আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৫|| by abb-fun

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

চোখে তুমি মনে তুমি
তুমি আমার সব
তোমায় কত ভালবাসি
জানে আমার রব।

লেখক

@selinasathi1

লেখিকা এর অনুভূতি:

এক প্রেমিক হৃদয়ের কথা। সে তার প্রেমিকাকে কত ভালোবাসে সেটা একমাত্র তার আল্লাহ জানে। জানে সৃষ্টিকর্তা।
এভাবেই সে তার প্রেমিকাকে বোঝাতে চেয়েছিল। আর আপনি আপনার প্রেমিকাকে কি করে বোঝাবেন তাকে কত ভালোবাসেন-?
জানতে চাই অনু কবিতার মাধ্যমে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 months ago 

ভালোবাসি তোমায় প্রিয়
নাইবা বাসলে ভালো
তুমি আমার হৃদয় মাঝে
জ্বলে ওঠা আলো।
হৃদয় মাঝে তুমি আছো
তুমি আমার সব
এই হৃদয়ে তুমি প্রিয়
গভীর অনুভব।

 8 months ago 

চোখে তুমি মনে তুমি
তুমি আমার সব
তোমায় কত ভালবাসি
জানে আমার রব।

কল্পনায় তুমি, বাস্তবে তুমি
তুমি চোখের পাতায়
হৃদয়ের কতটা জুড়ে তুমি
জানে শুধু অবুঝ মনটায়।

 8 months ago 

তুমি আমার জীবন
তুমি আমার মরণ
তোমার জন্য দিতে পারি
সাত জনম পাড়ি।

তোমার জন্য জীবন আমার
শেষ হয়ে যাবে
তবুও বলবো ভালোবাসি
রব আমার সব জানে।

 8 months ago 

অসাধারণ লিখেছেন ভাইয়া। ভালোবাসা হয়তো গভীর এক অনুভূতি। সৃষ্টিকর্তা সবকিছুই জানেন। দারুন লিখেছেন ভাইয়া।

 8 months ago 

হ্নদয়ের মাঝে সুপ্ত প্রেম
জাগরণে ভালোবাসা,
তোমাতে আমার যত স্বপ্ন
মনের গহীনে আশা।

প্রিয়া করে রাখার গল্পে
তুমি কবিতা,
জানে আমার ঈশ্বর
জানে বিধাতা।

 8 months ago 

তোমায় আমি ভালোবাসি
বুঝে নিও তুমি
সত্যিকারের ভালোবাসা
সবার চেয়ে দামী।।

ভালোবাসায় থাকে কাটা
সে কথা তো জানি
তবুও আমি তোমার জন্য
জীবন দিবো বাজি।।

 8 months ago 

তুমি আমার প্রথম প্রেমের প্রথম কবিতা
তুমি আমার অন্ধকার গহীনের আলোর দিশা
তুমি আমার উত্তপ্ত হৃদয়ের শীতলতা
তোমাকে নিয়ে লিখেছি কত শত কবিতা।

 8 months ago 

হৃদয়ের অতলে তোমার বসবাস,
তুমি আমার মন গহীনে থাকো বারোমাস,
এ জীবনে তোমায় নিয়ে ভাবনা আমার কত,
তোমায় পেলে ধন্য আমি হবো অনবরত।

 8 months ago 

তুমি আমার স্বপ্ন সাথী
তুমি ই আমার হৃদয় মায়াবী।
প্রানপনে শুধু তোমায় ভালোবাসি
তুমি যে আমার প্রেমের প্রিয়স্বী।

 8 months ago 

তুমি আমার প্রথম প্রেম।
তুমি আমার জোছনা।
তুমি আমার স্নিগ্ধ সকাল।
তুমি আমার মোহনা।

তুমি আমার আবেগী বিকেল।
নেই তোমার তুলনা।

 8 months ago 

হৃদয়ের মধ্যমণিতে তোমার নিবাস
তোমায় কত ভালোবাসি,
স্বপ্ন আর কল্পনা জুড়ে সবটাই শ্বেতকাশ
তুমি আমার ডুব সাগরের সেই রঙিন পাখি।।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 92748.01
ETH 3299.45
USDT 1.00
SBD 3.26