এবিবি ফান প্রশ্ন- ৫১০|মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে এবং সেটা কেনো?(খুন,মারামারি বাদে)

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় ক্ষমা করে দেওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ হতে পারে।তবে অবশ্যই তা সবসময় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 days ago 

মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সময় মতো আইনের আশ্রয় নেওয়া।কারন এতে খুন,মারামারি আগে থেকেই আটকানো যাবে জটিল সমস্যার সৃষ্টির পূর্বে।😊

 5 days ago 

আইনের মাধ্যমে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলে হবে,তাই না আপু।

 5 days ago 

হাহাহাহ।।।।

 5 days ago 

শ্বশুরবাড়ি নয় মামাবাড়ি আপু☺️☺️.

 5 days ago 

আপু জেলে লাল ভাত খাইতে হবে।

 5 days ago 

জেলে লাল ভাত খেতে হবে কিনা জানি না তবে সাদা ও লাল সুতোর পার্থক্য ঠিক বুঝবে ভাইয়া।

 5 days ago 

আপু জটিল সমস্যা টাকা দিয়ে সমাধান করা যায়।

 5 days ago 

ভাইয়া, সেটা হয় কিন্তু প্রতিশোধ তো আর টাকার বদলে নেওয়া যায় না।

 5 days ago 

মানুষের প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে আরও সফল, সুখী ও শক্তিশালী করে তোলা, যাতে শত্রু অন্তর্জ্বালায় পুড়ে যায়। মারামারি নয়, বরং নিজের উন্নতি ও সম্মান অর্জনই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, কারণ সে চেয়েছিল আপনাকে দুর্বল করতে, কিন্তু আপনি আরও উজ্জ্বল হয়ে উঠলেন!

 5 days ago 

আপনি ঠিক বলেছেন।

 5 days ago 

আপনার কথাগুলো একদম বাস্তব।

 5 days ago 

একদম ঠিক কথা বললেন আপু। আমিও এটাই মনে করি।

 5 days ago 

মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে এবং সেটা কেনো?(খুন,মারামারি বাদে)

বাসায় দাওয়াত দিয়ে পোলাও মাংস সহ মজার মজার খাবার খাওয়াতে হবে। তাহলে শত্রুও বন্ধু হয়ে যাবে। এর চেয়ে ভালো প্রতিশোধ আর হতে পারে না 😂😂।

 6 days ago (edited)

মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে এবং সেটা কেনো?

আপনার সাথে অন‍্যায় করলে ক্ষমা করবেন,কিন্তু ভুলবেন না। আর যদি কখনও সামনাসামনি দেখা হয় তার দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিবেন।

সে নিজের শাস্তি নিজেই পেয়ে যাবে।

 5 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া এটা কিন্তু দারুণ প্রতিশোধ হবে। আসলে মাঝে মাঝে হাসির আড়ালেও প্রতিশোধ লুকিয়ে থাকে।

 5 days ago 

কর্মের ফল ভোগ করবে এটাই নিয়ম।

 5 days ago 

জি ভাই, হাসির মাঝেই প্রতিশোধের সৌন্দর্য।

 5 days ago 

ঘরে একটা বউ থাকতে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেওয়া সবচেয়ে বড় প্রতিশোধ। পরে বুঝবে বেটা মাসে কয়দিন যায়। 😆

 5 days ago 

আপনি তো সাংঘাতিক বুদ্ধি দিচ্ছেন আপু। এই বুদ্ধি কেউ গ্রহণ করলে তার কপালে শনি আছে।

 5 days ago 

হাহাহা,আপু তো চরম প্রতিশোধের ব্যবস্থা করে দিয়েছেন।

 5 days ago 

আপনার বুদ্ধির কাছে হিটলারও ফেল,হা হা হা।

 5 days ago 

প্রথমে ভাবলাম আপনার এই পরামর্শটা গ্রহণ করবো কিন্তু পরে ভেবে দেখি, আরে আমি তো এখনো বিয়েই করিনি 🤣🤣।

 5 days ago 

কত ধানে কত চাল ধীরে ধীরে টের পাবে 😂😂।

 4 days ago 

হাহাহা! এ কেমন প্রতিশোধের কথা বললেন আপু 😁

 5 days ago 

অন্যায়কে মনে করে বারবার ছাড় দেয়া। তবে অতিরিক্ত হয়ে গেলে যে যেমন করবে তার সাথে তেমন করেই চলতে হবে।

 5 days ago 

জি আপু, যে যেমন তার সাথে তেমন করা উচিত।

 6 days ago 

কথা বলা বন্ধ করে দেওয়া। আমার মনে হয় একজন মানুষ যদি আরেকজন মানুষের উপর রাগ করে কথা না বলে, এবং কাউকে শাস্তি দিতে চায় তাহলে কথা বলা বন্ধ করে দিতে হবে।

 5 days ago 

আপু অনেক মানুষ আছে অনেক বছর পর্যন্ত একজনের সাথে একজন কথা বলে না। শুধু পিছে পিছে বদনামি করে।

 5 days ago 

হ্যাঁ এটা অনেক ভালো প্রতিশোধ। কারণ বোবার কোনো শত্রু থাকেনা। তেমনই কম কথা বলা মানুষেরও শত্রু কম থাকে।

 6 days ago 

মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে এবং সেটা কেনো?

মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ হতে পারে অন্যের দুঃখ দেখে নিজে মনে মনে হাসা 😅😂😄😁।

কারণ হচ্ছে নিজের দুঃখ দেখে কখনো তারা উপহাস বিদ্রুপ করেছে । আজ তাদের দুঃখ দেখে মনে মনে হাসি পাওয়া মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ গুলোর মধ্যে একটি হতে পারে😁😁😁।

 5 days ago 

অন্যের দুঃখ দেখে যদিও হাসি পায় না। তবে কিছু কিছু মানুষ আছে যাদের দুঃখ দেখলে সত্যি হাসি পায়।

 5 days ago 

আসলে মানুষের দুঃখ দেখে হাসা উচিত নয় আপু। তবে অহমিকা এবং অহংকার লোকদের দুঃখ দেখে হাসি অটোমেটিক আসে।

 5 days ago 

জি ভালো বলেছো।

 5 days ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 5 days ago (edited)

চোখের আড়াল করলেই হবে। কারণ কথায় আছে না চোখের আড়াল তো মনের আড়াল।

 4 days ago 

আমার কাছেও মনে হয় ক্ষমা করে দেওয়াটাই সব থেকে বড় প্রতিশোধ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98041.60
ETH 2705.47
SBD 3.50