এবিবি ফান প্রশ্ন- ৩৯৬ | মেয়েদের হ্যাঁ মানে না , আর না মানে হ্যাঁ , কথাটি কি সত্য ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েদের হ্যাঁ মানে না , আর না মানে হ্যাঁ , কথাটি কি সত্য ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
১০০% সত্য বাস্তব প্রমাণ , আরিফ ভাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এই বিষয়টি বুঝতে হলে আপনাকে মেয়েদের মন-মাইন্ডের উপর পিএইচডি করতে হবে। তবে মেয়েদের হ্যাঁ-না এর মধ্যে কোনটি হ্যাঁ আর কোনটি না তা বুঝতে হলে আপনাকে সুপার হিউম্যান হতে হবে। এছাড়া বুঝা কোনভাবেই সম্ভব না।
আসলে মেয়েদের হ্যাঁ মানে না, আর না মানে হ্যাঁ বলার পরিবর্তে, এভাবে বলা যায় যে, মেয়েদের কখনোই সহজে বোঝা যায় না! তাদের মতামত বুঝতে হলে একটু বেশি সময় এবং ধৈর্য্য লাগে।যা পুরুষদের জন্য একটু চ্যালেঞ্জিং। 😄😄
পুরোপুরি সত্য নয়, মেয়েদের হ্যাঁ এর মাঝে লুকিয়ে থাকে না কিছু।কিন্তু না এর মাঝেই হাজারো কথা লুকিয়ে থাকে যারা সেটা উপলব্ধি করে তারাই সুন্দরভাবে মেয়েদের বুঝতে পারে।
কথা একদম সত্যি ভাই। মেয়েরা সবসময় উল্টো কথাই বলে😂😂। আমার ওয়াইফকে যদি জিজ্ঞেস করি ঘুম ভালো হয়েছে, সে বলে ঘুমাতে হবে, কারণ একেবারেই ঘুম হয়নি। অথচ সে কিন্তু সকাল বিকাল ইচ্ছেমতো ঘুমিয়েছে। এই হচ্ছে মেয়েদের অবস্থা 🤣🤣।
বিঃদ্রঃ ভাই বিয়ের আগে মেয়েদের ব্যাপারে কোনো টিপস জানতে চাইলে বইলেন😂😂।
ওরে ভাই কি যে কমু আর কোন জায়গায়ে ফাঁসমু, হেইডা নিয়া বেশী টেনশনে আছি। কেন যে আপনি এই হ্যা আর না’র মাঝে আসলেন, হেইডাই তো বুঝছি না, হা হা হা।
মেয়েদের মনের খবর জানতে এ পর্যন্ত অনেক চেষ্টা করেছি কিন্তু ফলাফল শুন্য। তাদের নিকট কোন ব্যাপারে শুনতে গেলে হ্যা মানে না, মানে হ্যা করতেই থাকে সর্বশেষে মাফ এবং দোয়া চেয়ে ফিরে আসতে হয়।
মেয়েদের মুখে এক আর অন্তরে আরেক এটা প্রমাণিত। আর এই হ্যাঁ এবং না এর চক্করে ফেঁসে গেছে ছেলেরা।😆
নাহ। মেয়েদের হ্যাঁ মানে না। না মানে না। মনেহয়, বোধহয় এসবের মানেও না। ইচ্ছা মানেও না। আবার হ্যাঁ মানে হ্যাঁ। না মানেও হ্যাঁ। বোধহয়, মনেহয় মানেও হ্যাঁ। ইচ্ছা মানেও হ্যাঁ।
ভাইয়া আপনার কমেন্ট পড়ে এখন আমি পাবনার দিকে হাটতেছি,হা হা হা।
😅😅
তাহলে আর দেরি করিয়েন না ভাই সিট পূর্ণ হয়ে যেতে পারে।
Hi, @abb-fun,
Thank you for your contribution to the Steem ecosystem.
- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.
সত্যি বলতে গেলে মেয়েদের হ্যা মানে না, আর না মানে হ্যাঁ ,কথা সব সময় সত্য হয় না তবে কিছু কিছু সময় সত্য হয়।
আমার কাছে তো মনে হয় এই বিষয়টা সবসময়ই সত্যি হয়