এবিবি ফান প্রশ্ন- ৪০৬ | বউ পালালে বুদ্ধি বাড়ে নাকি গার্লফ্রেন্ড পালালে বুদ্ধি বাড়ে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বউ পালালে বুদ্ধি বাড়ে নাকি গার্লফ্রেন্ড পালালে বুদ্ধি বাড়ে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বিশেষ অভিজ্ঞদের মতামত জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
গার্লফ্রেন্ড পালালে বুদ্ধি বাড়ে, তখন আরো বুদ্ধি আসে কিভাবে আরো গার্লফ্রেন্ড বানানো যাবে। কিন্তু বউ পালালে জীবনের শান্তি আসে,প্যারার হাত থেকে বেঁচে যায়।
বাস্তব কথা বলেছেন ভাই😀।
ধন্যবাদ ভাই
আমার তো মনে হয়,গার্লফ্রেন্ড পালালে বুদ্ধি বাড়ে।কারন তখন শোকে বিহ্বল হয়ে বাঁকা পথ ছেড়ে সোজা পথের যাত্রী হয় ছেলেরা,বাবা-মায়ের ভদ্র -সভ্য ছেলে হওয়ার চেষ্টা করে প্রেমে ছাকা খেয়ে।।
গার্লফ্রেন্ড বউ হয়ে পালিয়ে গেলে বুদ্ধি বাড়ে বেশি৷
কারণ সে একাই দুজনকে নিয়ে পালাল।
তবে পালালে আরেকটা চলে আসে৷ ট্রাফিক জ্যাম না হলে এই যাওয়া আসা চলতেই থাকবে আর বুদ্ধি ফুলে ফেপে বৃহস্পতি হয়ে যাবার সম্ভবনাও জাগবে৷
বউ পালালেও বুদ্ধি বাড়ে এবং গার্লফ্রেন্ড পালালেও বুদ্ধি বাড়ে। কারণ বউ পালালে বুদ্ধি বাড়ে বলেই তো নতুন করে আবার বিয়ে করে এবং গার্লফ্রেন্ড পালালে আবারও নতুন করে গার্লফ্রেন্ড বানায়। অনেকে আবার বুদ্ধি বেশি খাটিয়ে চুপিচুপি একাধিক বউ এবং গার্লফ্রেন্ডও বানায়😂😂।
ঠিক বলেছেন ভাই 😁।
বেশি বুদ্ধি বাড়তে গেলে কিন্তু সমস্যা ভাইয়া। শেষে দেখবেন বুদ্ধি একবারে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে।😂😂
অবশ্যই গার্লফ্রেন্ড,কারণ যেসব ছেলেরা জীবনে সাকসেস হয় তাদের লাইফ হিস্ট্রি চেক করতে গেলেই আমরা দেখতে পাই তাদের প্রথম গার্লফ্রেন্ড পালিয়েছে।
অন্যদিকে যাদের প্রথম বউ পালাই তাদের সংসার জীবন আর আগের মতো হয়না।অর্থাৎ ওই চলার মত চলে সংসার আরকি ।
দুইটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারি,গার্লফ্রেন্ড পালিয়েছে এরপর সাকসেস হয়েছে মানে বুদ্ধি বেড়েছে।
আর বউ পালিয়েছে তার জীবনটা আর আগের মত নেই অর্থাৎ বুদ্ধি কমে গিয়েছে।সে নিজেকে রিকোভার করতে পারেনি আর। আশা করি বুঝছেন এখন কোনটা পালানো জরুরি😁😁😁।
একের অবর্তমানে আরেক পালালেই বুদ্ধি বাড়ে বলে মনে হয়।তাতে আর ঝামেলা থাকে না।হাহাহাহ।
আমার মনে হয় দুটোই প্যারা,তাই দুটোই পালালে বুদ্ধির আগমন ঘটে। হাহাহা😂😆😂
আজকের প্রশ্নের উত্তর মজার ছলে বলতে গেলে, বউ পালালে বুদ্ধি বাড়ে— কারণ তখন বুঝতে পারে বুদ্ধি ব্যবহার করে বউকে ধরে রাখার কৌশলটা আগে শেখা দরকার ছিল! আর গার্লফ্রেন্ড পালালে হয়তো বুদ্ধি বাড়ে কিন্তু তখন বুদ্ধি দিয়ে একটা নতুন গার্লফ্রেন্ড খুঁজে বের করতে হয়!
প্রেম তো অনেকগুলো করলাম কিন্তু গার্লফ্রেন্ড পালানোর পরেও বুদ্ধি বাড়লো না তারমানে বউ পালালে বুদ্ধি বাড়ে হা হা হা।
বউ পালালে বুদ্ধি বাড়ে ঠিকই কিন্তু গার্লফ্রেন্ড পালালে শয়তানি বাড়ে, বুদ্ধি না।