এবিবি-ফান প্রশ্ন-৭১ || কষ্ট বিনা কেষ্ট মেলে না, কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কষ্ট বিনা কেষ্ট মেলে না, কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জীবনে যুদ্ধই হলো একমাত্র স্থিতিশীল বস্তু যা আমাদের করে যেতে হয়। আর যুদ্ধে জিততে হলে কষ্ট করা তো জরুরিই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কষ্ট ছাড়া ভালো কিছর
হয়না সৃষ্টি
গর্ভবতী মায়ের দিকে
দাওনা দৃষ্টি,,
কত কষ্ট করে যে মা,,
মা হাওয়ার আশায়।
তীব্রতর সেই অনুভূতি
বোঝানো যায়না ভাষায়।
কষ্ট বিনা কেষ্ট মেলে না
তাইতো আছে কথায়,,
দুঃখের পরে সুখ থাকে
তাইতো বাঁচে আশায়।
আশা করি বোঝাতে পেরেছি
কষ্ট বিনা কেষ্ট, মেলে না কেন??
প্রকৃতির নিয়ম এটা কেউ
ভুলো না যেন,,,,,
♥♥
আহা। কি সাবলীল। দিদি খুব সুন্দর হয়েছে। 😇
অনেক অনেক ধন্যবাদ দাদা।
♥♥
আপনার কবিতাটি অনেক ভালো হয়েছে খুব চমৎকারভাবে আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ
অনেক খুশি হলাম। ধন্যবাদ পাশে থাকার জন্য♥♥
আমিও অনেক বেশি উপভোগ করেছি আপনার কবিতাটি ধন্যবাদ আপনাকে।
বাহ্!! নিজেকে ধন্য মনে করছি।
♥♥
আপনি নিঃসন্দেহে অনেক ধন্য একজন ব্যক্তি আপু ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর লিখেছেন সাথী আপু। আমার খুব ভালো লাগলো😊
ভালো লেগেছে খুশি হয়েছি
গিয়েছে মন ভরে,,
এমন ভালোবাসা আমি
রাখবো জনম ধরে,,
♥♥
কষ্ট ছাড়া সুখের নাগাল
পেয়েছিলো কে কবে?
কষ্ট করেই সফল সবাই
এই না রঙের ভবে।
কষ্ট করে এই দুনিয়ায়
মানুষ হতে পিপীলিকা,
কষ্টের করেই জ্বলে সবার
সুখের দ্বীপশিখা।
তাইতো বলি কষ্ট করো
মাথার ঘাম পায়ে ফেলে,
কষ্ট করলেই এই দুনিয়ায়
দেখবে কেষ্ট মেলে।।
দারুন লাগলো আজিজুল ভাই। দারুন 💕
ধন্যবাদ দাদা, আপনাকে। আমার লেখাটা ভালো লেগেছে শুনে।
পরশমণি পাথরের স্পর্শে লোহা যেমন খাঁটি সোনায় পরিণত হয়।জীবনের সব ক্ষেত্রে কষ্ঠ করতে হয়।এত সহজে কোন কিছু অর্জন করা সম্ভব না।দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সফলতা বয়ে আনতে হয়।যত কষ্ট তত সফলতা।আমার মতে সাথে ধৈর্য ও রাখতে হবে। তাহলে সফলতা নিশ্চিত।
সঠিক বলেছেন। ধৈর্য্য। এটা ধরে রেখে কাজ করে গেলে আমাদের সফলতা নিশ্চিত।
এটার পেছনে একটি গল্প আছে।কেষ্টর বউয়ের নাম হল কষ্ট।ব্যাপক দজ্জাল মহিলা।উনি কেষ্টকে সন্দেহ করেন।তাকে ছেড়ে কেষ্ট কোথাও গেলে,তিনি কেষ্টকে ঠেঙিয়ে হাসপাতালে পাঠান।তাই ভয়ে কেষ্ট তাকে ছাড়া কোথাও যায় না।তাই মানুষ বলতে শুরু করে কষ্ট যেখানে,কেষ্ট সেখানে।এটাই কালক্রমে এই প্রবাদে রূপ নিয়েছে।
বর পিটিয়ে দিলো দজ্জাল মহিলাই বটে। হাঃ হাঃ।
অনেক দজ্জাল দাদা।
অনেক বাস্তবিকভাবে একটি উদাহরণ দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
কেষ্ট মানে কৃষ্ণ।আর কৃষ্ণ খুবই দুস্টু এবং মাখন চোর।আর এই কৃষ্ণ একদিন বিনা নামের এক গোয়ালিনীর ঘর থেকে মাখন চুরি করে খেয়েছিল।এই মাখন চোরকে ধরতে হলে কষ্ট তো করতেই হবে বিনা গোয়ালিনীকে।
গোপাল মাখন চুরি করেই পালাতেন।
আর গোপালের পিছনে ছুটতে ছুটতে মানুষ কষ্টে একেবারে হয়রান।
আপনি ঠিক বলেছেন আপু।
😊😊
বউ এর জন্য যতই কষ্ট করা হোক না কেন, কোনো দাম নেই। হাজার কষ্ট করে বউয়ের কাছে যখন আসবেন, তখন ঠিকই বলবে তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ। সত্যিই এত কষ্ট করেও কোন দাম থাকে না।তাই কষ্ট করেও কোনো দাম নাই।
তাহলে তো বিয়ে না করাই ভালো। কষ্ট পেতেই হবে না।
কথা একদম ঠিক বলেছেন হাহা
আম (কেষ্ট) খেতে হলে আগে বাজার থেকে চারা কিনতে হবে, তারপর তাকে যত্ন সহকারে রোপন করতে হবে, তারপর পরিচর্যা করতে হবে, ধীরে ধীরে বড় করতে হবে, তারপর আম ধরবে, পাকবে, তারপর খাওয়া যাবে।
ঠিক। সময় তো দিতেই হবে। তবেই না কেষ্ট মিলবে।
জী দাদা কষ্টও করতে হবে এবং সময়ও দিতে হবে।
বউ কিংবা প্রেমিকার জন্য জীবনে যতই কষ্ট করেন না কেন, এই কষ্টের কখনো দাম নেই। দিন শেষে সেই ঠিকই বলবে তোমার সাথে থেকে আমার জীবনটা শেষ হয়ে গেল,যতোই কষ্ট করেন৷ না কেন কোনো দামই নাই, 🫣🪬
বিয়ে না করলে তো আর শালী পাওয়া যায় না। তাই তো ছেলেদের কষ্ট করতেই হয়। কষ্ট হলো বউ আর কেষ্ট হলো শালী।🤪🤪
আর যদি এক মেয়ে হয় তাহলে?
তাহলে কেষ্ট মেলার আশা ছেড়ে দিতে হবে।
😅😅
ভাইয়া কেষ্ট সরকারি চাকরি করে তো। আর সরকারি চাকরি মানে বুঝতেই পারতেছেন। যত কষ্টই হোক মেয়েরা কেষ্টকে পাওয়ার জন্য কষ্ট করেই যাবে। হা হা হা হা .....
সরকারি চাকরির অনেক ডিমান্ড বলুন?