মায়াময় মূর্তি
তোমার জন্য বিভোর এই মন,
তোমার বসত আমার অন্তরের মণিকোঠায়
সর্বদা পেতে চায় তোমার মনের জীবন সঙ্গীতায়।
তোমার জন্য হৃদয়ে হয় কম্পন সৃষ্টি
তুমি আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি,
তোমার কাছে সোনালী রোদও ফিকে
সবগুলো চঞ্চলতা তোমাকেই ঘিরে।।
ভালোবাসার মানুষের জন্য হৃদয়ে অনেক কিছুই ঘটে। দিদি আপনার স্বরচিত অনু কবিতা খুব ভালো লাগে আমার কাছে।
অসংখ্য ধন্যবাদ দাদা,অনুপ্রেরণা পেলাম।
এই নিশীথের গভীরে
তুমি আমার উজ্জ্বল আলোর শিখা,
তোমার মিষ্টি মধুর হাসিতে তাই,
খুঁজে পাই আমি শান্তির দিশা।
স্বপ্নের দেশে তুমি আমার প্রথম ভালোবাসা,
তোমার ছোঁয়ায় মিলেছে,
আমার জীবনের সকল আশা।
ভালো হয়েছে ভাই।।
ভালোবাসার মানুষের হাসিতে অনেক কিছুই লুকিয়ে থাকে। অনেক সুন্দর অনু কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
রাখবো তোমায় যতন করে
দেখবে পুরো ভবন
তোমার প্রেমে ভরবে যে মন
কাঁদবে দু নয়ন।।
থেকো তুমি পাশে আমার
যেও না কো ছেড়ে
তোমার বুকে রেখে মাথা
কাটবে সারাজীবন।।
বাহ দারুন লিখেছেন তো আপু।
তোমার চোখে স্বপ্নগুলো,
আমার মনে আঁকি ছবি।
তোমার ছোঁয়ায় জাগে প্রাণ,
ভালোবাসায় মুগ্ধ আমি।
তোমার হাসিতে হারাই আমি,
তোমার সুরে বাজে গান।
তুমি ছাড়া অন্ধ এ মন,
তুমিই হলে আমার জান।
ভালোবাসার মানুষকে ছাড়া জীবন সবসময় অন্ধকার থাকে। ভালোবাসার মানুষ যখন জীবনে আসে তখন জীবন উজ্জ্বল হয়ে যায়। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো।
সত্যি বলেছেন ভালবাসা মানুষের জীবনকে অনেক আনন্দমত করে তোলে তাই প্রতেক্যের উচিৎ কাউকে না কাউকে সব সময় ভালবাসা। তাই সে হোক স্ত্রী, হোক মা, হোক স্বামী, হোক সন্তান। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
তোমায় সৃষ্টি করেছে বলেই আমি পেয়েছি
এক টুকরো হিরার টুকরো।
তোমায় আমি রাখিবো বেঁধে,
আমার মনের এক কোণে।
তোমাকে পেয়েছি বলেই আজ আমি
পেয়েছি উপহার এক অনন্ত সুখের জীবন।