এবিবি-ফান প্রশ্ন-৭০ || ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এই কথাটি মানুষ জায়গা বুঝে বিভিন্ন কারণে বলে থাকে। একেক জনের একেক রকম কারণ হতে পারে। আমার কাছে বেশ কয়েক রকম কারণ জানা থাকলেও আজকে আপনাদের কাছ থেকে মজার মজার উত্তর জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এর দ্বারা বুঝানো হয়েছে যে টাকা থাকলে সুন্দরী বউয়ের অভাব হয় না। টাকা থাকলে টাকলা,বুইরা ,কালো পুরুষও সুন্দর বউ পায়। ভাত দেখলে কাক যেমন চলে আসে,তেমনি টাকা দেখলে সুন্দরী মেয়েরা গুর গুর করে চলে আসে.......... হা হা হা.......
হাহাহাহহা, কথা কিন্তু ভুল বলেন নি, এটা সত্যি, তবে আমি বেচে গেছি বাবা ভাগ্য ভালো ভাত দেখি নাই🤣🤣
তাহলে টাকা পাহাড় গড়ে তুলেন। সুন্দরী বউ পাওয়ার আশায় ভাইয়া।
মোটা অংকের যৌতুক দিলে
বরের অভাব নাই,,
ল্যাংড়া কালা কালো ধলা
সবই চলে তাই।
চাকরির বাজার গরম এখন
কালো টাকার ছলে,,
অযোগ্য লোকেরা তাই
চলে হেলে দুলে,,,,
সবখানেতেই টাকার খেলা
চলছে অবিরত,,
ভাত ছিটাইলে কাকের অভাব
হয় না যে তার মত।।
হাফিজ ভাইয়ের পার্লার টাও
তেমনই এক কথা,,
অকারনে নারীদের
মনে দেন ব্যথা।
♥♥♥
হাহাহা, আপনি দেখছি একদম কবিতা বানিয়ে দিলেন, তবে ভালো মানিয়েছে
বাহ ভাই খুব চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
❤❤❤
ঠিক বলছেন ভাইয়া
অসংখ্য ধন্যবাদ আপু।
এখন থেকে আর চাল কিনবো না নির্বাচন প্রচারে গিয়ে ভাত নিয়ে আসবো।হিহিহি
মন্দ হয় না আপু। হা হা হা।
এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? পার্লারে গেলেইতো দেখা যায়, কালো কালো মেয়েগুলো ভিতরে গিয়ে টাকা ছিটায় আর বের হওয়ার সময় কালো কাকগুলো সাদা বক হয়ে যায়। সত্যিতো ভাতরূপি টাকা ছিটালে কত কিছুইতো করা যায়, হি হি হি। এবার আমি যাই পার্কে গিয়ে দেখি ভাত ছিটালে কিছু কাক পাওয়া যায় কিনা?
পার্কে ভাতের জন্য কাক অপেক্ষা করছে তাড়াতাড়ি যান।
এসব খবর তাহলে আপনিও রাখেন আজকাল, বাহ ভালোতো ভালো না!
ভালো তো !!! ওই কাকদের ভাত না খাওয়ালে তো তারা অভুক্তই থেকে যাবে।
আপনার মন্তব্য পড়ে আমার একটা গান মনে পড়ে গেল, কালা কালা সাদা সাদা রঙ জমেছে সাদা কালা🤣🤣🤣
কোন সমস্যা নাই, মনে চাইলে ঘরে বসে গান আবার চাইলে পার্লার এ বসেও গাইতে পারেন, সাদা সাদা সাদা কালা কালা কালা
😆
ভাতরূপি টাকা আবার কি জিনিস হাফিজ ভাই। হা হা হা 🤣
কাকেরা এখন ভাত ছিটালে আসে না। তাদের কে ডাকতে হলে এখন বার্গার, স্যান্ডউইচ, পিৎজা,স্টেক এগুলো ছিটাতে হয়।
হাহাহা তা আবার ঠিক বলেছেন সবাই এখন কাক থেকে ডিজিটাল কাওউয়া হয়ে গেছে
ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না তেমনি টাকা ছিটালে ও ছেলেদের অভাব হয়না। কালো কালো মেয়েরা টাকা ছিটানোর কারণে পালাতে গিয়ে ফর্সা হয়ে বেড় হয়। আর ছেলেরা তখন কাকের সতো পিছে পিছে ঘোরে,, 🫣🫣
কথা একদম ঠিক বলেছেন ভাই
বাহ আপনি দেখছি সব কিছু জানেন, তবে বেশি কালো মেয়েরা কিন্তু সাদা হয়না মেকাপ করে ও কালা কালাই থাকে হিহিহি
বেশি কালো গুলো কালোই থাকে তার পরও সাদা হয়া চেষ্টা চালিয়ে যায় হাহা🫣
আরে আপু দেখেন না,,, কালো মেয়েদের বাবার টাকা থাকলে ছেলেরা বিয়ে করার জন্য লাফালাফি করে😁😁।ভাত ছিটালে মানে টাকা ছিটালে লাইন ধরে যেকোনো মেয়েকে বিয়ে করার জন্য কাকের মত লোভীরা হাজির হয়ে যাবে🤪🤪।
সবাই আবার নিজেদের দিকে টেনে নিয়েন না,,পালাই আমি🏃🏃
এটা ও ভালো কথা, তার মানে সকলের মন্তব্য প্রেক্ষাপটে বুঝা যাচ্ছে কাক ছেলে ও আছে আবার কাক মেয়ে ও আছে, সবাই ই ভাত অনেক পছন্দ করে হিহিহি
বউরা ভাত রান্না করে আর স্বামীরা অন্য কাকের আশায় ভাত ছিটিয়ে বসে থাকে। হায়রে হতভাগা স্বামী একটুখানি বিরিয়ানি ছিটিয়েও তো দেখা যায়। 🤪🤪🤪
আচ্ছা এই ছিলো মনের ভিতর, বিরিয়ানী দিলেই দৌড় দিবেন? ভাতের প্রতি কেন এতো অভিমান?
ভাত ছিটালে তো কাকেরা আসে আমি তো আর কাক নই। 😅😅
এহহহহ 😛😄😄
এটি একটি প্রবাদ বাক্য। বিপদে পড়লে আপন জনেরা অনেক সময় পাশে দাঁড়ায় না। তখন অর্থের বিনিময়ে অপরের দাঁড়ায় উদ্ধার হতে হয়। আর অর্থ দিয়ে বর্তমান যুগে অনেক কিছু করা সম্ভব। এ কারণেই বলা হয় ভাত ছিটালে কাকের অভাব হয় না।
সত্যি কথা বলিয়েন না কাক জানলে আর ভাত খেতে আসবে না হাহাহাহাহা
একথাটি তারাই বলে যারা ময়না টিয়াকে ডাকলেও পাশে পায় না। আর ভাত ছিটালে তাদেরকেই পাশে পাওয়া যায় যাদের দিয়ে কোন কাজ হয় না।
কাক কিন্তু ভালো কাজের আপনি জানেন না, মানুষদের বাড়ি থেকে সাবান চুরি করে এনে দেয় 😅🤣🤣🤣