এবিবি ফান প্রশ্ন- ২৩৯ || প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে কোথায় যাবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্ন:

প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে কোথায় যাবেন?

প্রশ্নকারীঃ

@tangera

প্রশ্নকারীর অভিমতঃ

নৌকায় আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে প্রিয়জন তাহলে তো কোন কথাই নেই। আমি তো সোজা বাংলাদেশে চলে যাব প্রিয়জনের সাথে ঘুরতে।এবার আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে কোথায় যাবেন?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে দামোদর নদীতে নিয়ে যাবো আর কাশফুল দেখবো মন ভরে ও তুলবো দুইহাত ভরে।কারণ এই নদী ছোট হলেও চারিপাশে সাদা কাশফুলে ছেয়ে থাকে, যেন মনে হয় শুভ্র রঙের সেই শিবের কৈলাশ পর্বতে ঘুরছি।জেলেরা মাছ ধরে ছোট ছোট নৌকায় আর নদীর মাঝে কোথাও কোথাও উঁচু বালুর ঢিবি।

 last year 

প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে কোথায় যাবেন?

টানা মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তা ঘাটে অনেক পানি জমে গিয়েছে আপু। তাই ভাবছি রাস্তায় নৌকা ভাসিয়ে দিবো🤣। আমি নৌকা চালাবো, আর প্রিয়জন আমার পাশে বসে রাস্তা ঘাটের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করবে এবং বুট ভাজা খাবে 🤣।

 last year 

নৌকা নিয়ে ঘুরতে বেশিদুর যেতে হবে না।একটু বৃষ্টি হলেই ঢাকার রাস্তা ভেনিসের মত পানির তলায় চলে যায়,তখন দুইজন মিলে নৌকা নিয়ে রাস্তা নেমে পড়ব। এতে ঘোরাও হবে, আবার যাত্রী পরিবহন হবে। যাত্রীর থেকে পাওয়া টাকা দিয়ে দুইজন কাচ্চি খেয়ে বাড়ি ফিরব।

Posted using SteemPro Mobile

 last year 

আমি প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে,ঢাকা শহরের সমুদ্রে যাবো। কারন বৃষ্টি হলে ঢাকা শহরের ভিতরে নৌকা চলাচল করতে দেখা যায়। আর যখন গাড়ি চলাচল করে তখন সমুদ্রের মত ঢেউ দেখা যায়। বাসার সামনে এত বড় সমুদ্র থাকতে দুরে যাওয়ার প্রশ্নই আসে না,হা হা হা ।🤣🤣🤣

আপনাকেও ঢাকা শহরের সমুদ্র ভ্রমনের আমন্ত্রন জানাচ্ছি,হি হি হি।😆

 last year 

ঢাকা শহরের রাস্তায় নৌকা চলাচল করতে দেখলেই লাফিয়ে উঠে পড়বেন। কারণ এই সুযোগ বারবার আসবে না। 😅😅😅

 last year 

প্রিয় মানুষটিকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে অবশ্যই কোন বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী নিয়ে যাব, নিজের যতটুকু আছে তাই দিয়ে। অন্যের উপকার করার মাঝে অনেক বেশি আনন্দ আমি পাই।নৌকায় করে ঘুরতে যাওয়া আনন্দটুকু ও পাবো আবার সাহায্য করার পর অসহায় মানুষের মুখের হাসিটুকুতেও আনন্দ পাবো।ডাবল আনন্দ। 🥰🥰

 last year (edited)

