এবিবি ফান প্রশ্ন- ৪৪৬ | যদি আপনাকে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে বলা হয়, তাহলে কি নামকরণ করবেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি আপনাকে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে বলা হয়, তাহলে কি নামকরণ করবেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের উত্তরের অপেক্ষাতে রইলাম!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

আমাদের পরিবেশ এবং সামাজিক অবস্থান কোনটার জন্যই ঘূর্ণিঝড় ভালো নয়, তাই আমি সুযোগ পেলে নামকরণ করবো “ফিরা-যা” হি হি হি।

 2 months ago 

ঘূর্ণিঝড়ের নাম শুনে ঘূর্ণিঝড় নিজেই পালিয়ে যেতো 🤭।

 2 months ago 

সে নাম শুনে বলবে, ফিরে এলাম। খিক খিক!

 2 months ago 

আমার শ্বাশুড়ির নামে। নিজে কোন ঘুর্ণিঝড় এর থেকে কম না আবার নিজের থেকে বড় ঘূর্ণিঝড় এর জন্ম দিছে। শ্বশুর আর আমার জীবনডা তছনছ হয়ে গেল।

[এই কমেন্ট আমি করি নি,চাপ পড়ে হয়ে গেছে।]

 2 months ago 

এই কমেন্টখানি খুব সাবধানে লুকিয়ে রাখবেন ভাই। এরপর খুনোখুনি হলে দায় আমাদের না। 🤣🤣

 2 months ago 

ভাই ভাবির আম্মুর নাম্বারটা আমাকে একটু দিবেন। স্ক্রিনশট নিয়ে রাখলাম, দেখাবো পরে 🤭।

 2 months ago 

না ভাই,শখ করে কে বিপদে পড়তে চায়।ভাত বন্ধ হয়ে যাবে।

 2 months ago 

আমি নাম রাখবো চেতনা। ঘূর্ণিঝড় আমার চেতনার মতো, হুট করেই উদ্ভব হয়, আসে তো আসে না; আসলে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আবার কবে আসবে তার ঠিক থাকেনা।

 2 months ago 

যদি আপনাকে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে বলা হয়, তাহলে কি নামকরণ করবেন?

কোন কিছু না ভেবে আমি আমার সাবেক গার্লফ্রেন্ডের নাম দেব। সে ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি শক্তিতে আমার ভেতরা ভেঙেচুড়ে দিয়েছে হা হা।

 2 months ago 

এই সুযোগ পেলে নাম দিব "বউ নিয়ে যা"। কারণটা হচ্ছে যে সকল পুরুষরা বিয়ে করে বউয়ের পেদানিতে তাদের জীবন তেনা তেনা হয়ে গেছে, তারা যেন এই ঘূর্ণিঝড় আসলে, বউ নামক ঘূর্ণিঝড় থেকে নিস্তার পায়, তাদের উপকারের স্বার্থেই আসলে এই নাম দেওয়া, বিবাহিত ভাইয়েরা কি বলেন?😂😂

 2 months ago 

তাহলে তো ঘূর্ণিঝড় এসে এসে আপনার বউ টা নিয়ে চলে যাবে ভাইয়া। বউ না থাকলে বিবাহিত জীবনের কোন দাম নেই।

 2 months ago 

ঘূর্ণিঝড়ে বউ নিয়ে যাক বা চোর বউ নিয়া যাক তাতে তো আমার কিছু যায় আসে না আপু, কারণ আমার তো বউ নাই, আমি তো হলাম অবিবাহিত 😂😂😂।

 2 months ago 

যদি আমাকে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে বলা হয়, তাহলে আমি "চা-চক্র" নামটি বেছে নেব। কারণ, ঘূর্ণিঝড় আসলেই ঝড়ের মতো দ্রুত আসে, কিন্তু চা খেতে বসলে সবাই আনন্দে ঝড়ের গল্প করে! আর যখন "চা-চক্র" চলে, সবাই চা নিয়ে বসে সুরক্ষিত থাকে! 😄

 2 months ago 

যদি আপনাকে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে বলা হয়, তাহলে কি নামকরণ করবেন?

এরকম হলে তো আমি নাম দিতাম "পরীক্ষা"😄। কারণ পরীক্ষা আসার আগ থেকে হাওয়া পর্যন্ত অনেক আতঙ্কে থাকা লাগে। পরীক্ষা কোনো ঘূর্ণিঝড়ের থেকে কম না। যারা পরীক্ষায় ফেল করে, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ির অবস্থা যেরকম হয়, তেমনি তাদের অবস্থা ওরকম হয়ে যায়😂😁। ঘূর্ণিঝড়ের এফেক্ট যেখানে কম পড়ে সেখানে যেমন আবহাওয়া তুলনামূলক খারাপ থাকে, তেমনি যারা টেনেটুনে পাশ করে এফেক্ট কম পড়ে😂🤣।

 2 months ago 

আমাকে কোনো ঘূর্ণিঝড়ের নামকরণ করতে বলা হলে আমি নাম দেব পুসিফক্স।☺️☺️কারন আমাদের পুসি খুব কম সময়েই ঝড়ের বেগে ছুটে চলেছে আর ফক্সও আমাদের ভালোবাসার একটি অংশ।

 2 months ago 

এই দায়িত্ব আমাকে দিলে আমি নাম দিতাম "উড়ে যা"
সাধারণত ঘূর্ণিঝড় সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সেই জন্য নাম দিতাম উড়ে যা।

 2 months ago 

আমি হলে তো নাম দিবো অসময়ের যন্ত্রণা। কারন এই বেটা সময় গময় বোঝে না। যখন তখন এসে হানা দেয়। হি হি হি

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98101.02
ETH 3477.28
USDT 1.00
SBD 3.25