এবিবি ফান প্রশ্ন- ৩১৪ | বিয়ের বয়স থাকলেও প্রেমের বয়স থাকে না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্নঃ- বিয়ের বয়স থাকলেও প্রেমের বয়স থাকে না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তুহিন ভাই আপনাদের কাছ থেকে জাননে চান। তার সাথে আমরাও জানতে খুব ইচ্ছুক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বিয়ের বয়স অনেকটা ঋতুর মতো বসন্ত কালে করলে সবথেকে ভালো আর বসন্ত কালটা যৌবনের সময়টা বোঝায়। আর প্রেম হলো বৃষ্টির মতো কখনো নব যৌবনা হয়ে ঝরে পরে গ্রীষ্মের শুরুতে, নয়তো আষাঢ়ের বর্ষনে অথবা শীতের বার্তা নিয়ে 😄
কখন কিভাবে প্রেমের বৃষ্টি শুরু হয় বোঝাই যায় না 🤪
আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে।
ইমরান দা একটা ছাতা কিনে নিন। কোন দিন থেকে জল নেমে আসে 🤣
হা হা হা 😄
দাদা ছাতা ☔ কিনে নেয়া ছাড়া উপায় নেই, দুটো লাইসেন্স রয়েছে এখন 🤓
ভালো একটা ছাতা তাহলে আপনার দরকার নেই? নাকি দাদা?? 🤭🤭 বাসায় ছাতা থাকলে ফেলায় দেয়ার চিন্তাভাবনা করছেন কি না আবার কে জানে!
কারন প্রেম জলেডোবা রাস্তার খোলা ম্যানহোল এর মত,কে কখন কিভাবে পড়বে তা জানা যাবে না৷ আর পড়লে শিওর হাত পা ভাঙবে। আর বিয়ে হল যুদ্ধে যাওয়ার মত,যেখানে শত্রুপক্ষ আপনাকেই ঠিক করতে হয়,মহাসমারোহে গিয়ে তার কাছেই আত্মসমর্পন করতে হয়।আর যুদ্ধে যাওয়ার জন্য বয়স নির্ধারিত নইলে আইন ধরে ফেলবে,কিন্তু খোলা ম্যানহোলে পড়ার বয়স নিয়ে কোন আইন নাই।তাই বিয়ের নির্দিষ্ট বয়স থাকলেও প্রেমের নির্দিষ্ট বয়স নাই।
ভাই, ম্যানহোল হইতে সাবধান থাকবেন 🤣
আমি জল ভরা রাস্তাই এভোয়েড করি😁😁
বিয়ের বয়স থাকলেও প্রেমের কোন নির্দিষ্ট বয়স থাকে না, এর কারণ সৃষ্টিকর্তা নিজেও জানে গার্লফ্রেন্ড সামলানোর থেকে বউ সামলানো অনেক কঠিন। সেজন্যই একটা বয়সের পর বিয়ে করতে বলেছেন হা হা। আর প্রেম সার্বজনিন।
সবই ঈশ্বর প্রদত্ত। হাঃ হাঃ।
বিয়ের বয়স ঘুনে ধরার মত তিলে তিলে ক্ষয় হয় আর প্রেমের বয়স উই পোকার মত একবারে শেষ হয়। এইজন্যই এমনটা হয়।
সুমন ভাই এইটা ভালো ছিলো।
একদম দাদা, কমন সেন্স থেকে বলেছি।
আমার মনে হয়, "বিয়ের বয়স" বলে যে ব্যাপারটা আছে, এটার পেছনে পাশের বাসার ভাবী এবং সো কল্ড শুভাকাঙ্খী দের বিশেষ হাত সরি, মুখ রয়েছে। কি রে, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে করসিস কবে?? জিজ্ঞেস করতে করতে ওরাই "বিয়ের বয়স" এর ধারণা টা তৈরি করেছে।" কিরে, প্রেম করসিস কবে?" এভাবে তো বলতে পারে না, তাই প্রেমের বয়স বলে কিছু নাই! 😂😂 আর এমনিতেও, সবাই জানে, বিয়ে মানেই ঝামেলা! মেয়ের জন্য শ্বশুড়বাড়ি ম্যানেজ করার ঝামেলা আর ছেলের জন্য বউ নিজেই সাক্ষাত ঝামেলা!তাই, বিয়ের বয়স স্টান্ডার্ড করে দিয়ে তারা (সকল শুভাকাঙ্ক্ষী রা) এনশিওর করতে চায়, সকল শিয়ালের ই লেজ টা যেন কাটা পরে... 🙊নইলে সেধে সেধে কে আর ঝামেলায় বাঁধা পরতে চায় বলুন!
