আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সীমাহীন এই পথ চলা
জানি থামবে না কোন দিন,
ঝড়-বৃষ্টি-রোদ্দুর থামাবে না অস্থিরতা
হৃদয়ের সন্ধিতে যদি না মিলে প্রিয়তমা।
লেখক
লেখক এর অনুভূতি:
হৃদয়ের চঞ্চলতা কিংবা অনুভূতির অস্থিরতা তখনই শীতল হয় যখন প্রিয়তমা পাশে থাকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অসীম এই পথের নেই কিনারা
শেষ থেকে শেষ তবুও তো হয়না,
প্রাকৃতিক দুর্যোগ থামবে না চঞ্চলতায়
মনের মিলনে যদি না মেলে স্বপ্নচারিতা।।
যখন ওড়ে বিজয়কেতন, যখন ওড়ে ঘুড়ি
তোমার নামে নামকরণ আর তোমার পাখায় উড়ি
তোমার সাথে সব পতাকার রং চিনি একসাথে
জীবন থেকে নদীর কথা ধার করি দুই হাতে
তোমার নামে রাত চিনেছি, আর উজানের ভোরে
সব চাউনিই স্রোত এনে দেয়, আবার নতুন করে
দূর দূরান্তে অজানা কোন প্রান্তে
আমার এই পথচলা,
যদি থাকো তুমি পাশে
হৃদয়ে চঞ্চলতার অনুভূতি আসে,
তুমি হিনা কোনকিছু,
খুঁজে পাই না আমি অন্য কিছু।
হৃদয়ের স্পন্দন জুড়ে আছো তুমি
ভালোবাসা এটাই সত্যি
প্রিয়জন যখন পাশে থাকে
হৃদয় ও মন শীতল লাগে।
নিষ্ক্রিয় এই পথ চলা,
জানি থামবে না কোনো দিন,
শান্তি-নিস্তব্ধতা ও থামাবে না
অস্থিরতা, হৃদয়ের সন্ধিতে যদি
না মিলে প্রিয়তম।
স্মৃতিরা ঘিরে আসে মনের আকাশে,
অতীতের গল্পগুলো করে হাহাকার ভাসে।
তবু চলতে হয়, পায়ের তলায় পথের দাগ,
স্বপ্নের পিছু ছুটে, জীবনের অনির্বাণ জাগ।
তুমি ছিলে কখনো দূর আকাশের তারা,
হাত বাড়ালেই যেন মিলবে, এই ছিল সারা।
তবু দূরত্বের কাঁটাতারে বাধা পড়ে মন,
অজানা গন্তব্যে ছুটে চলে এই জীবন।
অন্তহীন পথের পথিক আমি
এ পথের কভু নাই শেষ তাও জানি,
আকাশ পাতালে হলেও ধ্বংসলীলা
তবুও এ মন শান্ত হবে না,
যদি না পাই তোমারে ওগো প্রিয়তমা।
অনন্তের পথে তোমায় চিনেছি
অলকানন্দার বুক
আর আমার হৃদিপদ্ম
ভেসে যেতে যেতে সৃষ্টি আর ধ্বংসের স্তুপে
আমি ততবারই বহমান প্রাণ
যতবার আত্মা ছুঁয়ে উড়িয়েছ জয় ধ্বজা।