এবিবি-ফান প্রশ্ন -১৬৭ || নদীর জল নোনতা কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নদীর জল নোনতা কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
নদীর মাছ গুলো খুব পরিশ্রম করে। তাই তাদের খুব ঘাম হয়। ঘাম থেকে নুন বেরিয়ে আসে। তাই জল নোনা হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নদীর জলে স্নান করতে গিয়ে আসলে সবার অনেক ঠান্ডা লেগে যায়, তাই নাক দিয়ে খুব বেশি পরিমাণে সর্দি পড়তে থাকে🤧। আর সর্দির স্বাদ তো নোনতা হয় তাই নদীর জল ও নোনতা হয়ে যায় 🙃।
সর্দির স্বাদ কীভাবে জানলাম জিজ্ঞেস করবেন না, আমার খুব লজ্জা লাগে 🙈।
উপরের লাইনগুলো পড়তে পড়তেই আপনাকে প্রশ্ন করার কথা চিন্তা করলাম।
আসলেই স্বাদ কি ভাবে জানলেন? লজ্জা লাগলে হবে না বলতে হবে? আমরা যা বুঝেছি তাই নাকি????? হাহাহাহা
একদম তাই!!!
বুঝে নিন,🙈🙈🙈।
হতেও পারে আপনাদের বোঝা টাই ঠিক, হা হা হা। কিন্ত আমি বলবো না আমার খুব লজ্জা লাগে 🙈🙈🙈।
হাহাহা হা..........
সর্দির স্বাদ নোনতা হয় সেটা আপনি জানলেন কিভাবে? 😂
😉😉😉 বুঝে নিন।
হা হা হা 😄
ব্যাপারটা বেশ মজার ছিল।
🙈🙈🙈ধন্যবাদ ভাই।
ছোটবেলার কাহিনী মনে করিয়ে দিলেন দিদি। 🙃
🙃🙃🙃🙃 এই তো দলের লোক আসল ব্যাপারটা বুঝতে পেরেছে 🙃🙃🙃🙃।
সর্দির স্বাদ নোনতা কই নাতো আমার কাছে সব সময় মিষ্টি লাগে
🤣🤣🤣 আপনি তো আমারও উপরের লোক 🤣🤣🤣 আপনিও খেয়ে দেখেছেন তাহলে 😂😂😂।
এইতো বুঝে গেছেন।
একদম ভালো করে বুঝে গেছি 🙃।
তাহলে ওটা সর্দি না হাফিজ ভাই, ওটা নাকের রস।😂😂
হা হা হা মজা পাইলাম ভাই
নাকের রস আবার কি জিনিস?😂😂😂
ওটা এক প্রকার মিষ্টি পানীয় যেটা সবার নাকে থাকেনা।😂
বুঝলাম 😂😂😂😂।
যারা নতুন নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছে তাদের কারণেই নদীর জল নোনতা হয়ে গেছে। কারণ ভালোবাসার আরেক নাম লবণ। কম হলেও সমস্যা বেশি হলেও তিতা। আমি কখনো নদীর জল খেয়ে দেখিনি। 🤭🤭
নদীর পাড় একমাত্র নিরিবিলি জায়গা যেখানে প্রেমিক প্রেমিকারা প্রেমে আবদ্ধ হয় আবার ব্রেকআপ হয়।তাই সেই ব্রেকআপের পর বিরহের যত অশ্রু সব নদীর জলে মিশে যায়।তাই নদীর জল নোনতা হয়।☺️☺️
দাদা সাধারনত শহরের সব ড্রেনের জিনিষ পত্র গিয়ে নদীর পানিতে মিশে। আর শহরের ড্রেনে কি কি নোনা থাকে সেটা সবাই জানে,আমি আর কিছু বললাম না। বললে চাকরি থাকবে না,হা হা হা।
🤣🤣
তুমি গিয়ে আর একটু নোনতা করে দিয়ে আসো দাদা🙃🙃🙃।
আমি মাঝে মধ্যেই যাই তো। তবে নোনতা করতে না, মাছ ধরতে।🤭
একটু নোনতা ও না হয় করে দিও ক্ষতি কি!!!😂😂😂
নদী তার প্রেমিককে ছ্যাকা দিয়ে সমুদ্রকে বিয়ে করেছে। তাই নদীর প্রেমিক প্রতিদিন নদীর কাছে এসে কান্না করে। আর সেজন্যই নদীর পানির জল নোনতা।
নদীর উপরে বিশাল বড় একটা সাঁকো রয়েছে সেটা দিয়ে একটা লোক লবণ ভর্তি বস্তা নিয়ে পার হচ্ছিল মাঝপথে এসে পিছলে পড়ে গিয়ে বস্তা পানিতে পড়ে যায়। সেখান থেকে লবণ গোলে নদীর জল নোনতা হতে শুরু করে। বানিয়ে বানিয়ে একটা উত্তর দিলাম।
নদী তার প্রেমিকের কাছে ছ্যাকা খেয়ে কাঁদতে কাঁদতে চোখের জল ঝরাচ্ছে।
তাই নদীর এই জল তো নোনতা হবেই!!
ছোটবেলায় নদীতে গোসল করতে গিয়ে হিসু করে দিয়েছিলাম এই জন্যই নদীর পানি নোনতা হয়ে গিয়েছে 😁
হাহাহাহা কি যে বলেন ভাই, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।
হি হি হি 🫢
আপনি তো ভাই অনেক দুষ্টু 😂😂😂
ওইগুলো জল না, ওইগুলো হলো আমার চোখের জল, তাই লবনাক্ত🙂।
বাপরে বাপ!! এতো কান্না করেন আপনি 😂
এতো দুঃখ কোথা থেকে এলো 😄