এবিবি-ফান প্রশ্ন ১৪৬ || মেয়েদের মন বোঝা কঠিন কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েদের মন বোঝা কঠিন কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
শুনেছি, মেয়েদের মন বোঝা কাজটা অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি করেছে কিন্তু তারাও পারে নাই তাহলে আমি কিভাবে পারব বলেন? আপনাদের কাছে মতামত আশা করছি.....
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েরা যে বহুরূপী,গুণীজনে কয়,
মেয়েদের মন বুঝতে হলে হবে অবক্ষয়।
মেয়ে মানে জংলি লতা,পেচিয়ে ফেলে সব,
মেয়ে মানে সময় অসময়ে করে কলরব।
মেয়ে মানে হঠাৎ রাত,হঠাৎ হলো দিন।
মেয়ে মানেই রূপকথার আস্ত ঘোড়ার ডিম।
মেয়ে মানে কঠিন সূত্র,বুঝতে রাত শেষে হয় দিন।
এজন্যই বলা হয়,মেয়েদের মন বোঝাটা কঠিন।
আমি না বললেও নিজেই দেখে নিবে, হাহাহা।
🤣😂🤣হাহাহা
মেয়েদের মন হচ্ছে পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া ভাবে যে এক লাফ দিয়ে জমিন থেকে পাহাড়ের উপর উঠে যাবে, আবার আরেক লাফ দিয়ে আকাশ ছুয়ে ফেলবে। তেমনি মেয়েরাও অনেক সময় আজগুবি সপ্নে বিভোর থাকে। তাই তাদের মন বুঝা খুব কঠিন। 🤣🤣🤣
আপনিতো অনেকটাই বুঝতে পেরেছেন, দেখছি।
জি ভাইয়া অভিজ্ঞতা আছে তো। তাই কিছুটা বুঝতে পেরেছি আর কি।
কিছু অভিজ্ঞতা ধার দেন।ভাই।
ভাই আপনি চাইলে কিছু না,সবই দিয়ে দিব হা হা হা।
অর্ধেক মানবী তোমার পুরোটা ছলনা
সহজ সরল থাকার করো শুধু বাহানা 🤪
মেয়েদের মন বুঝতে গেলে সাধু সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে ঘুরতে হবে 😂 সংসার করা যাবেনা। তাই শুধু বলতে হবে জো হুকুম হোম ম্যানেজার 🤪
আপনার সাথে ও এমনটা হচ্ছে মনে হয়, হাহাহা।
সময়মতো বুঝবেন ভাই 😂
এখন কিছু বলবো না, বললে আর বিয়ে করবেন না 🤪
আমি তো বিয়েই করতে চাই, হিহিহি।
😂
হবেনা আমরা যে জ্বালায় জ্বলছি সেটার স্বাদ নিতেই হবে 🤪
দরকার হয় আন্টির সাথে হাত মিলিয়ে তাড়াতাড়ি ব্যাবস্থা করা হবে 😄
হাহাহা, আমার মনের কথা বলেছেন ভাই, মজা পেলাম।
হা হা হা...😂 যারা বুদ্ধিমান তারা সঠিকটাই বুঝবে।
কেমন বুঝবেন ভাই, তাদের তো নিজস্ব কোন রং নেই। একদম পানির মতো যখন যেখানে যায় তখন সেই রকম হয়ে যায়। এ এক দুঃসাধ্য অভিযান আপনার আর আমার দ্বারা হবে না, হি হি হি।
সেই পানি থেকে H20 আলাদা করতে পারলেই হল, তবে মেয়েদের মন জিলাপির মত সোজা, তাই বুঝতে পারা যায় না, হাহাহা।
আহারে,এত জনের মন বুঝতে গেলে তো কঠিন লাগবেই।একজনের মন বোঝার চেষ্টা করলে ঠিকই বুঝবেন।আর আপনার মনের বিশালতা আর গভীরতা বেশি তো, অনেকের মন একসাথে বুঝতে চান তাই গোলমেলে হয়ে যায়,এইজন্য আপনার কাছে কঠিন লাগে🤣🤣।
না না, এমনটা নয়, মেয়েরা জিলাপির মত সোজা, তাই তো বুঝতে পারি না।
জিলাপি খেয়ে খেয়ে মাথা সোজা হয়ে গেছে আপনার তাই হয়তো🤭🤭🤭🤭
মেয়েদের মন প্রতিনিয়ত রং পাল্টায় তাদের মন বুঝতে গেলে কঠিন হয়ে দাঁড়ায় যেটা অসম্ভব প্রায় সেজন্য মেয়েদের মন বোঝা কঠিন।
কথায় আছে ভাঙা দেয়াল, ক্ষ্যাপা শেয়াল, আর মেয়েদের খেয়াল কখন কোনদিকে যাবে কে বলবে। এইজন্যই মেয়েদের মন বোঝা অনেক কঠিন 😆😆😆।।
হাহাহা, ভালোই বলেছেন ভাই।
নাসার একজন বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করার পরে একজন মেয়ের মন নিয়ে গভেষনা শুরু করেন। কিছুদিন পরে সেই বিজ্ঞানী নিজেই ভুলে গেছে যে, সে একজন বিজ্ঞানী ছিল,হা হা হা।🤪🤪🤪
আজকের প্রশ্নের উত্তর খুজতে গিয়ে আমি আমার অতীত ভুলতে চাই না,হা হা হা।😂😂😂
🥴🤣🤣
হাহাহা, ঘটনাটি আমি ও শুনেছিলাম।
কারন ছেলেরা অনেক সহজ সরল। মেয়েদের "হ্যা" মানে "না"।"না" মানে "হ্যা" অথবা "হতে পারে"। হতে পারে মানে আপনি কাজটা করলে না,আর না করলে হ্যা।আবার অনেক সময় না মানে না,আবার হ্যা মানে হ্যা। এদিকে বেচারা ছেলেদের মন বড্ড সোজা,তাই তারা এত জিলাপির প্যাচ বোঝে না। তাই মেয়েদের মন বোঝা কঠিন।
বাবা গো, এই কমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল হাহাহা।
হাহাহা।