এবিবি-ফান প্রশ্ন-১৬ || জীবন নামক গাছটিতে কোন সার দিলে বিয়ে নামক ফুলটি ফুটবে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জীবন নামক গাছটিতে কোন সার দিলে বিয়ে নামক ফুলটি ফুটবে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি মনে করি, জীবন নামক গাছটিতে টাকা নামক সার যত বেশি দেওয়া যাবে, বিয়ের ফুল তত তাড়াতাড়ি ফুটবে। 😆
অভিজ্ঞদের কাছ থেকে মানে বিবাহিতদের কাছ থেকে মতামত প্রত্যাশা করি তাহলে আবিবাহিত দের অনেক কাজে লাগবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবন নামক গাছটিতে সরকারী নামক একটা চাকরি দিলেই খুব তাড়াতাড়ি বিয়ের ফুল ১০০% ফুটবে।
প্রেম আর মন দুই তো যদি থাকে, তাহলে জীবন নামক গাছটি বিয়ের ফুল ফুটবে । প্রেম হল ইউরিয়া সার আর মন হল জৈব সার ।
এই গাছে ফুল ফোটানো এত সহজ না। প্রথমেই আপনাকে ভালো জাতের চারা (পার্টনার) বেছে নিতে হবে। এরপর দিতে হবে প্রেমের সার। তারপর লাগবে পয়সা কড়ি নামের সার। আর সবশেষে একটু সাহসের সার দিলে ফুল নিশ্চিত।
পিরিতি নামক ইউরিয়া, প্রস্তাব নামক ফসফেট, ঘটক নামের পটাশিয়াম আর সালফার নামক প্রেমিকার সংমিশ্রেণটি পরিমান মত দিলেই জীবন নামক গাছে বিয়ের ফুল ফুটে যাবে ।
জীবন নামক গাছটিতে ভালোবা-সার দিলে বিয়ে নামক ফুলটি ফুটবে।কারন ভালোবা ও সার নিয়েই ভালোবাসা হয়,যে সারে কোনো ভেজাল নেই। 😅 😅
টেকার সার লাগান ভাই , ফুল ফল সবই ফুটবে ।
জীবন নামক গাছটিতে "প্রেম" নামক সার দিলে বিয়ে নামক ফুলটি ফুটবে। তাই দ্রুত প্রেমে জড়িয়ে পড়ুন।
বেশি বেশি করে রোমান্টিক মুভি দেখতে হবে, এবং যে সকল মুভির শেষ অংশে নায়ক নায়িকার বিয়ে হবে।
জীবন নামক গাছটিতে একা একা এত বড় খাটে ঘুম ধরেনা,খাট পূরণের মানুষ লাগবে এই সার দিলেই বিয়ের ফুল ফুটবে🤣🤣।
মানুষের টাকা যত বেশি হবে, তত বিয়ের ফুল ফুটবে, কারণটা টাকাওয়ালাদের মেয়েরা বিয়ে করতে চায়।হাত ছাড়া করতে চায় না।