এবিবি-ফান প্রশ্ন- ৩৭১|| আলাদিনের জ্বীন যদি আপনাকে তিনটা ইচ্ছা দিত, তাহলে আপনি কি কি চাইতেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আলাদিনের জ্বীন যদি আপনাকে তিনটা ইচ্ছা দিত, তাহলে আপনি কি কি চাইতেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি আর কি চাইতাম আমি তো খুশিতেই পাগল হয়ে যেতাম। তাই আপনাদেরটা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
৩০ বছর আলাদিনের চেরাগের সন্ধান করলাম বাট পেলাম না। যদি আলাদিনের চেরাগের জ্বীনের সন্ধান পায় তাহলে আমি তার একটা পরীক্ষা নিব, জিনের হাতে এক লিটার সরিষার তেল ধরিয়ে দিয়ে কুকুরের বাঁকা লেজ সোজা করার দায়িত্ব দিব। যদি সে কুকুরের বাঁকা লেজ সোজা করতে পারে, তখনই আমি তার কাছে তিনটা ইচ্ছা প্রকাশ করব। আর না পারলে তাকে অক্ষম বলে প্রমাণ করে দিব ☺️
বেচারা কুকুরদের বাঁকা লেজ এর পেছনে কেন পরলেন ভাই! 😂😂
আপনি এতদিন যাবত আলাদিনের প্রদীপ এর খোঁজ করছেন সেটা তো আমার জানা ছিল না ভাই।
১) কলকাতায় তুষারপাত চাই
২) বাড়ির সামনে দারোয়ান হিসাবে দুজন লম্বা চওড়া তুষার মানব চাই।
৩) বাড়িতে একটা স্বেতভল্লুক পুষতে চাই 🤣🤣
আপনি তো দেখছি একদম ঠান্ডা নিয়ে পড়ে গিয়েছেন ভাইয়া এত ঠান্ডার প্রয়োজন কেন?
ভালো একটি চিন্তা চেতনা আপনার। আপনার ইচ্ছে গুলো আলাদিনের জ্বীন দিয়েও পূরণ করা সম্ভব কিনা সন্দেহ 🤣
১. সর্বপ্রথম নিজের ক্রাশকে বিয়ে করে নিতাম।
২. দাদার মতো নিজের প্রচুর পরিমাণে স্টিম পাওয়ার তৈরি করে নিতাম।
৩. একটা ইচ্ছা অবশিষ্ট রাখতাম ভবিষ্যতে যদি কোন বিপদগ্রস্ত হই তাহলে সেই ইচ্ছাটা তখন পূরণ করতাম।
তাহলে তো দেখছি আলাদিনের জ্বীন আপনার কাছে এখনই পাঠিয়ে দিতে হবে ভাই প্রথম ইচ্ছাটা পূরণ করার জন্য।
আলাদিনের জ্বীনের সহযোগিতা ছাড়া কি নিজের ক্রাশকে বিয়ে করতে পারবেন না? 🤣🤣🤣🤣
আলাদিনের জ্বীন যদি আমাকে তিনটা ইচ্ছা দিত, তাহলে আমি চাইতাম---
1.স্টিমের দাম অনেক বাড়িয়ে দিতে।
2.সুন্দর একটি ছেলে আমার জন্য পাঠিয়ে দিতে যাকে আমি বিয়ে করবো।☺️☺️
3.আর পৃথিবীটা যেন দূষণমুক্ত হয়ে সবুজে সবুজময় হয়।
বোন, তোমার ইচ্ছা গুলো বেশ ভালই ছিল, বিশেষ করে দুই নাম্বার ইচ্ছাটা। হেহেহে.. 🤭🤭
😉😉
যাক তাহলে তো আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস আলাদিনের জ্বীন এর কাছে চাইবেন দেখছি আপু।
☺️☺️
আলাদিনের জ্বীনকে দিয়ে বিয়ের জন্য পাত্র নির্ধারণ করবেন। বাহ! অসাধারণ চিন্তাধারা আপনার।
☺️☺️
১) সারা পৃথিবী বিনে পয়সায় ঘুরতে চাই
২) জ্বিন যেন রোজ এসে আমায় হাজিরা দেয়। আর জিজ্ঞেস করে "বান্দা হাজির হ্যায়, আপনার আজ কি চাই ম্যাডাম, আমি পূরণ করব"।
৩) রাজনৈতিক নেতারা যখনই কথা বলবেন সব সত্যি গড়গড় করে এমনিই যেন বলে দেন।
বাহ অনেক সুন্দর বলেছেন রাজনৈতিক নেতারা যদি সত্য কথা বলে তাহলে তো দেশটা সুন্দর হয়ে যাবে।
বাহ! বেশ ভালো চিন্তাধারা আপনার। স্বপ্ন সে তো মরীচিকা।
আমার চাওয়া তিনটা ইচ্ছা হল:
১. আমি বাদে সে অন্য কারোর কোন ইচ্ছা পূরণ করতে পারবে না।
২. আমার সকল ইচ্ছাই সব সময় সে পূরণ করবে।
৩. আমাকে ইচ্ছা মৃত্যুর বরদান দেবে।
একাই নিয়ে নিবেন আলাদিনের জিনকে!!!!!!
