এবিবি ফান প্রশ্ন- ৪০৪ | সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সঠিক উপায় কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সঠিক উপায় কি?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো জানা নেই,আপনাদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে আনতে হলে নিজেকে বোবা করে ফেলতে হবে,না হলে কোনভাবেই সম্ভব নয়। কারণ বোবার কোন শত্রু নেই, আর শত্রু না থাকা মানেই শান্তি। হাহাহা।

 4 months ago 

আপু একদম ঠিক বলেছেন, বোবার কোন শত্রু নেই😀।

 4 months ago 

আসলে ভাইয়া চিন্তা করে দেখেন, বোবার কোন শত্রু থাকে না। 😆

 4 months ago 

কথা খুব খাঁটি।।

 4 months ago 

ভাইয়া স্টিমের দাম বেড়ে গেলে আর এসবিডি পেআউট হলে সংসারে এমনিতেই শান্তি ফিরে আসবে। বিশ্বাস না হলে পরিক্ষা করে দেখতে পারেন,হা হা হা।😜😜

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সঠিক উপায় কি?

একটি সংসারে যখন নারী ও পুরুষের বোঝাপড়া সঠিকভাবে হয় তখনই সংসারে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

 4 months ago 

জি ভাই, নারী ও পুরুষের বোঝাপড়া সঠিকভাবে হলে সংসার শান্তি ফিরে আসবে।

 4 months ago 
  • সততা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি: পারস্পরিক বিশ্বাস ও সততা সংসারে শান্তি আনার মূল ভিত্তি। যখন দুইজনের মধ্যে বিশ্বাস থাকে, তখন সমস্যা বা অমিলের পরেও শান্তি বজায় থাকে।

  • যোগাযোগ উন্নত করা: স্পষ্ট ও খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ। সমস্যাগুলো মন খুলে আলোচনা করা, নিজের অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করা এবং অন্যের কথাও মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন।

  • সময় দেওয়া: একে অপরকে সময় দেওয়া এবং একসাথে মানসম্পন্ন সময় কাটানো সম্পর্ককে মজবুত করে।

  • সমস্যার সমাধান খোঁজা: সমস্যা এড়ানোর চেয়ে সমাধান খুঁজতে বেশি মনোযোগ দেওয়া উচিত। বিরোধ বা মতবিরোধ হলে তাকে গঠনমূলকভাবে সমাধান করতে হবে।

  • দায়িত্ব ভাগ করা: সংসারের কাজ ও দায়িত্বগুলো একে অপরের সাথে ভাগাভাগি করা উচিত। এতে বোঝা কমে এবং সম্পর্কের ভারসাম্য বজায় থাকে।

  • পরস্পরের প্রতি শ্রদ্ধা: একে অপরের মতামত, ইচ্ছা, এবং ব্যক্তিগত সময়ের প্রতি শ্রদ্ধা রাখা উচিত।

  • মাফ করা ও মাফ চাওয়া: যে কোনো ভুল হলে তা স্বীকার করা এবং মাফ চাওয়া গুরুত্বপূর্ণ। অপরদিকে, অপরের ভুল মাফ করে দিতে জানাও শান্তির জন্য প্রয়োজনীয়।

  • একসাথে ভালো সময় কাটানো: পরিবারের সাথে সময় কাটানো এবং একসাথে হাসি-মজা করার মাধ্যমে সম্পর্ক গভীর হয় এবং শান্তি বজায় থাকে।

  • ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ: ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সংসারের শান্তি বজায় রাখতে সহায়ক হতে পারে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং একে অপরের জন্য দোয়া করা শান্তি আনার একটি পথ হতে পারে।

  • আর্থিক স্থিতিশীলতা: সংসারে আর্থিক সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করা উচিত, কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা শান্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান।

এই উপায়গুলো মেনে চললে সংসারে শান্তি বজায় রাখা সম্ভব।

 4 months ago 

সংসারে শান্তি ফিরে আনার জন্য আপনার বিষয়গুলো প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তাহলে সংসারে শান্তি ফিরে আসবে নিশ্চিত।

 4 months ago 

এই বিষয়গুলো আমরা যথাযথভাবে পালন করলে নিশ্চয়ই সংসারে শান্তি ফিরে আসবে।

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে আনার উপায় গুলো হলো:

১. বউ এর কথা মতো চলা।
২. বউ কথা বললে তখন চুপ থাকা।
৩. বউকে সপ্তাহে একদিন শপিংয়ে নিয়ে যাওয়া।
৪. মাসে একবার দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া।
৫. বউকে রান্না করে খাওয়ানো।
৬. মাসে দুই বার সারপ্রাইজ গিফট দেওয়া।
৭. ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া।

এই ব্যাপার গুলো মানতে পারলে সংসারে শান্তি বজায় থাকবে। আর না মানতে পারলে বিয়ে করার দরকার নেই। হা হা হা..😂😂🤭🤭

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে আনতে চাইলে, একে অপরের দিকে চকলেট নিয়ে যাওয়া শুরু করুন। চকলেটের শক্তি সবকিছু মিটিয়ে দেয়, আর বাকী কাজগুলো হাসিমুখে মিটে যাবে! সাথে সাথে, টিভির রিমোটের দায়িত্বও ভাগ করে নিন। শান্তি আর মিষ্টি দুটোই আসবে!

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সঠিক উপায় কি?

দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলেই সংসারে শান্তি ফিরে আসবে।

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সঠিক উপায় কি?

সংসারের শান্তি ফিরিয়ে আনার সহজ উপায় হচ্ছে, স্টিমেট থেকে আর্ন করার টাকা দিয়ে বউকে বেশি বেশি শপিং করে দিতে হবে। প্রত্যেক ছুটির দিনে বউকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। আর রাস্তাঘাটে চলাফেরার সময় কোন ভাবি গার্লফ্রেন্ড এবং অচেনা মেয়ের দিকে তাকানো যাবেনা । বিশেষ করে, নিজের ফেসবুক আইডি সহ মোবাইলের যাবতীয় পাসওয়ার্ড বউয়ের কাছে দিয়ে দিতে হবে। আর হচ্ছে, প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর বউয়ের হাতে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। সংসারে শান্তি চান তাহলে বউকে খুশি রাখুন। মনে রাখবেন সংসার সুখের হয় রমনীর গুনে। তাই রমনির কথায় সংসার চলান তবেই সংসারের শান্তি ফিরে আসবে।

 4 months ago 

ঠিক বলছেন আপু 🤭।

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার একমাত্র সঠিক উপায় হচ্ছে--কোনো একজনকে চুপ থাকা,বিশেষ করে প্রত্যেক পুরুষ মানুষকে তার বউয়ের সামনে বোবা সেজে মুখে কুলুপ বেঁধে বসে থাকতে হবে তবেই সংসারে প্রকৃত শান্তি।☺️☺️

 4 months ago 

সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সঠিক উপায় কি?

দুইজনের মধ্যে মিল থাকা লাগবে। দুজনের মধ্যে যদি মিল থাকে তাহলে এমনিতেই সংসারে শান্তি ফিরে আসবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96184.84
ETH 3331.18
USDT 1.00
SBD 3.21