আমার প্রিয়জন সাঁতার জানে না, সে নৌকায় চড়তে ভয় পায়। অনেকবারই ভেবেছি গঙ্গা নদীতে নৌকায় করে দুজনে একসাথে ঘুরবো কিন্তু সেই স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল! বাস্তবে রূপান্তরিত আর হলো না। এই কারণে মনের দুঃখ মনে রেখে, নৌকায় করে ঘোরাঘুরির কথা আমি আর মাথায় আনতে পারি না।

 last year 

এতো দুঃখ নিয়ে বেঁচে থাকা ঠিক নয় ভাই জীবন তো একটাই 😀😃প্রিয়জনকে সাঁতার শিখিয়ে ফেলুন।

 last year 

হ্যাঁ ভাই এই ব্যাপারটা আমিও ভেবে দেখেছি প্রিয়জনকে সাঁতার শেখাতে হবে। তবে সাঁতার শেখানোর জন্য উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না।

 last year 

দেশের যে বর্তমান পরিস্থিতি, নৌকা নিয়ে কেন প্রাইভেটকার নিয়েও শান্তি নেই। তাই নৌকা নিয়ে দেশে নয় বরং নৌকায় দুটো ডানা লাগিয়ে আকাশে আকাশে ঘুরে বেড়াবো। 🤣🤣

 last year 

ভাই বাংলাদেশে তো রাজনীতির নৌকার জোয়ার চলছে! 🤭🤭 সবাইকে এখন নৌকার তালে তালে চলতে হচ্ছে। পাখা আর নৌকায় লাগাতে হবে না, সব নৌকা এমনিই উড়ে বেড়াচ্ছে।

 last year 

ভাইয়া ডানা ওয়ালা নৌকা আমাকে ভাড়া দিয়েন আমিও ঘুরতে বের হবো 😁।

 last year 

আচ্ছা ঠিক আছে নিয়ো🤣🤣

 last year 

এটা কিন্তু দারুণ বলেছেন ভাই, 😂😂😂। খুব মজা পেলাম পড়ে।

 last year (edited)

প্রিয়জন কে নিয়ে নৌকায় ঘুরতে গেলে কোথায় যে যাবো সেটাই তো ভাবছি। আরে নৌকায় ঘুরবো আর প্রেম করবো তাতে ও শান্তি কোথায়? আজ কাল তো ডিজিটাল যুগ, তাই প্রেম করতে গেলে ব্ল্যাক মেইল এর কোবলে পড়তে হয়। তখন ঘুরার সখ বাদ দিয়ে নিজের সব কিছু দিয়ে আসতে হয়। তাই প্রিয় জন কে নিয়ে নৌকায় ঘুরতে মনে চাইলে নিজের বাসায় একটি সুইমিং পুল বানিয়ে তাতেই নৌকায় করে ঘুরবো। হি হি হি

 last year 

বেশ ভালো বলেছেন, আপু সব কাজই নিরাপত্তা প্রদান। আগে সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবে নৌকা নিয়ে প্রেম করতে যাবেন তাই না?

 last year 

প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে আমি ঢাকাইয়া নদীতে নিয়ে যাবো। এই নদী যেমন তেমন নদী না। বছরে একবার এই নদী দেখা যায়। আজকাল শুনছি জলপরী ও দেখা যাচ্ছে এই নদীতে। প্রিয়জনকে নিয়ে আমি এই নদীতে ঘুরতে যাব নৌকা ভ্রমণ হবে জলপরী ও দেখা হবে হা হা হা।

 last year 

জলপরী দেখে আপনার প্রিয়জনকে নদীর মাঝে রেখে আপনি জলপরীকে নিয়ে আসবেন নাকি ? 😃😀

 last year 

সুযোগ যদি পাই হাত ছাড়া কেনো করবো ভাই। সুযোগ হাত ছাড়া করতে নেই😁😁

 last year 

প্রিয়জনকে নিয়ে নৌকায় ঘুরতে গেলে লন্ডন চলে যাব৷
প্রথমে নৌকা নিয়ে বঙ্গোপসাগর এ যাব৷ তারপর সে সাগরে দুজনে মিলে একসাথে গল্প করতে করতে অপরুপ সৌন্দর্য লন্ডন দেখতে। সেখানে নৌকায় পানি ডুকে ডুবে যাওয়ার অবস্থা হলে সেখানে পারমানেন্ট থাকার সিদ্ধান্ত নিয়ে নিব।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.033
BTC 88099.99
ETH 3066.40
USDT 1.00
SBD 2.73