হেহেহে...😂😂 সেরকমই তো প্ল্যান করেছিলাম আপু। 🤭🤭
ওরে বাবারে এতো দেখছি আপনি একাই সবকিছু নিয়ে নেবেন।
হ্যাঁ ভাই, সেরকম পরিকল্পনাই করেছিলাম। হেহেহে..🤭🤭 । তবে আমি পেলে আপনাদেরও কিছু কিছু দেব ভাই ।
তাইতো আলাদিনের জ্বীন কখনো আপনার কাছে আসবে না। 😎😎😎
না আসলে কি আর করা যাবে ভাই। 🤭🤭
যদিও এটা কখনো সম্ভব না তবে এরকম যদি হয় তাহলে তো আমি বলবো "তুই এতদিন কোথায় ছিলি ভাই আমি তো তোর অপেক্ষায় ছিলাম😅।"
আর আমার চাওয়া তিনটা ইচ্ছা হলো:-
১, আমাকে যেন অদ্ভুত একটা শক্তি দেয় যে যেটার মাধ্যমে আমি সবকিছুই করতে পারবো।
২, করতে ইচ্ছা গরিব মানুষকে সাহায্য করার জন্য বলে দিতাম তাকে।
৩, আর পৃথিবীর সব মানুষ যেন হিংসা, স্বার্থ, অহংকার এগুলো ছেড়ে ভালো মানুষ হয় এটাই বলতাম।
গরিব মানুষ কে সাহায্য করার ইচ্ছাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।
এরকম হলে তো আমি সর্বপ্রথম তাকে বলতাম আমাদের পৃথিবীতে যত গরিব মানুষ রয়েছে তাদের সবাইকে ভালো কোন কিছু করার সুযোগ করে দিতে। যেন তারা নিজেদের সংসার চালিয়ে ভাবে থাকতে পারে।
প্রত্যেকটা বেকার কে যেন ভালো কিছু করার সুযোগ করে দেওয়া হয়।
আর স্টিমের দাম যেন অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয়🤑।
আমার এগুলো হলেই চলবে। আমার আবার তত বেশি লোভ নেই 😁😎
এটা খুবই ভালো একটা চাওয়া যদি বেকারদের কে ভালো কিছু সুযোগ করে দেয়া যায় তাহলে আসলেই অনেক ভালো হয়।
১.প্রথমেই জ্বীনকে বলতাম আমাদের বড় দাদা যাতে সবসময় চাপমুক্ত থাকতে পারে, সেই ব্যবস্থা করতে। কারণ দাদা সবসময়ই বেশ চাপে থাকে🤣🤣।
২.বিটকয়েন এর দাম ২ লাখ ডলার করে দিতে। তাহলে তো স্টিমের দাম আগুন হয়ে যাবে 😂।
৩. মঙ্গল গ্রহে আমার জন্য খুব সুন্দর একটি বাংলো বাড়ি তৈরি করে দিতে 😂।
বিঃদ্রঃ আমার ইচ্ছে আসলে বেশি না। এতটুকু হলেই হয়ে যায় আর কি 😂😂।
আপনি বিটকয়েনের দাম বৃদ্ধি না করে একবারে স্টিমের দাম ১০০ ডলার করে দিতে বলবেন।
ঠিক আছে ভাই এখনই বলে দিচ্ছি 😂। সত্যি সত্যি যদি সম্ভব হতো তাহলে স্টিমের দাম ৫০০ ডলার করে দিতে বলতাম 🤣।
তাহলে তো খুবই মজা হতো ভাই।
১| একটা জাদুর কাঠি যা দ্বারা সব সম্ভব।
২|সারাদেশ ভ্রমণ করার জন্য একটা চাদর।
৩|যাদের মধ্যে বিবেচনা বোধ নাই তাদের শায়েস্তা করার ব্যবস্থা করা।
বিবেচনা পদটা থাকা অত্যন্ত জরুরী না হলে আস্তে আস্তে সমাজটা নষ্ট হয়ে যাবে।