শিয়াল হওয়া যাবে না দিদি 😆
দিল্লীকা লাড্ডুর লোভ সামলানো বেশ কঠিন দাদা। তাই ইচ্ছায় বা অনিচ্ছায়, শেয়াল হতেই হয়... 🥹
প্রেম মানে এক ধরণের বিষক্রিয়া, বিষের যেমন এক্সপায়ার ডেট হয়না ,তেমনি বিয়ের বয়স থাকলেও প্রেমের বয়স থাকে না।
বিষের বিষক্রিয়া ধীরে ধীরে কমে যায় কিন্তু
আমার ধারণায়--কারণ প্রেম নির্ভর করে মাত্র কয়েক বছরের ফুরফুরে মনের উপর।কিন্তু বিয়ে একটি সামাজিক বন্ধন,যেটা সারাজীবনের জন্য জুড়ে থাকে কিন্তু ফুরফুরে মনের ভাবটা আর থাকে না।তাই বিয়ের বয়স থাকলেও প্রেমের বয়স থাকে না ।
বিয়ে করলে যখন ফুরফুরে মেজাজ থাকবে না তখন বিয়ে থেকে দূরে থাকা ভালো 😁
এইজন্যই তো আমরা এখনো সিঙ্গেল দাদা☺️☺️.
প্রেম করতে চেহারার প্রয়োজন আর বিয়ে করতে টাকার! সময়ের সাথে সাথে টাকার পরিমাণ যত বাড়তে থাকে চেহারার পরিমাণ তত কমতে থাকে। এই কারণেই বিয়ের বয়স থাকলেও প্রেমের বয়স থাকে না। আমার তো প্রেম করার বয়স চলে গেছে অনেক আগে। আর পকেটে টাকা না থাকার কারণে বিয়েটাও হচ্ছে না! হিহি😂😂🤭🤭
এটা আপনি অনেক ভালো বলেছেন ভাই। চেহারা না থাকলে আজ কাল প্রেম হয় না। তবে টাকা থাকলে ৮০ বছরের বুড়োকেও বিয়ে করে 😃😃।
হিহি ..😂😂🤭🤭 বর্তমানে এটাই সমাজের বাস্তব চিত্র ভাই ।
প্রেম করতে হলে টাকারও প্রয়োজন ভাই 😁
"বাদাম" যেদিন থেকে "প্রেম ফল" হয়েছে তখন থেকে প্রেমের খরচ কিছুটা হলেও কমে গেছে দাদা। হিহি🤭🤭😂😂
প্রেম হলো ইচরে পাঁকা পরিবর্তনশীল পরিপক্ক অনুভূতি যার কোনো বয়স সীমা নেই, আর বিয়ে হলো ভুল বশত জাগ্রত অনুভূতি যে অনুভূতি নিদিষ্ট সময়ে প্রতিটি মানুষের মনেই জেগে ওঠে।
এই কথাটি আমি মানি না কারন আমাদের দেশে মুরব্বীরা যেভাবে প্রেম করে বিয়ে করা শুরু করে দিয়েছে ।এই প্রশ্নটা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে । বর্তমান এক কথা প্রেম কোন বয়স মানে না।🤩 সেই জন্য প্রেমের এবং বিয়ের কোন বয়স নেই। 😎
হাঃ হাঃ! বিয়ের বয়সও আর ঠিক থাকছে না।