এবিবি ফান প্রশ্ন-২৪৪ |মিঃ বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্ন: মিঃ বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
একজনকে দেখলে হাত দিয়ে মুখ চাপতে হয়,আরেকজনকে দেখলে নাক চেপে ধরতে হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
একজনের কীর্তি দেখলে হাসিতে আয়ু বাড়ে,আরেকজনকে দেখলে দুর্গন্ধে মৃত্যু ধাওয়া করে।
অনেক পার্থক্য রয়েছে। মিঃ বিন এর কমেডি দেখে হাসতে হাসতে হাত পা ছোড়াছুড়ি করি এবং বউ খাট থেকে পরে গিয়ে বকাবকি করে 🤣। আর রাস্তা দিয়ে হাঁটার সময় ডাস্টবিন এর ময়লার গন্ধ পেয়ে, দৌড় দিয়ে পালানোর সময় সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যাই একসাথে😂। একেবারে বাংলা সিনেমার রোমান্টিক দৃশ্য দেখার সুযোগ পায় রাস্তার লোকজন 🤣🤣।
দু বিনই পরিস্কার করে । মিঃ বিন করে মনের কস্ট আর ডাস্টবিন করে ঘরের ময়লা পরিস্কার।
দারুন বলছেন আপু সহমত 😊😄
মিস্টার বিনের জন্য হাসতে হাসতে দম বন্ধ হয়,আর ডাস্টবিনের জন্য গন্ধে দম বন্ধ হয়। কাউকে মিস্টার বিন বললে সে আপনাকে মিষ্টি খাওতে পারে কিন্তু কাউকে ডাস্টবিন বললে আপনাকে শিওর ধোলাই খাওয়াবে।
আমার চোখে পার্থক্য একটাই এক বিন এর আগে মিঃ আছে অন্য বিন এর আগে আছে ডাস্ট। এক বিন হাসায় তো অন্য বিন নাক ছিটকানোর ব্যবস্থা করে।
মিঃ বিন যার মাঝে প্রাণ আছে যিনি নান্দনিক অঙ্গভঙ্গি আচার-আচরণ কথার মাধ্যমে সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আর ডাস্টবিন হচ্ছে একটি জড় পদার্থ যা না চাইলেও প্রাকৃতিক ভাবে দুর্গন্ধ ছড়ায়। মিঃ বিনকে দেখলে মানুষ ভালোবেসে বুকে আগলে নেয়। আর ডাস্টবিন দেখলে নাক চেপে ঐ স্থান থেকে দ্রুত প্রস্থান করে।
মি বিন, যাকে বলা হয় হাসির বাক্স। আর ডাস্টবিন যেখানে জমা হয় আবর্জনার বাক্স
ও আচ্ছা তাই নাকি ভাই 😁
মিঃ বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য
১.মিঃ বিন নড়াচড়া করতে পারে ডাস্টবিন নড়াচড়া করতে পারে না।
২.মিঃ বিনের পেট ভরতে খাবার কম লাগে এবং ডাস্টবিনের পেট ভরতে অনেক খাবার লাগে।
খুব সিম্পল মিঃ বিন হচ্ছেন একজন মানুষ। যার দক্ষতা দিয়ে তিনি আমাদের হাসাতে বাধ্য। তাই আমরা মুখ চাপি।আর ডাস্টবিন হচ্ছে জড় বস্তু।যেখনে আমরা ময়লা ফেলে নাক চাপি।
মি: বিন কে দেখলে হাসি আসে আর, আর ডাস্টবিন দেখলে কান্না আসে।
এটা ঠিক বলেছেন ভাইয়া মিস্টার বিন কে দেখলে হাসি পায় আর ডাস্টবিন দেখলে কান্না চলে আসে দুর্গন্ধে।
সত্যি অসাধারণ অনুভূতি মিস্টার বিন দেখলে মানুষের হাসি থামানো যায় না। আর ডাস্টবিন দেখলে দুর্গন্ধে মানুষ কান্না করে ফেলে।
তার অভিনয় দেখে হাসে না এমন মানুষ হয়তো বা একটাও খুঁজে পাওয়া যাবে না।